বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক (Foreign Relations of Bangladesh) সুপার সাজেশন
Department of : Political Science & Other Department
Subject Code: 241911
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন,বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. পররাষ্ট্রনীতি কী?
উত্তর : যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব স্থাপন করে তাকে পররাষ্ট্রনীতি বলে।

২. পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক লেখ।
অথবা, পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক কী কী?
উত্তর : পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক হলো- ১. সামরিক শক্তি ও সামর্থ্য এবং ২. অর্থনেতিক উপাদান ও রাষ্ট্রীয় মতাদর্শ।

৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট (মায়ানমার)।

৪. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কী?
উত্তর : বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো ‘সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে শত্রুতা নয়।’

৫. ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।’ – উক্তিটি কার?
উত্তর : ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।’ — উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

৬. কবে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
উত্তর : বাংলাদেশ ১৯৭২ সালের ২৮ এপ্রিল ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।

৭. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
অথবা, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর : বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

৮. কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়?
উত্তর : ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়।

৯. ইন্ডিয়া ডকট্রিন এর প্রবক্তা কে?
উত্তর : ইন্ডিয়া ডকট্রিন এর প্রবক্তা জওহরলাল নেহেরু।

১০. IMF কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।

১১. কোন নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করে?
উত্তর : বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তিকারী নদীর নাম নাফ।

১২. ভারতের কোন রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত?
উত্তর : টিপাইমুখ বাঁধ ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত।

১৩. জিএসপি কী?
উত্তর : জিএসপি (GSP) একটি নীতি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ বাজারে বিদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করে থাকে।

১৪. ‘NAM’ এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘NAM’ এর পূর্ণরূপ হলো Non-Aligned Movement.

১৫. প্রথম কোন আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর : প্রথম ইরাক আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৬. MDG কী?
উত্তর: MDG হলো জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচি।

১৭. CTBT এর পূর্ণরূপ কী?
উত্তর : CTBT এর পূর্ণরূপ হলো Comprehensive Nuclear Test Ban Treaty.

১৮. ব্লু-হেলমেট কী?
উত্তর : বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এটিকে ব্লু-হেলমেট হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

১৯. UNHCR এর পূর্ণরূপ কী?
উত্তর : UNHCR এর পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refuges.

২০. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
উত্তর : বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩ (সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান)।

২১. Veto কী?
উত্তর: জাতিসংঘের কোনো সিদ্ধান্তের ওপর নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের নেতিবাচক ভোটই Veto নামে পরিচিত।

২২. ভেটো অর্থ কী?
উত্তর : আমি ইহা মানি না।

২৩. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর : ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

২৪. আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম হলো- ১. বিশ্বব্যাংক, ২. আন্তর্জাতিক অর্থ তহবিল ও ৩. এশীয় উন্নয়ন ব্যাংক।

২৫. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তর : বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

২৬. PRSP কখন থেকে চালু হয়?
উত্তর : PRSP ২০০১ সাল থেকে চালু হয়।

২৭. সার্কের ৮ম সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর : সার্কের ৮ম সদস্য রাষ্ট্র আফগানিস্তান।

২৮. বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
উত্তর : বাংলাদেশ ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে OIC এর সদস্যপদ লাভ করে।

২৯. OPEC এর সদর দপ্তর কোথায়?
উত্তর : OPEC এর সদর দপ্তর ভিয়েনায়।

৩০. BIMSTEC এর পূর্ণরূপ কী?
উত্তর : BIMSTEC এর পূর্ণরূপ- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.

৩১. D-8 কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : D-8 ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।

32. SAGQ কী?
উত্তর : SAGQ বা South Asia Growth Quadrangle হচ্ছে দক্ষিণ এশিয়ার চারটি দেশের মধ্যকার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। এর সদস্য দেশগুলো হলো— ১. বাংলাদেশ, ২. ভারত, ৩. ভুটান ও ৪. নেপাল।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. পররাষ্ট্রনীতি বলতে কী বুঝ?
অথবা, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও।
২. পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ কী কী?
৩. পূর্বমুখী পররানীতি কী?
৪. জনমত কীভাবে পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে?
৫. জাতীয়তাবাদের উপাদানসমূহ কী?

৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখ।
৭. ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও।
৮. ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কী কী?
৯. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিসমূহ কী?
১০. ভূরাজনীতি বলতে কী বুঝ?
১১. বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল উল্লেখ কর।

১২. পরাশক্তি বলতে কী বুঝ?
১৩. বাংলাদেশ-চীন সম্পর্ক মূল্যায়ন কর।
১৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি সমস্যা উল্লেখ কর।
১৫. রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশে কী কী সমস্যা সৃষ্টি করছে?
১৬. তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও।
১৭. জোটনিরপেক্ষ আন্দোলন বলতে কী বুঝ?
১৮. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর নাম লেখ।

১৯. নিরাপত্তা পরিষদের গঠন আলোচনা কর।
২০. পি এল ৪৮০ কী?
২১. ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে সংক্ষেপে লেখ।
২২. সার্কের সমস্যাগুলো কী?
২৩. ওআইসির লক্ষ্য ও উদ্দেশ্য কী?
২৪. জি-৮ সম্পর্কে লেখ।

PDF Download বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যাবলি আলোচনা কর।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তিসমূহের ভূমিকা আলোচনা কর।
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মূল্যায়ন কর।
৪. বাংলাদেশের ন্যায় ক্ষুদ্র রাষ্ট্রসমূহের জাতীয় নিরাপত্তাজনিত হুমকিসমূহ আলোচনা কর।
অথবা, একটি ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।

৫. বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যাবলি আলোচনা কর।
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সফলতা উল্লেখ কর।
৭. ভূরাজনীতি কী? ভূরাজনীতির প্রভাব ও গুরুত্ব আলোচনা কর।
৮. পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূরাজনীতির গুরুত্ব আলোচনা কর।
৯. টেকসই উন্নয়নের শর্তাবলি আলোচনা কর।
১০. তৃতীয় বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক মুক্তির উপায়সমূহ আলোচন কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. জোটনিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা আলোচনা কর।
১২. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
১৩. পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা কী হওয়া উচিত? বর্ণনা দাও।
অথবা, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা কী হওয়া উচিত? ব্যাখ্যা কর।
১৪. অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের ভূমিকা বর্ণনা কর।
১৫. অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।

১৬. বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
১৭. সার্কের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
১৮. তুমি কি মনে কর সার্ক তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৯. BIMSTEC কী? দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য প্রসারে BIMSTEC এর ভূমিকা লেখ।
অথবা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য প্রসারে BIMSTEC এর ভূমিকা লেখ।

2024 বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

ক বিভাগ 

  • পররাষ্ট্রনীতি কী?
  • পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক লেখ?
  • মৌলীক গণতন্ত্রের প্রবর্তক ছিলেন কে?
  • কুটনীতি কাকে বলে?
  • ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপওা জনীত চ্যালেন্জ তিনটি কী কী
  • সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে শএুতা নয় উক্তিটি কার 
  • কবে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে
  • নো ম্যান্স ল্যানড কী?
  • কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় 
  • ইন্ডিয়া ডকট্রিন এর প্রবক্তা কে?
  • ছিটমহল কী?
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী  কে ছিলেন 
  • ফারাক্কা বাঁধ কোথায়  অবস্হিত?
  • টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্হিত 
  • ECNEC এর পূর্ণ রুপ কী 
  • জিএসপি কী?
  • কত সালে জোটনিরপেক্ষ আন্দোলন গঠিত হয় 
  • প্রথম কোন আরব রাষ্ট্র  বাংলাদেশ কে স্বীকৃতি দেয় 
  • MDG কী 
  • CTBT এর পূর্ণ রুপ কী 
  • IMF কত সালে প্রতিষ্ঠিত হয় 
  • ব্লুহেলমেট কী
  • UNHCR  এর পূর্ণ রুপ কী 
  • জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি 
  • voet কী?
  • ভেটো  কী 
  • আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম লেখ 
  • বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় 
  • CIRDAP এর সদর দপ্তর কোথায় 
  • PRSP কখন থেকে চালু হয় 

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন,

খ বিভাগ 

  • পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ কী কী?
  • জাতীয়তাবাদের উপাদানসমূহ কী 
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে  মুসলিম বিশ্বের ভূমিকা বর্ণনা কর 
  • ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও 
  • ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ চ্যালেন্জগুলো,কী কী?
  • জাতীয় নিরাপওা বলতে কী বুঝ?
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতর মূলনীতিসমূহ কী?
  • বাংলাদেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির সাফল্য মূল্যায়ন কর 
  • ভূরাজনীতি বলতে কি বুঝ 
  • টেকসই উন্নয়ন কী?
  • গ্রিন পিস কী?
  • বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল উল্লেখ কর
  • বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমস্যাসমূহ আলোচনা কর
  • বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নে সরকারি পদক্ষেপগুলো আলোতনা কর 
  • তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও
  • নিরাপওা পরিষদের স্হায়ী সদদ্য দেশগুলোর নাম লেখ 
  • নিরাপওা পরিষদের গঠন আলোচনা কর 
  • পিএল 480 কী?
  • সাফটা কী?
  • জি 8 সম্পর্কে লেখ 

Honors 4th year Common Suggestion 2024

গ বিভাগ 

  • পররাষ্ট্রনীতির নির্ধারক গুলো আলোচনা কর
  • বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অভ্যুদয়ের তাৎপর্য  ব্যাখ্যা কর 
  • বাংলাদেশের  মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভুমিকা বর্ণনা কর
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যবলি আলোচনা কর
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ বর্ণনা কর
  • বাংলাদেশের সাম্প্রতিককালের কুটনীতির কৌশল আলোচনা কর
  • সাম্প্রতিক সময়ে  বাংলাদেশের  পররাষ্ট্রনীতির সফলতার বর্ণনা কর
  • ভূরাজনীতি কী? ভূরাজনীতির প্রভাব ও গুরুত্ব আলোচনা কর
  • পররাষ্ট্রনীতির নির্ধারণে ভূরাজনীতির গুরুত্ব আলোচনা কর
  • টেকসই উন্নয়নের শর্তাবলি  আলোচনা কর
  • বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমস্যাগুলো চিহৃত কর
  • তৃতীয় বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক মুক্তির উপায়সমূহ আলোচনা কর
  • ভোটনিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা আলোচনা কর 
  • মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে ওআইসির ভূমিকা বর্ণনা কর 
  • পরিবর্তিত বিশ্ব পরিস্তিতে জাতিসংঘের ভূমিকা কী হওয়া উচিত বর্ণনা দাও
  • অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের ভূমিকা বর্ণনা কর
  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এশীয় ব্যাংক  এর ভূমিকা বর্ণনা কর
  • তুমি কি মনে কর সার্ক তার উদ্দেশ্য  পূরুণে সফল হয়েছে?  তোমার উওরের সপক্ষে যুক্তি দাও
  • বাংলাদেশে বহুজাতিক কোম্পানির শোষণ কৌশলসমূহ আলোচনা কর

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক স্পেশাল সাজেশন 2024,Honors Foreign Relations of Bangladesh Suggestion 2024

PDF Download বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment