প্রধান সহকারী/হিসাবরক্ষক/কম্পিউটার অপারেটর পদের কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান

পদের নামঃ প্রধান সহকারী/হিসাবরক্ষক/কম্পিউটার অপারেটর
পূর্ণমানঃ ৭০
সময়ঃ ৬০ মিনিট
তারিখঃ ০৪ জুন ২০২১

বাংলা অংশের সমাধান

১. “এ ভরা বাদযর মাহ ভাদর/ শূন্য মন্দির মাের।” -কে লিখেছেন?

ক. চন্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ খ. বিদ্যাপতি

২. “সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল।” -পদটির রচয়িতা কে?

ক. জ্ঞানদাস
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. গােবিন্দদাস

উত্তরঃ ক. জ্ঞানদাস

৩. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়ােপাখ্যান কোনটি?

ক. লায়লী-মজনু
খ. ইউসুফ-জোলেখা
গ. চন্দ্রাবতী
ঘ. পদ্মাবতী

উত্তরঃ খ. ইউসুফ-জোলেখা

৪. ‘চন্দ্রাবতী’ কি?

ক. নাটক
খ. কাব্য
গ. পদাবলি
ঘ. পালাগান

উত্তরঃ খ. কাব্য

৫. “নানান দেশেয নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা।” -পংক্তিটির রচয়িতা কে?

ক. আবদুল হাকিম
খ. অতুল প্রসাদ সেন
গ. রামনিধি গুপ্ত
ঘ. শেখ ফজলুল করিম

উত্তরঃ গ. রামনিধি গুপ্ত

৬. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?

ক. মুহসীন কলেজ
খ. ফোর্ট উইলিয়াম কলেজ
গ. শ্রীরামপুর মিশন
ঘ. সংস্কৃত কলেজ

উত্তরঃ খ. ফোর্ট উইলিয়াম কলেজ

৭. ‘পদ্মা নদীযর মাঝি’ কার লেখা?

ক. মুনীর চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বিভূতিভূষণ

উত্তরঃ খ. মানিক বন্দ্যোপাধ্যায়

৮. ‘দেয়াল’ রচনাটি কার?

ক. হুমায়ুন আহমেদ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বুদ্ধদেব বসু
ঘ. সেলিনা হােসেন

উত্তরঃ ক. হুমায়ুন আহমেদ

৯. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

ক. অগ্নিসাক্ষী
খ. চিলেকোঠার সেপাই
গ. আরেক ফাল্গুন
ঘ. অনেক সে সূর্যের আশা

উত্তরঃ গ. আরেক ফাল্গুন

১০. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?

ক. একান্তরের দিনগুলি
খ. এইসব দিনরাত্রি
গ. নূরুলদীনের সারা জীবন
ঘ. সৎ মানুষের খোঁজে

উত্তরঃ ক. একান্তরের দিনগুলি

১১. ‘অনীক’ শব্দের অর্থ কী?

ক. সূর্য
খ. সমুদ্র
গ. যুদ্ধক্ষেত্র
ঘ. সৈনিক

উত্তরঃ ঘ. সৈনিক

১২. ‘পােস্টমাস্টার’ ছােট গল্পের রচয়িতা কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বিহারীলাল
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৩. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?

ক. ক্ষুৎ+আর্ত
খ. ক্ষুধা+আর্ত
গ. ক্ষুধা+ঋত
ঘ. ক্ষুধ+আর্ত

উত্তরঃ গ. ক্ষুধা+ঋত

১৪. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

ক. অব্যয় ও শব্দাংশ
খ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
গ. ভিন্ন অর্থ প্রকাশ
ঘ. নতুন শব্দ গঠন

উত্তরঃ খ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

১৫. ‘মহানদী’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. মহান যে নদী
খ. মহা যে নদী
গ. মহৎ যে নদী
ঘ. মহীয়সী যে নদী

উত্তরঃ ক. মহান যে নদী

১৬. ‘জ্ঞানে বিমল আনন্দ হয়।’ -কোন কারক?

ক. করণ
খ. অপাদান
গ. অধিকরণ
ঘ. কর্ম

উত্তরঃ ক. করণ

১৭. ‘চাবি, জানালা, বালতি’- এগুলি কোন ভাষা থেকে এসেছে?

ক. পর্তুগিজ
খ. জাপানি
গ. রুশ
ঘ. চীনা

উত্তরঃ ক. পর্তুগিজ

১৮. ‘সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।’- এ বাক্যে ‘সৌন্দর্য’ কোন পদ?

ক. বিশেষণ
খ. সর্বনাম
গ. বিশেষ্য
ঘ. অব্যয়

উত্তরঃ গ. বিশেষ্য

১৯. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

ক. শূণ্য
খ. ত্রিভুজ
গ. পুন্য
ঘ. ভূবন

উত্তরঃ খ. ত্রিভুজ

২০. ‘নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বিষন্ন
খ. বিষাদ
গ. প্রচ্ছন্ন
ঘ. নিন্দিত

উত্তরঃ ঘ. নিন্দিত

গণিত অংশের সমাধান

২১. দুটি সংখ্যার যােগফল ১৭ এবং গুণফল ৭২ ছােট সংখ্যাটি কত?

