প্রত্যয়পত্র শ্রেণিবিভাগ আলোচনা করো, বিভিন্ন প্রকার প্রত্যয়ন পত্র নিয়ে আলোচনা করো, লেটার অব ক্রেডিট: প্রকার ও প্রকরণ

প্রশ্ন সমাধান: প্রত্যয়পত্র শ্রেণিবিভাগ আলোচনা করো, বিভিন্ন প্রকার প্রত্যয়ন পত্র নিয়ে আলোচনা করো, লেটার অব ক্রেডিট: প্রকার ও প্রকরণ

আন্তর্জাতিক বাণিজ্যের একটি অত্যাবশ্যকীয় দলিল হলো প্রত্যয়পত্র (Letter of Credit )। প্রত্যয়পত্র ছাড়া রপ্তানিকারক আমদানিকারকের নিকট রপ্তানি করতে পারে না । প্রত্যয়পত্র ব্যক্তিগত প্রয়োজনে দেশের ভেতর বা বাইরে অর্থসংস্থানের উদ্দেশ্য ব্যবহার করা যায়। এটি মূলত ব্যাংক কর্তৃক ইস্যু হয়ে থাকে এবং এটি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় । প্রত্যয়পত্রের প্রকারভেদ : বর্তমানে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ধরনের প্রত্যয়পত্র ব্যবহৃত হয়। নিম্নে সেগুলোর বর্ণনা দেয়া হলো :

১. নিশ্চিত প্রত্যয়পত্র যে প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারকের বিলের স্বীকৃতি ও মূল্য পরিশোধের পূর্ণ নিশ্চয়তা দেয়া হয় তাকে নিশ্চিত প্রত্যয়পত্র বলে ।

২. অনিশ্চিত প্রত্যয়পত্র : যে প্রত্যয়পত্রে রপ্তানিকারকের বিলের স্বীকৃতি ও মূল্য পরিশোধের পরিপূর্ণ নিশ্চয়তা দেয়া হয় না তাকে অনিশ্চিত প্রত্যয়পত্র বলে ।

৩. দলিলি প্রত্যয়পত্র : যে প্রত্যয়পত্রের সাথে রপ্তানিকারক মালের চালানি রসিদ, বাহনপত্র, বিমাপত্র ইত্যাদি সংযুক্ত করে তাকে দলিলি প্রত্যয়পত্র বলে।

৪. দলিলবিহীন প্রত্যয়পত্র : প্রত্যয়পত্রের সাথে অন্য কোনো দলিল সংযুক্ত না করা হলে তাকে দলিলবিহীন প্রত্যয়পত্র বলে ।

৫. খোলা প্রত্যয়পত্র : প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংক যে, কোনো সময় বাতিল করতে পারবে এ মর্মে ইস্যু করে তাকে খোলা প্রত্যয়পত্র বলে ।

৬. স্থির প্রত্যয়পত্র : যে প্রত্যয়পত্র মেয়াদ উত্তীর্ণ ব্যতিরেকে বাতিল করা যায় না তাকে স্থির প্রত্যয়পত্র বলে ।

৭. ভ্রমণকারীর প্রত্যয়পত্র : ব্যাংক যে প্রত্যয়পত্র পর্যটক বা ভ্রমণকারীর অনুকূলে ইস্যু করে তাকে ভ্রমণকারীর প্রত্যয়পত্র বলে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮. পরিচ্ছন্ন প্রত্যয়পত্র : যে প্রত্যয়পত্রে বিলের মর্যাদা প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোনো প্রকার শর্তারোপ করে না তাকে পরিচ্ছন্ন প্রত্যয়পত্র বলে ।

৯. আবর্তমান প্রত্যয়পত্র : যে প্রত্যয়পত্র নির্দিষ্ট সময়ের জন্য অর্থের পরিমাণের সর্বোচ্চ সীমা নির্দিষ্টপূর্বক খোলা হয় এবং উক্ত সময়ে পৌনঃপুনিকভাবে সমপরিমাণ অর্থের জন্য ব্যবহার করা যায় তাকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলে ।

১০. অগ্রিম প্রত্যয়পত্র : যে প্রত্যয়পত্রে রপ্তানিকারককে অগ্রিম অর্থ পরিশোধের শর্তে খোলা হয় তাকে অগ্রিম প্রত্যয়পত্র ৰলে।

অগ্রিম প্রত্যয়পত্র দু’ধরনের যথা : (ক) লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র ও (খ) সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র।

উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, ব্যবসায়ী জগতে উল্লিখিত প্রত্যয়পত্রের ব্যবহার দেখা যায় । এসকল প্রত্যয়পত্র ছাড়াও রয়েছে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র, ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র, অগ্রিম প্রত্যয়পত্র, প্রান্তিক প্রত্যয়পত্র প্রভৃতি ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment