প্রবন্ধ রচনা: জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার, রচনা: জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার, জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার রচনা SSC HSC, প্রবন্ধ ও রচনা: জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার, প্রবন্ধ রচনা : জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার

বিষয়: প্রবন্ধ রচনা: জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার, রচনা: জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার, জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার রচনা SSC HSC, প্রবন্ধ ও রচনা: জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার, প্রবন্ধ রচনা : জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার

ভূমিকা:
“বাঙ্গালার অতিশয় প্রজাবৃদ্ধিই বাঙ্গালার প্রজার অবনতির কারণ। প্রজাবাহুল্য হইতে অন্নাভাব, অন্নাভাব হইতে অপুষ্টি, শীর্ণ শরীরত্ব, জ্বরাদি পীড়া এবং মানসিক দৌর্বল্য।”                                                         -বঙ্কিমচন্দ্র।সামগ্রিকভাবে আন্তর্জাতিক সমস্যা হিসেবে বর্তমান বিশ্বে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। এ সমস্যা গোটা পৃথিবীর জন্য শুধু ভয়াবহই নয়, সরাসরি হুমকি স্বরূপ। জনসংখ্যার এই অবিশ্বাস্য গতিবৃদ্ধিকে বর্তমানে জনসংখ্যা বিস্ফোরণ হিসেবে আখ্যায়িত করা হয়। এই জনসংখ্যা বিস্ফোরণ প্রতিটি দেশের উন্নতির প্রধান অন্তরায়। পৃথিবীর অন্যান্য দেশের মতই বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে জনসংখ্যা সমস্যা অন্যতম। এ প্রসঙ্গে মহাজ্ঞানী Aristotle এর উক্তিটি গ্রহণযোগ্য, “Optimum population is a boon, Over population is a bane.”

জনসংখ্যা সমস্যার স্বরূপ: Human Resource Development গন্থে বলা হয়েছে, “Man might do anything good for man if he lies in an optimum level.” অপর পক্ষে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যার স্বরূপ সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। তাঁর মতে, জনসংখ্যার আধিক্যই দেশের চরম অর্থনৈতিক দুর্গতি ও অবনতির মূল কারণ। তাঁর মতবাদ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর প্রগতিতে আর জীবন ও জীবিকা সংস্থানের ক্ষেত্রে চরম অসামঞ্জস্যতা দেখা যায়। উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হয়। বর্বোপরি জীবনযাত্রার মান নেমে আসে।


বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, বর্তমান অবস্থা ও ভয়াবহতা: পৃথিবীর ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আয়তনের দিক থেকে বিশ্বের ৩০০০ ভাগের এক ভাগ মাত্র বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে পৃতিবীর মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে অবস্থান করছে। ১৯০১ সালে বাংলাদেশে লোকসংখ্যা ছিল প্রায় পৌনে তিন কোটি। আর তার একশ বছর পরে এই জনসংখ্যা বেড়ে ২০০১ সালে ১৩ কোটিতে দাঁড়িয়েছে। এ হিসাব আর অবান্তর নয় যে ২০৫০ সালে এদেশের জনসংখ্যা দ্বিগুণ হবে। এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে অচিরেই দেশের অবস্থা যে কিরূপ ভয়াবহ হবে সে কথা কল্পনা করতেও ভয় হয়। নিচে ১৮০১-২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, বার্ষিক প্রবৃদ্ধি ও ঘনত্ব দেখানো হল:

বছর  জনসংখ্যা (মিলিয়ন) শতকরা হিসেবে বৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধি ঘনত্ব (প্রতি কি. মি.)
১৮৮১২৫.০৯১৮০
১৯০১২৮.৯২২০৬
১৯২১৩৩.২৫২৪০
১৯৪১৪১.৯৯৩০০
১৯৫১৪৪.১৬৫.১৭০.৫০  ৩১৫
১৯৬১৫৫.২২২৫.১৬২.২৬৪২৫
১৯৭৪৭৬.৩৯২৮.৩৫২.৪৮৫৩৫
১৯৮১৮৯.৯১১৭.৬৯২.৩২৬২৫
১৯৯১১১১.৪৬২২.২০২.০৩৭২০
২০০১১২৯.২৫১৫.৯৬১.৫৩৮৩২
২০১১১৫৮.৫৭২২.৯৮১.৫৬১০৭৫

