প্রতিসংস্কার আন্দোলন কি, প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখ, কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন

প্রতিসংস্কার আন্দোলন কি, প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখ, কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন

প্রতিসংস্কার আন্দোলন কি?
উত্তর : প্রোটেস্ট্যান্টদের ক্রমবর্ধমান জোয়ারের গতিরোধ করতে ষোড়শ শতকে আরম্ভ হয় নতুন এক ধর্মীয় আন্দোলন বা ইতিহাসে প্রতিসংস্কার আন্দোলন নামে অভিহিত

প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখ।
উত্তর : জেসুইট সংঘ, ইনকুইজিশন, টেস্টের সভা ও দি ইনডেক্স।

কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন? |
উত্তর : ইগ্নেশিয়াস লায়লা ।

আরো ও সাজেশন:-

জেসুইট সংঘের সভ্যদের কয়টি ধর্মনীতি মানতে হতো? উত্তর : ৩টি।

ইনকুইজিশন কি?
উত্তর : ইনকুইজিশন একটি স্পেনীয় প্রতিষ্ঠান।

জেসুইটারা কোনটিকে চতুর্থ ধর্মনীতি হিসেবে গ্রহণ করে।
উত্তর : পোপের আদেশ পালন করা ।

ইনকুইজিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৪৮৩ সালে ।

কত সালে রোমান ইনকুইজিশন প্রতিষ্ঠিত হয়?
১৫৪২ সালের ২১ জুলাই।

প্রথম ইনকুইজিশন প্রতিষ্ঠা করেন কে? উত্তর : সম্রাট দ্বিতীয় ফিলিপ

ইনকুইজিশন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : সম্রাট দ্বিতীয় ফিলিপ ।

পঞ্চম চালর্স কে ছিলেন?
উত্তর : স্পেনের রাজা ।

স্পেনরাজ হিসেবে পঞ্চম চার্লস কি নামে পরিচিত ছিলেন?
উত্তর : প্রথম চার্লস ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পঞ্চম চার্লস পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট নির্বাচিত হন কখন?
উত্তর : ১৫১৯ সালে ।

পঞ্চম চার্লস কোন দেশের রাজা ছিলেন?
উত্তর : পঞ্চম চার্লস স্পেনের রাজা ছিলেন।

দ্বিতীয় ফিলিপ কে ছিলেন?
উত্তর : স্পেনের পরাক্রমশালী রাজা ছিলেন ।

দ্বিতীয় ফিলিপ জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর : ১৫২৭ সালে ।

ইনকুইজিন নামক বিচারালয় প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : দ্বিতীয় ফিলিপ।

লেপান্টোর যুদ্ধ সংঘটিত হয় কখন?
উত্তর : ১৫৭১ সালে ।

স্পেনিশ আমার্ডা কি?
উত্তর : স্পেনিশ আর্মাডা হচ্ছে স্পেনের বিশাল নৌবহর ।

ওয়ার্মসের সভা আহ্বান করেন কে?
উত্তর : ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস

ওয়ার্মসের সভা আহবান করা হয় কখন?
উত্তর : ১৫২১ সালে ।

Leave a Comment