ফ্রিল্যান্সিং করতে কি রকম কম্পিউটার লাগবে

যে কোন কম্পিউটার হলেই চলবে । আজ থেকে ২০ বছর পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েই অনেক ভালভাবে ফ্রিল্যান্সিং করা যাবে । তবে মেবাইল দিয়ে কোনভাবেই করা যাবে না ।

আপনার বাজেট যদি ভাল থাকে তাহলে ৩৫ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ নতুন ল্যাপটপ পাবেন । বাজেট কম থাকলে সেইম কম্পিউটার বিক্রয় ডট কম বা পুরাতন কম্পিউটারের দোকান থেকে মাত্র ১০/ ১৫ হাজার টাকায় পাবেন ।

যদি বাজেট একদমই কম থাকে তাহলে মাত্র ৩/৪ হাজার টাকা দিয়ে পুরাতন ডুয়েল কোরের বড় ডেক্সটপ কম্পিউটার পাবেন, মনিটর সহ । সেটা দিয়েই আপনি আপাতত কাজ শুরু করতে পারবেন । তারপর ফ্রিল্যন্সিং এর ইনকাম দিয়েই নতুন ল্যাপটপ কিনতে পারবেন ।

আপনার কম্পিউটার কত দামী বা কত আপডেটেড তাতে কিছুই যায় আসে না । বায়ার দেখবে আপনি কাজ জানেন কিনা ।

যতদিন বায়ার আপনাকে ৩০/৪০ হাজার টাকা বেতন দিবে ততদিন আপনাকে খুবই সাধারণ কাজগুলোই করতে হবে যেটা যে কোন পুরাতন ও কম পাওয়ারের ল্যাপটপ দিয়েই করতে পারবেন ।

কিন্ত যখন আপনাকে বায়ার ৫০ হাজার টাকার বেশী সেলারী দিবে তখনই আপনার ভাল মানের কম্পউটার লাগবে ।

ল্যাপটপ ভাল হবে নাকি ডেস্কটপ: ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ বেটার । কারণ ক্যারি করতে পারবেন এবং পাওয়ার ব্যাকআপ পাবেন ।

তারপরও আমি একটা কনফিগারেশন বলছি :

Ram 4 GB, HDD: 500 GB, Processor: Core i3, Any Generation. কিন্তু এর চাইতে অনেক কম পাওয়ারের হলেও সমস্যা নেই ।

যা আছে তা দিয়েই যুদ্ধ শুরু করতে হবে । আর জয়ের জন্য অস্ত্রের চাইতেও বেশী গুরুত্বপূর্ণ হল কৌশল ।

ধন্যবাদ ।

Leave a Comment