Advertisement
প্রশ্ন সমাধান: প্রমাণ কর যে যেকোনো বিজোড় পূর্ণসংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণ কর যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 (আট) দ্বারা বিভাজ্য, 2.3˙ সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর
প্রশ্ন \ 3 \ (ক) প্রমাণ কর যে, যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
সমাধান : মনে করি, n একটি বিজোড় সংখ্যা
∴ n = 2x – 1; যেখানে x একটি পূর্ণ সংখ্যা
∴ n² = (2x -1)²; উভয়পক্ষকে বর্গ করে
= (2x)² – 2.2x.1 + (1)²
= 4x² – 4x + 1 = 4x(x -1) + 1
Advertisement
এখানে, 4x(x -1) সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ জোড় সংখ্যা।
∴ 4x(x -1) + 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা।
অতএব, n² বিজোড় সংখ্যা।
সুতরাং সকল বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা (প্রমাণিত)
(খ) প্রমাণ কর যে, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 (আট) দ্বারা বিভাজ্য।
সমাধান : মনে করি, দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x + 2
ক্রমিক সংখ্যা দুইটির গুণফল, 2x × (2x + 2); যেখানে x যেকোনো স্বাভাবিক সংখ্যা।
∴ 2x ×(2x + 2) = 2x (2x + 2) = 4x² + 4x = 4x (x + 1)
এখানে, x ও x + 1 দুইটি ক্রমিক সংখ্যা। সুতরাং এদের একটি জোড় সংখ্যা হবেই।
∴ x(x + 1) সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে।
∴ 4x(x +1) সংখ্যাটি 4 × 2 বা 8 দ্বারা বিভাজ্য হবে।
অতএব, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে।
সুতরাং x এর স্বাভাবিক মান নির্বিশেষে 8 দ্বারা 4x(x +1) সংখ্যাটি বিভাজ্য হবে। (প্রমাণিত)
প্রশ্ন \ 6 \ সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর :
(ক) 2.3˙, 5.23˙5˙
সমাধান : 2.3˙, 5.23˙5˙ আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 0, 1 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2। সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে যথাক্রমে 1 ও 2 এর ল. সা. গু. 2। অর্থাৎ সদৃশ আবৃত্ত দশমিক সংখ্যার দশমিকের পরে মোট সংখ্যা (1 + 2) = 3টি।
সুতরাং 2. 3˙ = 2.33˙3˙
5.23˙5˙ = 5.23˙5˙
Advertisement 2
নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : 2.33˙3˙, 5.23˙5˙
(খ) 7.26˙, 4.237˙
সমাধান : 7.26˙ ও 4.237˙ আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 ও 2 । এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 4.237˙ দশমিকে বেশি এবং এ সংখ্যা হলো 2। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2 হবে। 7.26˙ ও 4.237˙ আবৃত্ত দশমিকে আবৃত্ত অংশের সংখ্যা যথাক্রমে 1 ও 1। 1 ও 1এর ল. সা. গু. হলো 1। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 হবে।
সুতরাং 7.26˙ = 7.266˙,
4.237˙ = 4.237˙
নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : 7.266˙,4.237˙
(গ) 5.7˙, 8. 3˙4˙, 6.2˙45˙
সমাধান : 5.7˙, 8.3˙4˙ ও 6.2˙45˙ আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, 0, 0 ও 0। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 0। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0 হবে। 5.7˙, 8. 3˙4˙ ও 6. 2˙45˙ আবৃত্ত দশমিকে আবৃত্ত অংশের সংখ্যা যথাক্রমে 1, 2 ও 3। 1, 2 ও 3 এর ল.সা.গু. হলো 6। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 6 হবে।
সুতরাং 5.7˙ = 5.7˙77777˙,
8.3˙4˙ = 8. 3˙43434˙ ও 6. 2˙45˙ = 6. 2˙45245˙
নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : 5.7˙77777˙, 8.3˙43434˙ ও 6.2˙45245˙
(ঘ) 12.32, 2.19˙, 4.325˙6˙
সমাধান : 12.32 এ অনাবৃত্ত অংশ বলতে দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক এখানে আবৃত্ত অংশ নেই। 2.1দ্ধ9 এ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1, 4.32দ্ধ5দ্ধ6 এ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি হলো 2 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2 এর ল. সা. গু. 2। প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2।
∴ 12.32 = 12.320˙0˙
2.19˙ = 2.199˙9˙
ও 4.325˙6˙ = 4.325˙6˙
নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : 12.320˙0˙, 2.199˙9˙ ও 4.325˙6˙
Advertisement 4
প্রশ্ন \ 12 \ নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লেখ :
(ক) 0.4˙
সমাধান : 0.4˙ = 4÷9
∴ 0.4˙ সংখ্যাটি মূলদ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
(খ) √9
সমাধান : √9 = √3² = 3
∴ √9 সংখ্যাটি মূলদ
(গ) √11
সমাধান : √11
∴ √11 সংখ্যাটি অমূলদ
(জ) 5.6˙39˙
সমাধান : 5.6˙39˙ = 5639 – 5÷999 = 5634÷999
∴ 5.6˙39˙ সংখ্যাটি মূলদ
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
CV | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক |
Dialog/সংলাপ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 3