ক. ৯
খ. ৮
গ. ৬
ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ. ৮

২২. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

ক. ০.৪
খ. ০.০৪
গ. ০.০০০০৪
ঘ. ০.০০৪

উত্তরঃ গ. ০.০০০০৪

২৩. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলাে যেন ছােট অংশটির বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছােট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক. ৬
খ. ৮
গ. ৭
ঘ. ১০

উত্তরঃ খ. ৮

২৪. কোনাে আসল ৩ বছরের সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?

ক. ৬%
খ. ৪%
গ.৫%
ঘ. ৭%

উত্তরঃ গ.৫%

২৫. চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?

ক. ৪৫
খ. ৫০
গ. ২৫
ঘ. ৩৫

উত্তরঃ গ. ২৫

২৬. নাবিল থেকে আরজু ৯ বছরের বড় এবং আলী ৫ বছরের ছােট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে আলীর বয়স বয়স কত?

ক. ৯ বছর
খ. ১১ বছর
গ. ১২ বছর
ঘ. ১৩ বছর

উত্তরঃ খ. ১১ বছর

২৭. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলাে। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতাে?

ক. ১০০ টাকা
খ. ১০৫ টাকা
গ. ১১০ টাকা
ঘ. ১২০ টাকা

উত্তরঃ ক. ১০০ টাকা

২৮. x+y=5 এবং x-y = 3 হলে xy এর মান কত?

ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4

উত্তরঃ ঘ. 4

২৯. একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m ও 29m হলে, ক্ষেত্রফল কত?

ক. 200m2
খ. 210m2
গ. 290m2
ঘ. 300m2

উত্তরঃ খ. 210m2

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান

৩০. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

ক. ৯৬ মিটার
খ. ১০০ মিটার
গ. ২৫৬ মিটার
ঘ. ৪৮ মিটার

উত্তরঃ ক. ৯৬ মিটার

৩১. দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

ক. 2 : 3
খ. 9 : 4
গ. 4 : 9
ঘ. 6 : 4

উত্তরঃ খ. 9 : 4

৩২. কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

ক. ৫৬ বছর
খ. ৬২ বছর
গ. ৬৪ বছর
ঘ. ৬৫ বছর

উত্তরঃ খ. ৬২ বছর

৩৩. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খােলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

ক. ৫ ঘণ্টায়
খ. ৬ ঘণ্টায়
গ. ৭ ঘণ্টায়
ঘ. ৮ ঘণ্টায়

উত্তরঃ খ. ৬ ঘণ্টায়

৩৪. a -1/a=5√3 হলে a2+1/a2= কত?

