প্রতিবেশ কি?,সামাজিক প্রতিবেশ কি?, বায়োম কি?, মাধ্যমিক খাদক কাকে বলা হয়?, বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?

প্রতিবেশ কি?,সামাজিক প্রতিবেশ কি?, বায়োম কি?, মাধ্যমিক খাদক কাকে বলা হয়?, বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?

প্রতিবেশ কি?
উত্তর : পরিবেশের সাথে অভ্যন্তরীণ প্রাণিজগতের সম্পর্কের অধ্যয়নই হলো প্রতিবেশ।

সামাজিক প্রতিবেশ কি?
উত্তর : সামাজিক প্রতিবেশ, সামাজিক ও মানবিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানব সমাজের-মিথস্ক্রিয়া সম্পর্কিত অধ্যয়নই হলো সামাজিক প্রতিবেশ ।

বায়োম কি?
উত্তর : কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়োম বলে ।

মাধ্যমিক খাদক কাকে বলা হয়? উত্তর : মাংসাশীদেরকে।

COC (০৫) বাস্তুসংস্থান কি?
উত্তর : জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে ৷

বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?
উত্তর : অজীব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত

Ecology’ শব্দের প্রবক্তা কে? অথবা, বাস্তুতন্ত্র সম্পর্কে কে প্রথম আলোচনা করেন?
উত্তর : জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল ( Ernest Haeckel) ।

Ecology শব্দটি কোন কোন শব্দ হতে এসেছে?
উত্তর : গ্রিক শব্দ Oikos এবং Logos থেকে। Oikos অর্থ বাড়ি বা বাসস্থান এবং Logos অর্থ জ্ঞান লাভ করা ।

‘Eco-Faninism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম কখন শুরু হয়?
উত্তর : ‘Eco-Faminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম ১৯৭৪ সালে শুরু হয়।

প্রাথমিক খাদক বলা হয় কাকে?
উত্তর : শাকাসী বা উদ্ভিদভোজীকে ।

আরো ও সাজেশন:-

জনসংখ্যা কি?
উত্তর : একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জন গোষ্ঠীর সমষ্টি হলো জনসংখ্যা ৷

Man and his enviornment” গ্রন্থটির রচয়িতা কে? , Man and his Environmental গ্রন্থটি কার?
উত্তর : গ্রন্থটি R.H. Lowise এর ‘World Population Centers Relations to Soil’

গ্রন্থটির লেখক কে? ৯
উত্তর : গ্রন্থটির লেখক হলেন- Wolfenger.

Sustainable প্রত্যয়টি কখন ব্যবহৃত হয়?
উত্তর : Sustainable প্রত্যয়টি ১৯৭২ সালে ব্যবহৃত হয়।

Sustainable Development’র বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : Sustainable Development’র বাংলা প্রতিশব্দ হলো টেকসই উন্নয়ন ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

টেকসই উন্নয়ন কি?
উত্তর : টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থানীয ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মানোন্নন ঘটায় ।

ZPG -এর অর্থ কি?
উত্তর : ZPG-এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার (Zero Population Growth ) ।

HDI-এর পূর্ণরূপ কি?
উত্তর : HDI-এর পূর্ণরূপ হলো- Human Development Index.

বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন বসবাস করে?
উত্তর : ১,১৪০ জন ।

কাম্য জনসংখ্যা কি?
উত্তর : কাম্য জনসংখ্যা বলতে দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে বোঝায়

Leave a Comment