প্রশ্ন সমাধান: ফ্যাক্টরিং ও ফোরফেইটিং পার্থক্য, ফ্যাক্টরিং vs ফোরফেইটিং পার্থক্য, ফ্যাক্টরিং ও ফোরফেইটিং তুলনামূলক আলোচনা, ফোরফেইটিং ও ফ্যাক্টরিং মধ্যে পার্থক্য, ফ্যাক্টরিং ও ফোরফেইটিং কাকে বলে,তুলনা ফ্যাক্টরিং: ফ্যাক্টরিং ও ফোরফেইটিং আলোচনা
ফ্যাক্টরিং : বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ফ্যাক্টর হল একটি ব্যাংক বা ব্যাংক জাতীয় কোন আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান যে রফতানিকারকের অর্থসংস্থানের ব্যবস্থা করে দিয়ে নিজে উর্পাজন করে এবং বৈদেশিক বাণিজ্যের মূল্য উঠানামার ঝুঁকি কমিয়ে বৈদেশিক বাণিজ্য বিকাশে সহায়তা করে। একজন ফ্যাক্টর কর্তৃক অর্থসংস্থানের কার্যক্রমকেই ফ্যক্টরিং বলে।
ফ্যাক্টরিং কৌশল ঃ রফতানিকারক একজন বৈদেশিক ক্রেতার নিকট থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তাস্বরূপ বৈদেশিক বিনিময় বিল, প্রাপ্য বিল বা চালানি রশিদ পেলে পণ্য রফতানি করে থাকে। সাধারণত আমদানিকারকের দেশের কোন ব্যাংক আমাদনিকারক কর্তৃক মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় এবং আমদানিকারক পরিশোধ না করলে ব্যাংক নিজে পরিশোধের নিশ্চয়তা প্রদান করে।
রফতানিকারক এ নিশ্চয়তাপত্র বা বৈদেশিক বিনিময় বিল কিছু দিন পর্যন্ত হাতে রাখার পর নির্ধারিত তারিখে এর মূল্য পেয়ে থাকে। যদি কখনো কোন রফতানিকারক নির্ধারিত সময়ের পূর্বেই তার বিলের মূল্য পেতে চায় তাহলে সে তার নিজের দেশের কোন ফ্যাক্টর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট যায় এবং উক্ত ফ্যাক্টর নির্ধারিত হারে বাট্টার বিনিময়ে রফতানিকারককে তার মূল্য পরিশোধ করে দেয়। এ বাট্টা হল ফ্যাক্টরের আয়। এরপর নির্ধারিত তারিখে আমদানিকারকের কাছ থেকে অথবা আমদানিকারকের ব্যাংকের কাছ থেকে ফ্যাক্টর উক্ত বিলের পূর্ণ মূল্য আদায় করে নেয়। উল্লেখ্য যে, ফ্যাক্টরিং-এর ক্ষেত্রে বিলের আংশিক মূল্য পরিশোধ করা হয় বিধায় বাট্টার হার কম হয়ে থাকে। যদি কখনো কোন আমদানিকারকের ব্যাংক মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় তাহলে এর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
আরো ও সাজেশন:-
ফরফ্যাইটিং ঃ ফরফ্যাইটিং হল ফরফ্যাইটারের কাজ। ফরফ্যাইটার হল একটি ব্যাংক বা ব্যাংকের সমগোত্রীয় কোন আর্থিক প্রতিষ্ঠান যা রফতানিকারকের জন্য মধ্যমমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করে থাকে। ফ্যাক্টরিং-এর মতো ফরফ্যাইটিংও রফতানিকারকের মূল্য অপ্রাপ্তিজনিত ঝুঁকি মোকাবেলা করে, কিন্তু তাদের মধ্যে মূল্য পার্থক্য হল ফ্যাক্টরিং। ফরফ্যাইটিং-এর ক্ষেত্রে সম্পূর্ণ বিলের ঝুঁকি গ্রহণ করা হয়। ফলে ফরফ্যাইটিং-এর বাট্টার হার ফ্যাক্টরিং-এর চেয়ে বেশি হয়ে থাকে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তুলনা করার জন্য বেস | ফ্যাক্টরিং | ফোরফাইটিং |
---|---|---|
অর্থ | ফ্যাক্টরিং এমন একটি ব্যবস্থা যা আপনার গ্রহণযোগ্যদের প্রস্তুত নগদ রূপান্তর করে এবং আপনাকে ভবিষ্যতের তারিখে গ্রহণযোগ্যদের অর্থ প্রদানের জন্য অপেক্ষা করতে হবে না। | ফোরফাইটিং বলতে এমন একটি লেনদেন বোঝায় যে ক্ষেত্রে নগদ অর্থের বিনিময়ে রফতানিকারীর কাছ থেকে ফোরফাইটার দাবিগুলি ক্রয় করে। |
গ্রহণযোগ্যতার পরিপক্কতা | সংক্ষিপ্ত পরিপক্কদের অ্যাকাউন্ট গ্রহণযোগ্যদের অন্তর্ভুক্ত। | মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ম্যাচিউরিটির অ্যাকাউন্ট গ্রহণযোগ্যদের অন্তর্ভুক্ত করে। |
মাল | সাধারণ পণ্যগুলিতে বাণিজ্য গ্রহণযোগ্য। | মূলধনের পণ্যগুলিতে বাণিজ্য গ্রহণযোগ্য। |
ফিন্যান্স পর্যন্ত | 80-90% | 100% |
প্রকার | রিসোর্স বা নন-রিসোর্স | অবিরাম |
ব্যয় | বিক্রেতা (ক্লায়েন্ট) দ্বারা বহন করা ফ্যাক্টরিংয়ের ব্যয়। | বিদেশী ক্রেতা দ্বারা বহন করা ফরফাইটিংয়ের ব্যয়। |
আলোচনা সাপেক্ষে উপকরণ | আলোচ্য উপকরণে কারবার করে না। | আলোচ্য উপকরণে লেনদেন জড়িত। |
মাধ্যমিক বাজার | না | হ্যাঁ |
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কোম্পানির সচিব বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা কর
- কর্পোরেট সরকারি নীতিমালা সমূহ উল্লেখ কর
- কোম্পানি সচিবের অধিকার ও ক্ষমতা বর্ণনা আলোচনা কর
- কোম্পানি সচিবের ১৫ টি কর্পোরেট গভারমেন্টস এর দায়িত্ব লিখ
- কোম্পানি সচিবের বিধিবদ্ধ দায়িত্বসমূহ বর্ণনা করো
- কিং কোড কি?