ফিউজ কাকে বলে?, ফিউজ এর গুনাবলি সাপেক্ষ কার্যাবলী
ফিউজ কাকে বলে?
Fuse হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল বহন করতে পারে। নির্ধারিত পরিমানের চেয়ে অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত হলেই ফিউজ নিজে গলে গিয়ে বর্তনীর ত্রুটিপূর্ণ অংশকে সোর্স থেকে বিচ্ছিন্ন করে দেয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সুতারাং এভাবে বলা যায়, Fuse হলো একটি ইলেকট্রিক্যাল নিরাপত্তা প্রদানকারী ডিভাইস।
ফিউজের কার্যপদ্ধতিঃ
Fuse তারের কাজ হলো অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন না করে নির্দিষ্ট পরিমান কারেন্ট বা স্বাভাবিক কারেন্ট বহন করা। যখন সার্কিটে অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবাহ হয় তখন Fuse তার অপারেশন শুরু করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ফিউজে একটি মেটাল তার বা তারের টুকরো। যখন সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয় তখন এই মেটাল তার টি গলে যায় এবং সার্কিট কে রক্ষা করে। Fuse অপারেশন শেষ হলে এটিকে পুনরায় খুলে মেটাল তার লাগিয়ে খুব সহজে আবার ব্যবহার করা যায়।
ফিউজের সুবিধাসমূহ
- প্রটেকডিভাইস এর মধ্যে Fuse সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি।
- এটার রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না।
- এর অপারেটিং টাইম সার্কিট ব্রেকারের তুলনায় খুব কম।
- প্রয়োজন অনুযায়ী ফিউজের তার পরিবর্তন করা যায়।
- এটা দামে অনেক সস্তা।
- এটি ওভার কারেন্ট প্রটেকশনে বেশ উপযোগী।
- কোন প্রকার শব্দ, ধোঁয়া বা গ্যাস ছাড়াই শর্ট সার্কিট কারেন্টের প্রবাহকে বিরত রাখে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
H.S.C
- এইচএসসি বিএম সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস(২৫১৮) এ্যাসাইনমেন্ট উত্তর
- নিচের তথ্যাবলি থেকে একটি কলেজের এইচএসসি (বি.এম) শাখার নভেম্বর মাসের বেতন বিবরণী প্রস্তুত কর, ২৩৪ নং জব ‘এ’ ১,০০০ একক পণ্য উৎপাদন করা হয়েছে।
- HSC BM Production Planning Controlling Assignment Answer Pdf Download
- বিএম-১১(খ) এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর
- ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা(Necessity of business values and Ethics)
- বাজারজাতকরণ প্রসার মূলক কার্যাবলী কোভিড ১৯ এর সময় কিভাবে প্রভাব রেখেছে তা উল্লেখ করো
- মার্কেটিং কাকে বলে?, ভোক্তা কে কেন্দ্র করে বাজারজাতকরণের মিশ্র উপাদান গুলো পরিচালিত হয় তোমার মত উল্লেখ করো
- প্রতিযোগিতামূলক পরিবেশ সফল ভাবে টিকে থাকার জন্য বাজারজাতকরণ টিকে কে তার প্রয়োজন“ অনুভব করতে হবে এই মন্তব্যের আলোকে এর মৌলিক ধারণা গুলো বিশ্লেষণ পূর্বক মতামত দাও
- সাকিব ও রাকিব বিডি কোম্পানী লিঃ এর দু’জন কর্মচারী। তাদের ২০১৯ সালের ডিসেম্বর মাসের নিম্নোক্ত তথ্যাবলি হতে মজুরি বিবরণী প্রস্তুত
- ২০১৯ সালে ইয়াসমিন এন্ড কোং এর কাঁচামাল ক্রয় ও নির্গমন নিচে দেওয়া হল। পরের মাল আগে ছাড়া (LIFO) পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি
2 thoughts on “ফিউজ কাকে বলে?,ফিউজ এর গুনাবলি সাপেক্ষ কার্যাবলী”