পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।, পত্রকোষ তত্ত্ব কী?

পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।, পত্রকোষ তত্ত্ব কী?

পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

উত্তর : সাধারণত ঝুঁকি হ্রাস মূলধনের নিরাপত্তা, প্রত্যাশিত আয় হার অর্জন ইত্যাদি হলো পোর্টফোলিও ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। মূলধনের নিরপত্তা নিশ্চিতকরণার্থে এবং আয়হার বৃদ্ধিও ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে একাধিক সম্পদে বিনিয়োগের সিদ্ধান্তে র যাবতীয় কার্যাবলির সমষ্টিকে পত্রকোষ ব্যবস্থাপনা বলে ।

  • পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : নিম্নে পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও উদ্দেশ্যসমূহ তুলে ধরা হলো :

১. ঝুঁকি হ্রাস : সাধারণত আমরা ঝুঁকি হ্রাস করা বলতে ঝুঁকি মূলধনের নিরাপত্তা বিধান নিশ্চিত করা। সুষ্ঠু পত্রকোষ ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি হ্রাস করা পত্রকোষ ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য ।

২. মূলধনের নিরাপত্তা : বিনিয়োগকৃত অর্থ তথা মূলধনের যথাযথ নিরাপত্তা নিশ্চিত হয় সেই কাজটি করাই পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য। পোর্টফোলিও ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো মূলধনের নিরাপত্তা বিধান করা ।

৩. প্রত্যাশি আয় অর্জন : একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্য প্রকল্পের লাভের মাধ্যমে গড় প্রত্যাশিত আয় অর্জন হতে পারে । পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যাশিত আয় অর্জন করা যায় ।

৪. সম্পদ সর্বাধিককরণ : সাধারণ সম্পদ সর্বাধিকরণ মানেই হচ্ছে প্রতিষ্ঠানের শেয়ারে মূল্য বৃদ্ধি করা। মুনাফা সর্বাধিকরণ নয় সম্পদ সর্বাধিকরণই একটি ফার্মের মূল লক্ষ্য । এটির মাধ্যমে দক্ষ পত্রকোষ নির্বাচনের মাধ্যমে অধিক আয় নিশ্চিত করে যা দিয়ে সম্পদ সর্বাধিকরণ করা যায়।

৫. বিনিয়োগ মিশ্রণ : বিনিয়োগ মিশ্রণের কাজটি মূলত পত্রকোষ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুচারুরূপে করতে পারে। বিনিয়োগ মিশ্রণ বলতে বিনিয়োগের একাধিক ক্ষেত্র আছে এরূপ ক্ষেত্র হতে দুই বা ততোধিক কাম্য মিশ্রণের মাধ্যমে ঝুঁকি যেমনটি সর্বনিম্ন করা সম্ভব তেমনি আয় বা রিটার্ন সর্বোচ্চ করা সম্ভব।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রতিটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ করার সময় দক্ষ পত্রকোষ নির্বাচনের মাধ্যমে বিনিয়োগ সেট করা প্রয়োজন। পত্রকোষ ব্যবস্থাপনার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা উপরিউক্ত আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে খুবই অত্যধিক যা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য তথা মুনাফার্জন ও সম্পদ সর্বাধিকরণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ।


আরো ও সাজেশন:-


পত্রকোষ তত্ত্ব কী?

উত্তর : ভূমিকা : যেহেতু কোনো ব্যক্তি বিনিয়োগকারী অথবা ফার্ম কোনো প্রকল্পে/ শেয়ারের বিনিয়োগ করতে চায় তখন বিভিন্নভাবে আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে হয়। সাধারণত সুদের হারের পরিবর্তন বিনিয়ম হারের উঠানামা শেয়ার বাজারের অবস্থা প্রভৃতি এর জন্য দায়ী থাকে । নিম্নে পত্রকোষ সম্পর্কে আলোচনা করা হলো :

many erop easy man am spedes adaptadas al weer পত্রকোষ তত্ত্ব : বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি প্রকল্পে/শেয়ারে বিনিয়োগের সময় একটি সম্পদ/শেয়ারে বিনিয়োগ না করে দু এর অধিক শেয়ার/প্রকল্পে বিনিয়োগ করলে ঐ বিনিয়োগকারীর মোট বিনিয়োগ তালিকাকে Portfolio তত্ত্ব বলা হয় । প্রামাণ্য সংজ্ঞা : নিম্নে বিভিন্ন মনীষীর সংজ্ঞা প্রদান করা হলো :

Commerce Dictionary-তে বলা হয়েছে, “Portfolio means a lot of security held by an investor, a good portfolio will show a wide spread of investment in order to reduce the risk of loss.”

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Bhabatosh Banerjee-এর মতে, “A Portfolio is the combination of different investments that constitute an

investor’s total holding.” অর্থাৎ একজন বিনিয়োগকারী যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে তার সমষ্টিকে পোর্টফোলিও বলে ।

My Khan-এর মতে, “A portfolio means a combination of two or more securities.” অর্থাৎ দু বা ততোধিক সিকিউরিটিজ-এর সংমিশ্রণকে পোর্টফোলিও বলে । I. M. Pandey বলেন, “A portfolio is a boundle or a combination of individual assets or securities.

উপসংহার : আলোচনা পরিশেষে বলা যায়, পোর্টফোলিও বলতে সাধারণত একজন বিনিয়োগকারী যতগুলো সিকিউরিটিস এ বিনিয়োগ করে তার তালিকাকে বুঝায়। একটি প্রকল্পে বা এক ধরনের শেয়ারের সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বা শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্তই হচ্ছে পোর্টফোলিও তত্ত্বে মূলকথা

পরিশেষে: পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।, পত্রকোষ তত্ত্ব কী?

Leave a Comment