উৎস: সচিত্র বাংলাদেশ, ২০১১; চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা।
বর্তমানে খাদ্যের অভাবে বৃহত্তর জনগোষ্ঠী দিশেহারা। দেশের সর্বত্র আজ একটানা হাহাকার- অন্ন চাই, বস্ত্র চাই, মাথা গুঁজবার ঠাঁই চাই। দেশের সীমিত সম্পদের পরিপ্রেক্ষিতে এই বিশাল জনগোষ্ঠী আমাদের উন্নয়নের পথে বিরাট বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাংলাদেশের জনসাধারণের মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মান ক্রমবর্ধমান দারিদ্র্যতা, বিপুল খাদ্য ঘাটতিসহ ব্যাপক বেকারত্ব, অপুষ্টি ও নিরক্ষরতা সহ গোটা জাতি দিন দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।


জনসংখ্যা বৃদ্ধির কারণ: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। এর করণ হিসেবে ভৌগোলিক পরিবেশ, অশিক্ষা, নিম্নমানের জীবনযাত্রা, ধর্মীয় ও সামাজিক প্রভাব, কুসংস্কার, খাদ্যাভ্যাস, বাল্যবিবাহ, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, মৃত্যুর হার হ্রাস, বিনোদনের অভাব, দারিদ্র্য ও কর্মহীনতা, আর্থিক ও সামাজিক নিরাপত্তার অভাব প্রভৃতিকে দায়ী করা যায়।


জনসংখ্যা বৃদ্ধির অসুবিধা/কুফল: যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সে দেশের জনসংখ্যার গঠন ও বন্টনের উপর নির্ভরশীল। দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। বাংলাদেশের অধিক জনসংখ্যা নিম্ন লিখিত সমস্যাগুলোর সৃষ্টি করে:

 ১। খাদ্য ঘাটতি
২। মাথাপিছু আয় হ্রাস পায়
৩। ভূমির খন্ড-বিখন্ডতা বৃদ্ধি পায়
৪। শিক্ষার অভাব দেখা দেয়
৫। সুবিধালাভে বঞ্চিত হতে হয়
৬। বাসস্থানের সমস্যা
৭। চলাফেরায় অসুবিধা হয়
৮। মূল্যবোধে চিড় ধরে
 ৯। বিদেশি ঋণ বাড়ে
১০। মূলধন গঠনে বাধা আসে
১১। ভূমিহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পায়
১২। চিকিৎসার অভাব দেখা দেয়
১৩। কাঁচামাল উৎপাদন ব্যাহত হয়
১৪। পরনির্ভরশীলতা বাড়ে
১৫। জীবনীশক্তি হ্রাস পায়
১৬। প্রতিযোগিতার রেষারেষি তীব্র হয়
 ১৭। বেকারত্ব বৃদ্ধি পায়
১৮। কৃষি জমির পরিমাণ হ্রাস পায়
১৯। শিল্পোন্নয়নে বাধা আসে
২০। পুষ্টিহীনতায় ভোগে
২১। পরিবেশ দূষণ দেখা দেয়
২২। দুর্ভিক্ষ, মহামারী দেখা দেয়
২৩। সামাজিক অপরাধের মাত্রা বাড়ে
২৪। জাতীয় জীবনে নেমে আসে অস্থিরতা

সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ ও গৃহীত পদক্ষেপ: দিনে দিনে জনসংখ্যা সমস্যা যে পরিস্থিতির সৃষ্টি করেছে, তা সমাধানের কোনো নির্ভরযোগ্য উদ্যোগ গৃহীত হয় নি। গোটা বিশ্বই আজ জনসংখ্যা সমস্যার শিকার। তাই বিশ্ব মানবতার কল্যাণে জাতিসংঘের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ গৃহীত হয়েছে। বাংলাদেশ সরকারও জনসংখ্যা সমস্যার ভয়াবহতা উপলব্ধি করেছেন। জন্মহার রোধ, তে-খামার ও কল-কারখানায় উৎপাদন বৃদ্ধিকল্পে সরকার দ্বিমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা ‘স্বনির্ভর গ্রাম’ কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। একইসাথে জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্যে নিম্নোক্ত ব্যবস্থাগুলো অবলম্বন করলে বাংলাদেশের জনসংখ্যা সমস্যার সমাধান করা যেতে পারে:

