প্রিয় মানুষকে নিয়ে কথা ও কবিতা কবি মোঃ ফিরোজ খান

প্রিয় মানুষকে নিয়ে কথা ও কবিতা কবি মোঃ ফিরোজ খান

প্রিয় মানুষকে নিয়ে কথা ও কবিতা
মোঃ ফিরোজ খান

প্রিয় মানুষ নিয়ে কথা বলা শুরু করলে হয়তো কখনো কথা বলা শেষ হবে না। প্রিয় মানুষ বলতে, যেসব মানুষের সাথে চলাফেরা, উঠা বসা করার মাধ্যমে তাদের সাথে যে আন্তরিকতা ও ভালোবাসা তৈরি হয় তাকেই আমরা প্রিয় মানুষ বলি।

প্রিয় মানুষের সাথে কখনো রাগ করলে তারা রাগ ভাঙায় আবার অসুস্থ হলে তারাই সবার আগে এগিয়ে আসে দেখতে। প্রিয় মানুষ হলো সেই ব্যাক্তি যাকে দেখলে মন থেকে ভালো লাগে, তাকে দেখলেই আপনি সকল দুঃখ কষ্ট ভুলে যান।

মানুষ চলাফেরা করার সময় কত হাজারো মানুষের সাথে পরিচয় হয়, তাদের ক,জনের সাথেই আর বন্ধুত্ব ভাব থাকে? আর যাদের সাথে সারা জীবন পরিচয় থেকে যায় ভালোবাসার ভাব বিনিময় হয় তারাইতো আপনজন তারাইতো প্রিয় জন।

তুমি কি আমার প্রিয় মানুষ হবে?
বড্ড বেশী ভালোবাসি তোমাকে
ভালোবাসি তোমার মিষ্টি মুখের কথা
তুমি সত্যিই একজন ভালো মানুষ।

তোমাকে ভালবাসি নিত্য নতুন রূপে
তুমি রূপান্তরিত হও নব রূপে
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখের
তুমি আলোকিত করো এই পৃথিবীকে।

তুমি সত্যিই একজন খাঁটি মাটির মানুষ
যৌবন থেকেই তুমি কাজে কর্মে কর্মঠো
তোমার সান্নিধ্যে আসলে খুবই শান্তি
তোমার ভালবাসায় সুখ জেগে ওঠে।

Leave a Comment