পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল আদ দুহা আলমল ও ফজিলত, সূরা আদ দুহা কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা আদ দুহা নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৯৩ সূরা আল – আদ দুহা

Advertisement

আজকের বিষয়: পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল আদ দুহা আলমল ও ফজিলত, সূরা আদ দুহা কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা আদ দুহা নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৯৩ সূরা আল – আদ দুহা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম

অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

وَالضُّحَى93.1

উচ্চারণ ৯৩.১। অদদুহা-।

অনুবাদ ৯৩.১ কসম পূর্বাহ্নের,

وَاللَّيْلِ إِذَا سَجَى93.2

Advertisement

উচ্চারণ ৯৩.২। অল্লাইলি ইযা- সাজ্বা-।

অনুবাদ ৯৩.২ কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى93.3

উচ্চারণ ৯৩.৩। মা অদ্দা‘আকা রব্বুকা অমা- ক্বলা-।

অনুবাদ ৯৩.৩ তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى93.4

উচ্চারণ ৯৩.৪। অলাল্ আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল্ ঊলা-।

অনুবাদ ৯৩.৪ আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى93.5

উচ্চারণ ৯৩.৫। অলাসাওফা ইয়ু’ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া-।

অনুবাদ ৯৩.৫ আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى93.6

উচ্চারণ ৯৩.৬। আলাম্ ইয়াজ্বিদ্কা ইয়াতীমান্ ফাআ-ওয়া-।

অনুবাদ ৯৩.৬ তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى93.7

উচ্চারণ ৯৩.৭। অওয়াজ্বাদাকা দ্বোয়া-ল্লান্ ফাহাদা-।

অনুবাদ ৯৩.৭ আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।

وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى93.8

উচ্চারণ ৯৩.৮। অওয়াজ্বাদাকা ‘আ-য়িলান্ ফাআগ্না-।

Advertisement 2

অনুবাদ ৯৩.৮ তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।

فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ93.9

উচ্চারণ ৯৩.৯। ফাআম্মাল্ ইয়াতীমা ফালা-তাক্বর্ ্হা।

অনুবাদ ৯৩.৯ সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।

وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ93.10

উচ্চারণ ৯৩.১০। অআম্মাস্ সা-য়িলা ফালা-তার্ন্হা।

অনুবাদ ৯৩.১০ আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ 93.11

উচ্চারণ ৯৩.১১। অ আম্মা-বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিছ্।

অনুবাদ ৯৩.১১ আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।

Advertisement 2


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


Advertisement 5

Advertisement 3

Leave a Comment