পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর,পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে?

পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর,পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে?

পোর্টফোলিও ব্যবস্থাপনা বর্তমানে একটি পরিচিত ধারণা এবং আমাদের দেশে এর বহুল প্রচলন শুরু হয়েছে। পোর্টফোলিও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব এবং ধারণাসমূহ সম্পর্কে লেখা অর্থ সংক্রান্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় এবং বিনিয়োগ সংক্রান্ত সাময়িকীতে প্রচ্ছদ পৃষ্ঠায় বর্তমানে স্থান পায়।

নব্বই এর দশকের শুরুর দিকে অর্থনৈতিক উদারিকরণ এবং বিশ্বায়নের কর্মপন্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। এই সংস্কার প্রক্রিয়া মূলধন বাজারকে গতিশীল করে।

স্টক বাজার ধীরে ধীরে অধিক দক্ষতার দিকে ধাবিত হয় এবং সে সাথে ব্যাপক কম্পিউটারভিত্তিক কার্যক্রম, বাজার স্বচ্ছতার বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ভোক্তা সেবা বৃদ্ধি, নিবিড় সমন্বয় এবং অধিক লেনদেন শুরু হয়।

বাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বৈচিত্র্যময় পোর্টফোলিও দ্বারা ব্যাপক ভূমিকা রাখা শুরু করে। মিউচ্যুয়াল ফান্ডের আবির্ভাব ঘটে। এ ধরনের উন্নয়নের ফলে সিকিউরিটিতে বিনিয়োগ অনেক গতিশীলতা অর্জন করে।

সাধারণ বিনিয়োগকারিদের মধ্যে সিকিউরিটিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং সে সাথে সংখ্যাত্মক পরিমাপ পদ্ধতি পুরো বিনিয়োগ চিত্রই পাল্টে দিয়েছে। Bangladesh Securities and Exchange Commission (BSEC) হচ্ছে এদেশে মূলধন বাজারের বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধানে নিয়োজিত।

তারা চাচ্ছে পোর্টফোলিও ব্যবস্থাপনাকে একটি জবাবদিহি মূলক পেশায় রূপ দিতে। স্টক বাজারে কম্পিউটার সফটওয়্যার নির্ভর পদ্ধতির প্রবেশের ফলে পোর্টফোলিও ব্যবস্থাপনা কার্যক্রম অনেক সহজ, দ্রুততর ও নিখুঁত হয়েছে।

এ ব্যবস্থার ফলে ডাটা সংরক্ষণ, নির্ভুল গণনা এবং অতি দ্রুত যেকোনো ফলাফল পাওয়া সম্ভব। তাছাড়া Simulation, Modelling এসব পদ্ধতি বিকল্প সমাধানের উপায় হিসেবে বিশেষ ভূমিকা পালন করে।

বিনিয়োগ এখন আর কোনো সহজ প্রক্রিয়া নয়। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত জ্ঞান, নিয়মানুগ প্রক্রিয়া এবং পেশাগত দক্ষতা সবিশেষ প্রয়োজন। পোর্টফোলিও ব্যবস্থাপনা যেখানে এসব উপাদানসমূহ সম্মিলিতভাবে থাকে তার দ্বারাই বিনিয়োগ দক্ষতা অর্জন করা সম্ভব ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর,পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে?, কেন আমরা পোর্টফোলিও ব্যবস্থাপনা প্রয়োজন?

Leave a Comment