ক. 60√3
খ. 60
গ. 70√3
ঘ. 77

উত্তরঃ ঘ. 77

৩৫. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

ক. ১০ লিটার
খ. ৫ লিটার
গ. ৪ লিটার
ঘ. ১৪ লিটার

উত্তরঃ গ. ৪ লিটার

ইংরেজি অংশের সমাধান

৩৬. This could have worked if I _____ been more far sighted.

ক. had
খ. might
গ. have
ঘ. has

উত্তরঃ ক. had

৩৭. What would be right synonym for ‘initiative’.

ক. Apathy
খ. Enterprise
গ. Indolence
ঘ. try

উত্তরঃ খ. Enterprise

৩৮. Which of the following word can be used as a verb?

ক. Mister
খ. Mistress
গ. Master
ঘ. Miss

উত্তরঃ গ. Master

৩৯. Let us begin by looking at the minutes of the meeting ____ here ‘minutes’ means.

ক. Time record
খ. Written record
গ. Time frame
ঘ. Ending Time

উত্তরঃ খ. Written record

৪০. The man was _____ murdered.

ক. hung for
খ. hanged
গ. hanged for
ঘ. hang for

উত্তরঃ গ. hanged for

8১. The synonym of the word ‘scream’ is-

ক. Yell
খ. Sound
গ. Loudly
ঘ. Cry

উত্তরঃ ক. Yell

৪২. The man is too dishonest

ক. to tell a lie
খ. to take bribe
গ. to speak the truth
ঘ. None of these is

উত্তরঃ গ. to speak the truth

৪৩. ‘Tooth and nail’ means-

ক. Get by heart
খ. Tried hard
গ. Go with heart
ঘ. None of these

উত্তরঃ খ. Tried hard

৪৪. Bibliography means-

ক. History Book
খ. Study of Bible
গ. Collection of books
ঘ. Book on

উত্তরঃ গ. Collection of books

৪৫. A Bangladeshi living in Canada is a/an-

ক. foreigner
খ. alien
গ. expatriate
ঘ. patriot

উত্তরঃ গ. expatriate

৪৬. Someone who designs house is-

ক. a designer
খ. an architect
গ. a builder
ঘ. a plumber

উত্তরঃ খ. an architect

৪৭. An ordinance is.

ক. a book
খ. a law
গ. an arms factory
ঘ. a news

উত্তরঃ খ. a law

৪৮. ‘Equity’ means

ক. integrity
খ. justice
গ. uprightness
ঘ. bias

উত্তরঃ খ. justice

৪৯. The antonym of ‘polite’ is

ক. civil
খ. rude
গ. Confuse
ঘ. courteous

উত্তরঃ খ. rude

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান

৫০. Which one of these is the right preposition of ‘Adjacent’.

ক. to
খ. with
গ. after
ঘ. within

উত্তরঃ ক. to

৫১. What is the single word for ‘a hater of mankind’?

ক. philanthropist
খ. Misanthropist
গ. Humanitarian
ঘ. hatred

উত্তরঃ খ. Misanthropist

৫২. Who is the writer of ‘The merchant of Venice’.

ক. George Bernard Shaw
খ. William Shakespeare
গ. T.S Eliot
ঘ. Christoper Marlowe

উত্তরঃ খ. William Shakespeare

৫৩. What is the feminine gender of ‘Fox’.

ক. Foxen
খ. Vixen
গ. Female fox
ঘ. None of these

উত্তরঃ খ. Vixen

৫৪. Which one of the following is not a vowel.

ক. a
খ. e
গ. o
ঘ. y

উত্তরঃ ঘ. y

৫৫. What is the opposite word of subterfuge?

ক. Guile
খ. Cunning
গ. Intrigue
ঘ. Honesty

উত্তরঃ ঘ. Honesty

সাধারণ জ্ঞান অংশের সমাধান

৫৬. ‘ভ্যাকসিন হিরাে’ পুরস্কার প্রদানকারী সংস্থার নাম-

ক. GAVI
খ. PACC
গ. UNICEF
ঘ. REAP

উত্তরঃ ক. GAVI

৫৭. বাংলাদেশে জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে?

ক. ফরিদপুর
খ. দিনাজপুর
গ. রাজশাহী
ঘ. রংপুর

উত্তরঃ খ. দিনাজপুর

৫৮. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয়-

ক. ফার্নেস ওয়েল
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. ডিজেল

উত্তরঃ গ. প্রাকৃতিক গ্যাস

৫৯. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?

ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. থাইল্যান্ড
ঘ. চীন

উত্তরঃ খ. যুক্তরাজ্য

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান

৬০. বাল্যবিবাহ প্রতিরােধে হেল্পলাইন হলাে

ক. ১০৯
খ. ১০৩
গ. ৯৯৯
ঘ. ৩৩৩

উত্তরঃ ঘ. ৩৩৩

৬১. ফরমােজার বর্তমান নাম কী?

ক. তাইওয়ান
খ. থাইল্যান্ড
গ. পােল্যান্ড
ঘ. মাথুনিয়া

উত্তরঃ ক. তাইওয়ান

৬২. ‘ডেড সী’ কি?

ক. একটি নদী
খ. একটি সাগর
গ. একটি হ্রদ
ঘ. মৃত সাগর

উত্তরঃ গ. একটি হ্রদ

৬৩. UNDP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা
খ. ওয়াশিংটন
গ. রােম
ঘ. নিউইয়র্ক

উত্তরঃ ঘ. নিউইয়র্ক

৬৪. ঢাকায় ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি?

ক. সােহরাওয়ার্দী উদ্যান
খ. লালবাগ কেল্লা
গ. বাহাদুরশাহ পার্ক
ঘ. রায়ের বাজার বধ্যভূমি

উত্তরঃ গ. বাহাদুরশাহ পার্ক

৬৫. ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী কে?

ক. কল্লানা দত্ত
খ. প্রীতিলতা ওয়াদ্দেদার
গ. মনােরমা নাসিমা
ঘ. তাপিনী নিবেদিতা

উত্তরঃ খ. প্রীতিলতা ওয়াদ্দেদার

৬৬. কৃষক প্রজা পাটির প্রতিষ্ঠাতা কে?

ক. মাওলানা ভাসানী
খ. এ. কে ফজলুল হক
গ. হােসেন শহীদ সােহরাওয়ার্দী
ঘ. আতাউর রহমান খান।

উত্তরঃ খ. এ. কে ফজলুল হক

৬৭. সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কত সালে?

ক. ১৯৮৮
খ. ১৯৮৬
গ. ১৯৮৭
ঘ. ১৯৮৯

উত্তরঃ গ. ১৯৮৭

৬৮. মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নং সেক্টরের অধীনে ছিল?

ক. ৫ নং
খ. ৬ নং
গ. ৭ নং
ঘ. ৮ নং

উত্তরঃ খ. ৬ নং

৬৯. টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীতে নির্মিত?

ক. পদ্মা
খ. সুরমা
গ. বরাক
ঘ. মেঘনা

উত্তরঃ গ. বরাক

৭০. গ্রীনবাক কি নামে পরিচিত?

ক. মার্কিন ডলার
খ. আই এম এফ
গ. ইউরাে
ঘ. ডয়চে ব্যাংক

উত্তরঃ ক. মার্কিন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান ছাড়া আরোও পড়ুন-

Leave a Comment