১। অর্থনৈতিক উন্নয়ন
২। জনসংখ্যা নিয়ন্ত্রণ
৩। বাল্য বিবাহের অবসান
৪। নারী শিক্ষার প্রসার
৫। আইন প্রণয়ন ও আইনের প্রতি আস্থা
৬। জনসংখ্যার পুনর্বণ্টন
৭। জাতীয় আয় পুনর্বণ্টন
৮। আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা
৯। বেকারত্ব দূর করা
১০। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি: বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। জনসংখ্যাধিক্য এমন একটি সমস্যা যাকে শুধু প্রতিরোধ করা যায় কিন্তু একবার প্রকট আকার ধারণ করলে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমতাবস্থায় পরিবার পরিকল্পনাই একমাত্র মাধ্যম। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধান করার জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেছেন। তাই এই পদ্ধতিতে-“ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্টদু’টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।”

এই স্লোাগানই সরকার প্রচার করছে। কিন্তু ধর্মীয় গোঁড়ামী, শিক্ষার অভাব, জনগণের অজ্ঞতা, দারিদ্র্য, সরঞ্জামের অভাব প্রভৃতি কারণে এ কর্মসূচি তেমন সাফল্য লাভ করতে পারছে না।
উপসংহার: বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রকে আত্মনির্ভরশীল উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি খুব দ্রুত বাস্তবায়িত না হলে জনসংখ্যার বিস্ফোরণের অভিশাপ থেকে এই দেশ কখনোই মুক্ত হবে না। তাই এর আশু সমাধানে পারিবারিক, সামাজিক ও দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অথবা

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা রচনা

ভূমিকা:

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে যেসব সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম জনসংখ্যা সমস্যা। একটি দেশে জনসংখ্যা জনশক্তি হিসেবে কাজ করে । রাষ্ট্র গঠনের আবশ্যকীয় উপাদানও জনসংখ্যা। কিন্তু জনসংখ্যা যখন। শক্তির বদলে সমস্যায় পরিণত হয় তখন দেশের অর্থনীতি ও উন্নয়নের গতি হয়ে পড়ে মশ্বর। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নও অতিরিক্ত জনসংখ্যার চাপে বিপর্যস্ত সীমিত ভূখণ্ডে এক বিশাল জনগােষ্ঠী বাংলাদেশের জন্য অভিশাপ।

বাংলাদেশে জনসংখ্যার প্রকৃতি:

পঞ্চান্ন হাজার পাঁচশ আটানব্বই বর্গমাইলের ছােট্ট এ দেশটিতে বর্তমানে প্রায় যােলাে কোটি লােকের বাস। এদের মধ্যে পনেরাে বছরের কম এবং ষাট বছরের বেশি বয়সের লােকের সংখ্যা অধিক। জনগােষ্ঠীর এক বিরাট অংশ নিরক্ষর, এরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সব মিলিয়ে দেশে কর্মহীন লােকের সংখ্যাই বেশি। ফলে। জনসংখ্যা সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।

বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ:

অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল স্থির। কেননা সে সময় জন্মহার ও মৃত্যুহার দুই-ই ছিল বেশি। উনবিংশ শতাব্দীর শুরু থেকে জনসংখ্যা বাড়তে থাকে ধীর গতিতে। এ শতাব্দীর মাঝামাঝি সময় । থেকে জন্মহারের তুলনায় মৃত্যুহার কমে যেতে থাকে। অর্থনীতিবিদ ম্যালথাস দেখিয়েছেন, পৃথিবীতে জনসংখ্যা যে হারে বাড়ছে, সম্পদের পরিমাণ সে হারে বাড়ছে না। ফলে দেখা দিচ্ছে খাদ্যঘাটতি। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যালথাসের এ তত্ত্ব বিশেষভাবে প্রযােজ্য। জনসংখ্যা বৃদ্ধির মূলে প্রধান যে কারণগুলাে রয়েছে তা হলাে— জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, অশিক্ষা, ধর্মীয় গোড়ামি, বাল্যবিবাহ ও বহুব্বিাহ, সামাজিক কুসংস্কার, নিম্নমানের জীবনযাত্রা ও দারিদ্র্য প্রভৃতি।

জনসংখ্যা বৃদ্ধির কুফল:

ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী, জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির পাশাপাশি পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় প্রকৃতিতে ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয়। একসময় প্রকৃতিই এর প্রতিশােধ নেয়। যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির মাধ্যমে জনসংখ্যা হ্রাস পায়, ফিরে আসে ভারসাম্য । বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয়েছে তার সুস্পষ্ট প্রকাশ ধনী-দরিদ্রের ব্যাপক ব্যবধান। বাংলাদেশে জনসংখ্যার এক বিশাল অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মীয়ভাবে গোড়া এদের মধ্যেই জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বেশি। এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রধানত যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে তা হলাে—
১. প্রতি বছর ব্যাপক খাদ্য সংকট দেখা দিচ্ছে। ঘাটতি মেটাতে প্রতি বছর দশ থেকে পনেরাে লক্ষ টন খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এ খাতে বৈদেশিক মুদ্রার বিনিময়ের ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না;
২. বাংলাদেশে শিল্পোন্নয়নের গতি মন্থর । তাই কৃষি বহির্ভূত খাতগুলােতে কর্মসংস্থানের সুযােগ কম। দেশে কর্মক্ষম লােক রয়েছে, কিন্তু কাজের সুযােগ নেই। ফলে বেকারত্ব বেড়ে চলেছে। দেখা দিচ্ছে সামাজিক বিশৃঙ্খলা । বেড়ে চলেছে অপরাধপ্রবণতা।
৩. বাসস্থান সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কমে আসছে চাষের জমির পরিমাণ। কাজ ও বসবাসের আশায় নিম্ন আয়ের লােক গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। শহরে বেড়ে চলেছে বস্তিবাসীর ভিড়;
৪. জনগােষ্ঠীর এক বিরাট অংশ পর্যাপ্ত শিক্ষার সুযােগ থেকে বঞ্চিত হচ্ছে। বেড়ে চলেছে নিরক্ষর লােকের সংখ্যা।
৫. খাদ্য ও পুষ্টির অভাবে বিভিন্ন ধরনের রােগব্যাধির শিকার হচ্ছে দরিদ্র জনসাধারণ:
৬. বর্ধিত জনসংখ্যার চাপে কৃষিজমি ছােট ছােট খণ্ডে বিভক্ত হয়ে পড়ছে। ফলে উৎপাদন হচ্ছে ব্যাহত। অন্যদিকে, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয় ও পুঁজিগঠনের হারও অনেক কম;
৭. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পরিবেশের ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপকহারে বৃক্ষনিধন, পয়ঃনিষ্কাশনে অব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট মারাত্মক পরিবেশ বিপর্যয় ডেকে আনছে;

জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়:

জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য প্রয়ােজন বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ। সরকারের পাশাপাশি জনগণকেও তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে –
১. অশিক্ষিত ও নিরক্ষর জনগণকে পরিকল্পিত পরিবার গঠনে উদ্বুদ্ধ করে তুলতে হবে। শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ থেকে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার দূর করতে হবে। গণসচেতনতা তৈরির জন্য জাতীয় প্রচারমাধ্যমগুলােও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ।
২. শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতার সুযােগ সৃষ্টির মাধ্যমে জনগােষ্ঠীর গুণগত মান বাড়ানাে সম্ভব হলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব।
৩. বাংলাদেশে মুষ্টিমেয় লােকের হাতে প্রচুর সম্পদ। অন্যদিকে, ব্যাপক জনগােষ্ঠী সম্পদহীন। আয়ের এ অসম বণ্টন নিরসনে অর্থনৈতিক অবস্থার প্রয়ােজনীয় পরিবর্তন সাধন করতে হবে ।
৪. বাল্যবিবাহ ও বহুবিবাহ রােধে প্রয়ােজনীয় আইন প্রণয়ন করতে হবে।
৫. সর্বোপরি বর্ধিত জনসংখ্যার মৌলিক গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত জীবনযাপনের সুযােগ নিশ্চিত করতে হবে।

উপসংহার:

বাংলাদেশের বিপন্ন অর্থনীতিকে সমৃদ্ধিশালী করে তুলতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়ােজন। এর জন্য দরকার সুনির্দিষ্ট সরকারি নীতি ও বাস্তবসম্মত পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা বৃদ্ধির শতকরা নব্বই ভাগই ঘটে উন্নয়নশীল দেশগুলােতে। বিশ্বব্যাপী বিশেষ করে পিছিয়ে পড়া দেশগুলাের জনগণকে সচেতন করে তুলতে প্রতিবছর ১১ জুলাই পালিত হয় ‘ বিশ্ব জনসংখ্যা দিবস’। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও বিপুল জনসংখ্যার ভারে ভারাক্রান্ত। এ সমস্যা থেকে উত্তরণে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ হয়ে উঠতে পারে সুখী ও সমৃদ্ধিশালী।

Paragraph & Composition/Application/Emali উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment