প্রতিসংস্কার আন্দোলন কি, প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখ, কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন

Google Adsense Ads

প্রতিসংস্কার আন্দোলন কি, প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখ, কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন

প্রতিসংস্কার আন্দোলন কি?
উত্তর : প্রোটেস্ট্যান্টদের ক্রমবর্ধমান জোয়ারের গতিরোধ করতে ষোড়শ শতকে আরম্ভ হয় নতুন এক ধর্মীয় আন্দোলন বা ইতিহাসে প্রতিসংস্কার আন্দোলন নামে অভিহিত

প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখ।
উত্তর : জেসুইট সংঘ, ইনকুইজিশন, টেস্টের সভা ও দি ইনডেক্স।

কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন? |
উত্তর : ইগ্নেশিয়াস লায়লা ।

আরো ও সাজেশন:-

জেসুইট সংঘের সভ্যদের কয়টি ধর্মনীতি মানতে হতো? উত্তর : ৩টি।

ইনকুইজিশন কি?
উত্তর : ইনকুইজিশন একটি স্পেনীয় প্রতিষ্ঠান।

জেসুইটারা কোনটিকে চতুর্থ ধর্মনীতি হিসেবে গ্রহণ করে।
উত্তর : পোপের আদেশ পালন করা ।

ইনকুইজিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৪৮৩ সালে ।

কত সালে রোমান ইনকুইজিশন প্রতিষ্ঠিত হয়?
১৫৪২ সালের ২১ জুলাই।

প্রথম ইনকুইজিশন প্রতিষ্ঠা করেন কে? উত্তর : সম্রাট দ্বিতীয় ফিলিপ

ইনকুইজিশন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : সম্রাট দ্বিতীয় ফিলিপ ।

পঞ্চম চালর্স কে ছিলেন?
উত্তর : স্পেনের রাজা ।

স্পেনরাজ হিসেবে পঞ্চম চার্লস কি নামে পরিচিত ছিলেন?
উত্তর : প্রথম চার্লস ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পঞ্চম চার্লস পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট নির্বাচিত হন কখন?
উত্তর : ১৫১৯ সালে ।

পঞ্চম চার্লস কোন দেশের রাজা ছিলেন?
উত্তর : পঞ্চম চার্লস স্পেনের রাজা ছিলেন।

দ্বিতীয় ফিলিপ কে ছিলেন?
উত্তর : স্পেনের পরাক্রমশালী রাজা ছিলেন ।

দ্বিতীয় ফিলিপ জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর : ১৫২৭ সালে ।

ইনকুইজিন নামক বিচারালয় প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : দ্বিতীয় ফিলিপ।

লেপান্টোর যুদ্ধ সংঘটিত হয় কখন?
উত্তর : ১৫৭১ সালে ।

স্পেনিশ আমার্ডা কি?
উত্তর : স্পেনিশ আর্মাডা হচ্ছে স্পেনের বিশাল নৌবহর ।

ওয়ার্মসের সভা আহ্বান করেন কে?
উত্তর : ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস

ওয়ার্মসের সভা আহবান করা হয় কখন?
উত্তর : ১৫২১ সালে ।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment