বর্তমানে বাংলাদেশের শীর্ষ দশটি সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলো? ২০২৫
বর্তমানে বাংলাদেশের শীর্ষ দশটি সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলো?
একজন সফল উদ্যোক্তার নজরে বর্তমানে বাংলাদেশের শীর্ষ দশটি সবচেয়ে লাভজনক ব্যবসা :
১. রেস্টুরেন্ট ব্যবসা
লোকেশন, আপনার রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার জন্য সবার আগে একটি ভাল লোকেশন আপনাকে ঠিক করতে হবে। আপনার লোকেশন গুলো জনবহুল এলাকায়, বড় বড় শপিং শপিং সেন্টারের পাশে অথবা কোন বিজনেস এরিয়ায় হলে সবচেয়ে ভালো হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিছু লোকেশন হতে পারে ধানমন্ডি, বনানী, গুলশান,মতিঝিল, উত্তরা এসব নামকরা এলাকায়। এসব এলাকায় আপনি দেখতে পাবেন অনেক ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং যতই রেস্টুরেন্ট হোক না কেন তাদের ব্যবসা কিন্তু খারাপ হয় না।
২, ফার্মেসী ব্যবসা
অল্প পুজিতে ঔষধের ব্যবসা আইডিয়া এইখানে বিস্তারিত পাবেন।
মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে খুব দ্রুত সময়ে এই ব্যবসায় সফলতা পাওয়া যায়ঃ
উপযুক্ত স্থান নির্বাচন ঃ এই ব্যবসার সবচেয়ে উপযুক্ত স্থান কোন হাসপাতাল কিংবা ক্লিনিকের আশপাশ । আপনি চাইলে কোন আবাসিক এলাকায়ও করতে পারেন । কিন্তু কোন শপিং মল যেখানে মানুষ কেনাকাটা করতে যায় কিংবা কাঁচাবাজার যেখানে মানুষের ওষুধ কেনার পরিকল্পনা থাকেনা , এমন জায়গায় ফার্মেসী দিলে আপনি নিশ্চিত লসের সম্মুখিন হবেন ।
লাইসেন্সঃ ফার্মেসি দিতে হলে আপনার ফার্মেসীর বিস্তারিত উল্লেখ করে লাইসেন্সের জন্যে আবেদন করতে হয়। লাইসেন্স ছাড়া এই ব্যবসা করা যায় না ।তাই ব্যবসার শুরুতেই লাইসেন্স করে ব্যবসার বৈধতা নিশ্চিত করুন ।
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা ১৫টি ২০২৫,
৩, অনলাইন শপ
অনলাইনে ব্যবসা করার নিয়ম শুরুতে বলতে গেলে ,মালামাল না কিনেও আপনি আপনার অনলাইন শপটি চালাতে পারবেন । এজন্যে বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রির সোর্স আপনাকে জানতে হবে ।
৪. ইভেন্ট ম্যানেজমেন্ট
শাব্দিক অর্থে ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে বোঝোয় যে কোনো ঘটনার যাবতীয় ব্যবস্থাকে বোঝায়। উন্নত বিশ্বে এই ধারণা অনেক পুরাতন হলেও বাংলাদেশে এই ধারনা অনেকটা নতুন।তবে সময়ের তাগিদে এই ব্যবসা অনেক জনপ্রিয়।
৫. মোবাইল ফোনের দোকান
আজকাল দেশের প্রায় লোকই মোবাইল ফোন ব্যবহার করছে। বর্তমানে মোবাইল ফোনের ব্যবসা খুবই লাভজনক হচ্ছে। প্রথমে ছোট পরিসরে অল্পকিছু মোবাইল নিয়েই একটা দোকান খুলুন। আস্তে আস্তে দোকান বড় করতে থাকবেন। এরপর ফোনের এক্সেসরিজ বিক্রি করবেন।
৬. গরুর খামার
প্রথমত, গরুর দুধ বিক্রি করা যাবে প্রতিদিন । যা থেকে খামারের দৈনন্দিন খরচ উঠে যাবে । কিন্তু এসব ক্ষেত্রে চেষ্টা করবেন প্রাণ,মিল্ক-ভিটার মতো কোন ভাল কোম্পানী কিংবা মিনা বাজার, স্বপ্নের মতো কোন ডেইলি শপের সাথে চুক্তিতে দুধ বিক্রি করতে । এতে আপনার লাভ যেমন হবে , খামার বড় করার সুযোগও তৈরি হবে ।
দ্বিতীয়ত, বিভিন্ন নার্সারিগুলো গাছের পরিচর্যার জন্য গোবর সংগ্রহ করে থাকে । এদের সাথে চুক্তি ভিত্তিক গোবর বিক্রি করেও প্রতিদিন বেশ ভাল অংকের মুনাফা অর্জন সম্ভব ।
২০২৫ বর্তমান সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলো?
তৃতীয়ত, কম দামে বাছুর কিনে ঈদ কিংবা বিশেষ মৌসুমগুলোতে সেটা অধিক দামে বিক্রি করেও আপনি বেশ মোটা অংকের মুনাফা অর্জন করতে পারেন ।
৭. নার্সারি
নার্সারি শব্দটি শুনলে মনে হতে পারে, এসব আবার ব্যবসা হল নাকি! আসলে পুরানো ধাঁচের নার্সারি না করে একটু স্মার্ট পদ্ধতি করলে খুব সহজে লাভবান হতে পারবেন। বর্তমানে শহরের অধিকাংশ মানুষ ফ্লাটে, বারান্দায়, ছাদে টবে ফুল, ফল কিংবা বনসই জাতীয় গাছ লাগায়।
৮. হস্তশিল্পের ব্যবসা
হস্তশিল্পের চাহিদা যুগ যুগ ধরে রয়ে গেছে। শখের বসে কিংবা ঘর সাজানোর জন্য হলেও মানুষ হস্তশিল্প কিনে থাকে। আপনি চাইলে নিজেই তৈরি করে এই ব্যবসা করতে পারেন। অথবা নির্ভরযোগ্য উৎস থেকে পণ্য সংগ্রহ করে তা অনলাইনে কিংবা দোকান খুলে ব্যবসা করতে পারেন।
৯.ক্যাটারিং (Catering)
আরেকটি অন্যতম বেশি লাভের ব্যবসা হল ক্যাটারিংয়ের ব্যবসা। বিয়েবাড়ি থেকে অফিসের বার্ষিক সম্মেলন ক্যাটারিয়ের চাহিদা সর্বত্র। বড় শহর হোক বা মফস্বল, উত্সবে অনুষ্ঠানে যেকোনও জায়গাতেই ডাক পড়ে ক্যাটারারদের।
১০. ডেলিভারি বয় বা সিকিউরিটি গার্ডের এজেন্সি
ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই কমার্স কোম্পানি বা জোম্যাটো, স্যুইগির মতো খাবার সরবরাহকারী কোম্পানি ডেলিভারি বয়ের প্রয়োজন সর্বত্র। এছাড়া সব বড় কোম্পানিই বেসরকরি এজেন্সির থেকে নিয়মিত সিকিউরিটি গার্ড নিয়োগ করে থাকে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- AEO vs SEO গুগল ট্রাফিক
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server