পোল্যান্ড ব্যবচ্ছেদের তৃতীয় চুক্তি কোন কোন দেশে মধ্যে স্বাক্ষরিত হয়, জ্ঞানদীপ্তির প্রধান কারণ কী ছিল, জ্ঞানদীপ্ত স্বৈরাচার কি

পোল্যান্ড ব্যবচ্ছেদের তৃতীয় চুক্তি কোন কোন দেশে মধ্যে স্বাক্ষরিত হয়, জ্ঞানদীপ্তির প্রধান কারণ কী ছিল, জ্ঞানদীপ্ত স্বৈরাচার কি

অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ কত বছর ধরে চলে?
উত্তর : ১৫ বছর ধরে।

স্যালিক আইনের ত্রুটি দূর করার জন্য সম্রাট ষষ্ঠ চার্লস কোন স্বীকৃতিপত্র জারি করেন?
উত্তর : ‘প্রাগম্যাটিক স্যাংশন’ নামে স্বীকৃতিপত্র।

জাসল-এর যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ১৭৪২ সালে ।

কোন সন্ধি দ্বারা সাইলেশিয়ার উপর প্রাশিয়ার অধিকার স্বীকৃত হয়? উত্তর : ব্রেসলের সন্ধি দ্বারা ।

আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : আইলা স্যাপেলের সন্ধি ১৭৪৮ সালে স্বাক্ষরিত হয়।

ডেটিঞ্জেনের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।

ডেসডেনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর : অস্ট্রিয়ার রানি মারিয়া থেরেসা ও প্রাশিয়ার রাজা ফ্রেডারিকের মধ্যে ।
সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর : ১৭৫৬ খ্রিস্টাব্দ ।

সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কয়টি যুদ্ধ ক্ষেত্রে পরিচালিত হয়েছিল? উত্তর : ৩টি

সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলে কে বেশি লাভবান হয়? উত্তর : ইংল্যান্ড ।

কোন যুদ্ধকে কূটনৈতিক যুদ্ধ বলা হয়? উত্তর : সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে কূটনৈতিক যুদ্ধ বলা হয় ৷

ইংল্যান্ড সপ্তবর্ষব্যাপী যুদ্ধে জয়লাভ করে কেন?
উত্তর : শক্তিশালী নৌবাহিনী থাকার কারণে ইংল্যান্ড সপ্তবর্ষব্যাপীযুদ্ধে জয়লাভ করেছিল।

ওয়েস্টমিনস্টারের চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর : ইংল্যান্ড ও প্রাশিয়ার মধ্যে।

লিউথেনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর : ১৭৫৭ সালে ।


আরো ও সাজেশন:-

সাঁফে কে ছিলেন? উত্তর : ফরাসি সেনাপতি ।

হিউবার্টসবার্গের সন্ধি কবে স্বাক্ষতির হয়? উত্তর : ১৭৬৩ সালে ।

সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় কবে? উত্তর : ১৭৬৩ সালে ।

পোল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : পোল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত।

পোল্যান্ডের রাজধানীর নাম কি? উত্তর : ওয়ারশ

জন পঞ্চম ক্যাসিমির কে ছিলেন?
উত্তর : পোল্যান্ডের রাজা তৃতীয় সিগিসমান্ডের কনিষ্ঠ পুত্র ও ল্যাডিলাসের ভ্রাতা ছিলেন ।

জুরাশুনোর সন্ধি স্বাক্ষরিত হয় কখন? উত্তর : ১৭৭৬ সালে ।

কালোভিজের সন্ধি স্বাক্ষরিত হয় কখন? উত্তর : ১৬৯৯ সালে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পোল্যান্ডের তৃতীয় ব্যবচ্ছেদ কত সালে হয়েছিল?
উত্তর : ১৭৯৫ সালে। [টেস্ট পরীক্ষা- ইডেন ও গাইবন্ধা বলে

পোল্যান্ডের প্রথম ব্যবচ্ছেদে কোন দেশ সর্বাধিক লাভবান হয়। উত্তর : প্রাশিয়া ।

পোল্যান্ড ব্যবচ্ছেদের তৃতীয় চুক্তি কোন কোন দেশে মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : অস্ট্রিয়া, রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে।
জ্ঞানদীপ্তি কী?
উত্তর : জ্ঞানদীপ্তি হলো জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় দীপ্তময় বিকাশ ।

জ্ঞানদীপ্তির প্রধান কারণ কী ছিল?
উত্তর : যুক্তিবাদের উপর বিশ্বাস ।

জ্ঞানদীপ্ত স্বৈরাচার কি?
উত্তর : স্বৈরাচারী শাসক হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণের প্রচেষ্টা ও জ্ঞান-বিজ্ঞানের উন্নতিকে জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলা হয় ।

‘নাকাজ’ কে লিখেছেন?
উত্তর : দ্বিতীয় ক্যাথরিন ।

‘নাকাজ’ শব্দের অর্থ কী?
উত্তর : নির্দেশ।

“মার্কেন্টাইল নীতি” কী?
উত্তর : রাশিয়ার অর্থনীতির উন্নয়নের জন্য ক্যাথরিন কর্তৃক গৃহীত অর্থনৈতিক নীতি ।

১৭৮০ খ্রিস্টাব্দে মারিয়া থেরেসা মৃত্যুবরণ করলে অস্ট্রিয়ার রাজা কে হন?
উত্তর : মারিয়া থেরেসার পুত্র দ্বিতীয় যোসেফ ।

ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?
উত্তর : অরাজকতাপূর্ণ ও স্বৈরতন্ত্র নির্ভর।

কত খ্রিস্টাব্দে ফরাসি সংঘটিত হয়? উত্তর : ১৭৮৯ খ্রিস্টাব্দে ।

ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?
উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব ৷

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর : ষোড়শ লুই।

ফরাসি বিপ্লবের দুইজন বিখ্যাত দার্শনিকের নাম লিখ।
উত্তর : রুশো ও ভলতেয়ার।

টেইলি কি? উত্তর : মোট আয়ের উপর ধার্যকৃত কর।

সন্ত্রাসের রাজত্বের জনক বলা হয় কাকে?
উত্তর : ম্যাক্রিমিলিয়ান রোবসপিয়রকে ।

The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ফরাসি দার্শনিক মন্টেস্কু।

দার্শনিক রুশো রচিত দুটি গ্রন্থের নাম লিখ ।
উত্তর : Scoial Contract, Emile.

বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর : ফ্রান্সের প্যারিসে।

ওয়াটার-লু যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ওয়াটার-লু যুদ্ধ ১৮১৫ সালে হয়।

“University of France” কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : নেপোলিয়ন “University of France” প্রতিষ্ঠা করেন।

“স্ট্রেট জেনারেল কি?
উত্তর : ‘স্ট্রেট জেনারেল’ হচ্ছে ফ্রান্সের আইন পরিষদ।

Leave a Comment