বাংলাদেশের ১ম ডিজিটাল জেলা, ওয়াইফাই নগরী, শিক্ষা কমিশন,ভাসমান হাসপাতালের নাম কি??

বাংলাদেশের ১ম ডিজিটাল জেলা, ওয়াইফাই নগরী, শিক্ষা কমিশন,ভাসমান হাসপাতালের নাম কি ??

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তর : যশোর।

২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি?
উত্তর : সিলেট।

৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর : কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন (১৯৭২)।

৪. প্রশ্ন : বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কবে?
উত্তর :১৯৭৪ সালে।

৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
উত্তর : জীবন তরী।

৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম টেস্টটিউব শিশুর মা কে?
উত্তর : ফিরোজা বেগম।

৭. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম
বাংলাদেশি কে?
উত্তর :ড. মুহম্মদ ইউনুস।

৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর :শেখ মুজিবুর রহমান।

৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর :তাজউদ্দিন আহমেদ।

১০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর :বেগম খালেদা জিয়া।

১১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক কে?
উত্তর ড. সুফিয়া কামাল।

১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর :এ এস এম সায়েম।

১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম গর্ভনর কে?
উত্তর : এ এন এম হামিদুল্লাহ।

১৪. প্রশ্ন : বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ৭ মার্চ ১৯৭৩।

১৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোনটি?
উত্তর :রাজশাহী।

১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোনটি?
উত্তর :বেতবুনিয়া, রাঙ্গামাটি।

১৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী কারাগার কোনটি?
উত্তর : কাশিমপুর, গাজীপুর।

১৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অভিনেত্রী কে?
উত্তর : পূর্ণিমা সেনগুপ্ত।

১৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা চিকিৎসক কে?
উত্তর :ডা. জোহরা বেগম কাজী।

২০. প্রশ্ন : ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি কে?
উত্তর :স্যার এফ রহমান।

Google Adsense Ads

Google Adsense Ads

1 thought on “বাংলাদেশের ১ম ডিজিটাল জেলা, ওয়াইফাই নগরী, শিক্ষা কমিশন,ভাসমান হাসপাতালের নাম কি ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *