Advertisement
বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা গড়ার শক্তি হােক বাঙ্গালী জাতীর জাতীয় শােক দিবসে।
রক্তঝরা ১৫ আগস্ট-বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। গভীর মর্মস্পর্শী শােকের দিন, জাতীয় শােক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। স্বপ্ন দেখতেন একটি স্বাধীন, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশের। বঙ্গবন্ধু সােনার বাংলার লাল-সবুজের ক্যানভাসে একটি সৃজনশীল ও রুচিশীল বাংলাদেশের ছবি অাঁকতে চেষ্টা করেছিলেন। সেই ক্যানভাসের কোন অংশেই হিংস্রতা, শত্রুতা, খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, লুটপাট, বিচারহীনতার কোন অস্তিত্ব থাকতাে না। জঙ্গিবাদের কোন আখ্যান থাকতাে না তাঁর রচনায়। অথচ বাঙালি জাতির সেই কান্ডারিকে থামিয়ে দেয়া হয়েছে এই ১৫ই আগস্টে। লাল সবুজের ক্যানভাসে বঙ্গবন্ধুর ছবি আঁকার সুযােগ কেড়ে নিয়েছিল তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী ও উচ্চাভিলাষী বিশ্বাসঘাতকরা।
১৯২০ সালের ১৭ মার্চে জন্ম নেয়া টুঙ্গিপাড়ার দুরন্ত খােকা কালের পরিক্রমায় হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
আজকে ২০২১ সালে মনে হচ্ছে পরিপূর্ণভাবে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। এক অমিত সম্ভাবনার হাতছানি নিয়ে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সােনার বাংলাদেশ বাঙ্গালী জাতি আশা করছেন কখনােই রাজনৈতিক অনিশ্চয়তার ঝড়ের কবলে পড়ে এ অগ্রযাত্রা থমকে দাঁড়াবেনা। অবকাঠামােগত দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য দুটি বড় চ্যালেঞ্জ।
তবে অবকাঠামাের দুর্বলতা দূর করতে চলমান মেগা প্রকল্পগুলাে সঠিক ও যথা সময়ে আমাদের বাস্তবায়ন করতে হবে বলে আমরা আশা পােষণ করছি।
এ জাতি পথ হারিয়েছিল ১৫ই আগস্টেই/ঠিক ১৫ই আগস্টেই রচিত হয়েছিল বাঙ্গালির ইতিহাসের এক কলঙ্কিত কালাে অধ্যায়।১৫ই আগস্টেই বঙ্গবন্ধুকে থামিয়ে দিয়েছিল বর্বর হায়েনার দল।
Advertisement 2
কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের পথ চলা থামাতে পারেনি কেউ। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, দুর্নীতি এবং শােষণ মুক্ত সােনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন বাংলাদেশ সেই পথেই এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুকে হয়তাে আমরা আর পাব না, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দীপ্ত শপথ নিতে পারি ১৫ই আগস্টের জাতীয় শােক দিবস থেকে। তাই ১৫ই আগস্টের এই শােক হােক বাঙ্গালীর বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা গড়ার শক্তি রূপে।
Advertisement
লেখক সাংবাদিক মােঃ ফিরােজ খান
Advertisement 5
Advertisement 2
Advertisement 3