বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন

অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (Bangladesh Society and Culture) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 222109 & 222115
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন,

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ‘মোহাম্মদ আলী জিন্নাহ’।

২. বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক গোষ্ঠী কি?
উত্তর : বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক নৃ-গোষ্ঠী চাকমা।

৩. The History of Human Marriage গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : The History of Human Marriage গ্রন্থটির রচয়িতা ‘ওয়েস্টার মার্ক’ ।

৪. আরোপিত মর্যাদা কী?
উত্তর : ব্যক্তির অনৈচ্ছিক (Involuntary) গোষ্ঠী সদস্যপদ থেকে উদ্ভুত মর্যাদাকে আরোপিত মর্যাদা বলে।

৫. সুশীল সমাজ ধারণার প্রবক্তা কে?
উত্তর : সুশীল সমাজ ধারণাটির প্রবক্তা দার্শনিক হবস (Hobbes)।

৬. ‘সাংগ্রেং’ কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?
উত্তর : ‘সাংগ্রেং’ রাখাইন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান।

৭. মেগাসিটি কি?
উত্তর : সাধারণত বৃহত্তম শহরে ১ কোটি বা তার বেশি জনসংখ্যা বাস করলে তখন ঐ শহরটিকে মেগাসিটি বলে।

৮. বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম লিখ।
উত্তর : বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম হলো : ব্র্যাক ও আশা।

৯. BRAC এর পূর্ণরূপ কি?
উত্তর : BRAC এর পূর্ণরূপ হলো “Bangladesh Rural Advancement Committee.”

১০. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর : স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ১১টি সেক্টরে বিভক্ত ছিল।

১১. গ্রামীণ এলিট কারা?
উত্তর : গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে যারা অধিক গুণ, ক্ষমতা, মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করে তাদেরকে গ্রামীণ এলিট বলে।

১২. নরগোষ্ঠী কী?
উত্তর : নরগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপরিভাগকে বুঝায় যার সদস্যবৃন্দ একই দৈহিক বৈশিষ্ট্য উত্তরাধিকারসূত্রে অর্জন করে।

১৩. Kinship প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : Kinship প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন L. H. Morgan.

১৪. কত সালে জমিদারী প্রথা উচ্ছেদ হয়?
উত্তর : জমিদারী প্রথা উচ্ছেদ হয় ১৯৫০ সালে।

১৫. Six Village of Bengal গ্রন্থের লেখক কে?
উত্তর : Six Village of Bengal গ্রন্থের লেখক রামকৃষ্ণ মুখার্জী।

১৬. BRDB এর পূর্ণরূপ কী?
উত্তর : BRDB এর পূর্ণরূপ হচ্ছে Rural Development Board.

১৭. CASTE শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : স্প্যানিশ শব্দ Casta থেকে Caste শব্দটি উদ্ভূত।

১৮. Class, Status and Power গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Class, Status and Power গ্রন্থটির রচয়িতা ‘Max Weber’ .

১৯. বিজু কোন এনধিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?
উত্তর : বিজু ‘চাকমা’ এনথিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব।

২০. বাংলাদেশে অতিনগরায়ণের যে কোনো একটি কারণ লিখ।
উত্তর : বাংলাদেশে অতিনগরায়ণের একটি কারণ হলো ‘বেকার সমস্যা’।

২১. BARD কোথায় অবস্থিত?
উত্তর : BARD কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত।

২২. ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

২৩. লিঙ্গ এবং জেন্ডার এর মধ্যে মৌলিক পার্থক্য কী?
উত্তর : লিঙ্গ একটি Biological concept, যা নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যকে নির্দেশ করে, আর জেন্ডার হলো নারী ও পুরুষের সমাজস্বীকৃত পার্থক্য।

২৪. ‘ময়নামতি’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘ময়মনামতি’ কুমিল্লা জেলায় অবস্থিত।

২৫. বাংলাদেশে বসবাসরত দুইটি উপজাতির নাম লিখ।
উত্তর : বাংলাদেশে বসবাসরত দুইটি উপজাতি হলো – চাকমা ও গারো।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

২৬. আন্তর্জাতিক মাতৃভাসা দিবস কবে?
উত্তর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি।

২৭. জমিদারী প্রথা উচ্ছেদ হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর : জমিদারী প্রথা উচ্ছেদ হয় ১৯৫০ খ্রিষ্টাব্দে।

২৮. NGO-এর পূর্ণরূপ কী?
উত্তর : NGO-এর পূর্ণরূপ হলো- Non government organization.

২৯. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক উপজাতির নাম লিখ।
উত্তর : বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক উপজাতি হলো গারো।

৩০. পার্বত্য শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর।

৩১. কত খিষ্টাব্দে জমিদারী প্রথা বিলুপ্ত করা হয়?
উত্তর : জমিদারী প্রথা বিলুপ্ত করা হয় ১৯৫০ খ্রিষ্টাব্দে।

৩২. V-AID এর পূর্ণরূপ কী?
উত্তর : V-AID এর পূর্ণরূপ হলো Village Aid.

৩৩. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর : স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ১১টি সেক্টরে বিভক্ত ছিল।

৩৪. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ রয়েছে?
উত্তর : বাংলাদেশে ১০০ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ রয়েছে।

৩৫. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তর : মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল।

৩৬. সাংগ্রেং কোন সম্প্রদায়ের অনুষ্ঠান?
উত্তর : সাংগ্রেং রাখাইন সম্প্রদায়ের অনুষ্ঠান।

৩৭. সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চল বসবাস করে?
উত্তর : সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায় বাস করে।

৩৮. BARD এর পূর্ণরূপ কি?
উত্তর : BARD Development হলো— Bangladesh Academy for Rural Development.

৩৯. পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয় কত সালে?
উত্তর : পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয় ১৯৯৭ সালে।

৪০. Pull Factor কী?
উত্তর : শহরের বিভিন্ন সুযোগ সুবিধাদির জন্য গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রবণতাকে Pull Factor হিসেবে অভিহিত করা হয় ।

৪১. কুমিল্লা মডেলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কুমিল্লা মডেলের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।

৪২. অবরোধবাসিনী কার লেখা?
উত্তর : অবরোধবাসিনী বেগম রোকেয়ার লেখা।

৪৩. নিরাপদ মাতৃত্ব দিবস কোনটি?
উত্তর : নিরাপদ মাতৃত্ব দিবস ২৮ মে।

৪৪. WAD এর পূর্ণরূপ কি?
উত্তর : WAD এর পূর্ণরূপ Women and Development.

৪৫. জাতিবর্ণ প্রথার উদ্ভব কোথায়?
উত্তর : জাতিবর্ণ প্রথার উদ্ভব ‘প্রাচীন মিসরে’।

৪৬. কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
উত্তর : ‘৮ ই মার্চ’ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

৪৭. “সংস্কৃতির অসম অগ্রগতি” তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : “সংস্কৃতির অসম অগ্রগতি” তত্ত্বের প্রবক্তা W.F Ogburn.

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লিখ।
২. ইসলামী সংস্কৃতি কি?
৩. সুশীল সমাজ বলতে কি বুঝ?
৪. নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?
৫. কুমিল্লা মডেল কি?

৬. শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য কি?
৭. শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক ও বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক কাকে বলে?
৮. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতাকাঠামোর প্রকৃতি আলোচনা কর।
৯. সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব সংক্ষেপে লিখ।
১০. খামার ব্যবস্থা কী?

১১. সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
১২. ভূমি সংস্কার কি?
১৩. পল্লী উন্নয়নের উদ্দেশ্যসমূহ সংক্ষেপে লিখ।
১৪. সুশীল সমাজ বলতে কী বুঝায়?

PDF Download বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

১৫. নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ?
১৬. ধর্মনিরপেক্ষ শিক্ষা কী?
১৭. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লিখ ।
১৮. নগর সম্প্রদায় বলতে কী বুঝায়?

১৯. বর্ণ প্রথা ও শ্রেণির মধ্যে পার্থক্য কর।
২০. নারীর ক্ষমতায়ন কী?
২১. বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থার সমস্যাগুলো কী কী?
২২. ধর্ম নিরপেক্ষতা বলতে কী বুঝ?

২৩. ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক উল্লেখ কর।
২৪. কৃষি কাঠামো কী?
২৫. এথনিসিটি বলতে কী বোঝায়?
২৬. এথনিক সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

২৭. নগর দারিদ্র্য কী?
২৮. বাংলাদেশে শিল্পায়নের প্রতিবদ্ধকতাসমূহ লিখ।
২৯. কুমিল্লা মডেল কী? সংক্ষেপে লিখ।
৩০. সংক্ষেপে নারীবাদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. বাংলাদেশের মানুষের জাতিতাত্ত্বিক পরিচয় দাও।
২. বাংলাদেশের গ্রামীণ রাজনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।
৩. বাংলাদেশের ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর।
৪. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।

৫. বাংলাদেশের নগর সমাজের স্তরবিন্যাস আলোচনা কর।
৬. বাংলাদেশের পল্লী উন্নয়নে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।
৭. বাংলাদেশের নারী ক্ষমতায়নের প্রধান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

৮. বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব আলোচনা কর।
৯. বিশ্বায়ন কী? তৃতীয় বিশ্বের সমাজ জীবনে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
১০. বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা ব্যাখ্যা কর।

2024 বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

১১. বাংলাদেশের কৃষি কাঠামো আলোচনা কর ।
১২. গ্রামীণ বাংলাদেশে নেতৃত্বের প্রকৃতি ও পরিবর্তনের ধারা বিশ্লেষণ কর।
১৩. জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৪. বাংলাদেশের গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর।

১৫. এনজিও এর কর্মকাণ্ডের সাথে পল্লী উন্নয়নের সম্পর্ক আলোচনা কর।
১৬. বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৭. বাংলাদেশের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৮. পল্লি উন্নয়নে কুমিল্লা মডেলের ভূমিকা মূল্যায়ন কর।

১৯. বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব বর্ণনা কর।
২০. বাংলাদেশে সাংস্কৃতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
২১. জাতিবর্ণ ও শ্রেনির মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
২২. বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস পর্যালোচনা কর।

২৩. বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথে প্রধান অন্তরায়সমূহ বর্ণনা কর।
২৪. বাংলাদেশের সামাজিক অসমতার কারণসমূহ বর্ণনা কর।
২৫. বাংলাদেশের উপজাতীয় সমাজের পরিবর্তনের কারণ বর্ণনা কর।

২৬. বাংলাদেশের জনগোষ্ঠীর নরগোষ্ঠীগত পরিচয় আলোচনা কর।
২৮. ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
২৮. বাংলাদেশের পল্লি উন্নয়নের সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে আলোচনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন,

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Bangladesh Society and Culture Suggestion 2024,বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment