পিরিয়ডেরযন্ত্রনাওরমজানমাস
এই রমজানে কোনো পুরুষ দয়াকরে কোনো নারীকে এই পৈশাচিক প্রশ্নটা করবেন না,,যে সেই নারী রোজা রাখছে নাকি রাখে নি🤨🤨
পিরিয়ড এর সময় একটা মেয়ে কতটা কষ্ট সহ্য করতে হয় তার সিকি ভাগ হয়তো আপনি চিন্তাও করতে পারছেন না। 🙂
পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথে হয়তো তার দাড়িয়ে থাকার শক্তিও হারিয়ে ফেলে । 💔
২৪ ঘন্টার মধ্যে ১৭/১৮ ঘন্টা ব্লিডিং হয়( সবার ক্ষেএে এক নয়) । 😔
প্যাড বা কাপড় ব্যবহার করার ফলে নারীর প্রাইভেট পার্ট ফুলে যায়, শুরু হয় জ্বালা পোড়া। 🙂💔
৩/৬ দিন টানা এই কষ্ট একজন নারীকে সহ্য করতে হয়। 😇
বর্তমানের টেলিভিশনে যখন সেনোরা, freedom, Whisper, স্যানিটারি ন্যাপকিন এড গুলো তে সারা দিন নিশ্চিত থাকুন। leakage এর কোন ভয় নেই। সারাদিন dryness আর সৌরভ ।
হাসি মুখে ৩২ দাঁত বের করে বলে তখন হয় আপনার পাশে বসে থাকা মেয়েটি দাঁত কামড়ে পেটের ব্যাথা সহ্য করছে। লোক লজ্জা বলতে বা চিৎকার করে কান্নাও করতে পারছে না 😔💔
এড গুলো তে সাদাই প্যাডে নীল রং এর পানি তে একটা মেয়ের কষ্ট বলতে পারছে। পিরিয়ডের ২৪ ঘন্টা আগের থেকে একজন নারীর শরীরে ৫ ধরনের পরিবর্তন শুরু হয়। পরিবর্তন বলবনা বলব অত্যাচার ।
১) প্রচন্ড মাথা ব্যাথা,
২) বমি / খাবার হজম না হওয়া।
৩) তল পেটের ব্যাথা শুরু হয়।
৪) মেরুদন্ডের হাড় ব্যাথা বা কামড়ানো। ৫) মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।
যারা শরীরে এত গুলো সমস্যা একসাথে শুরু হয় তার কি কোন কাজ করা সম্ভব?
শান্তিতে হয়তো বসতে পারছে না?
আপনি হয়তো তার উপর ঘরের বা অফিসের সব কাজ চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন।
আপনার শরীরে এই হাল হলে আপনি টিকতে পারবেন তো?
নারীর পিরিয়ড নিয়ে হাসিতামাশা নয়।
নারীর পাশে দাড়াঁন এক গ্লাস পানি দিয়ে না হয় বলুন একটু বসো।
না হয় বলুন আজ না হয় কাজ একটু কম করুন।
অনেক সময় হঠাৎ করে ছুটি চেয়ে থাকে আপনার সহকর্মী, তার দিকে ভুতে দেখার মত তাকিয়ে না থেকে সহায়তার হাত বাড়িয়ে দিন,,
রমজানে পিরিয়ডের কারনে নারীদের কিছু রোজা রাখা সম্ভব হয় না,, সে সময় আপনি যদি তাকে প্রশ্ন করেন রোজা রাখছে কি না,,সে উত্তর টা দিতে সংকোচ বোধ করে,, লজ্জা পায়,,,
আর আপনি পান একটা পৈশাচিক আনন্দ,,,
এতে করে আপনি আপনার মা,, বোন,, স্ত্রী দের ও অসম্মান করলেন,,কারন নারীর গর্ব হলো সন্তান জন্ম দেওয়া,, আর পিরিয়ড না হলে আপনিও দুনিয়ায় আসতে পারতেন না,, বাবা হতে পারবেন না,,
সুতরাং পিরিয়ড আল্লাহর দেওয়া একটা নেয়…….
।
আর ছবি টা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না,প্লিজ
সূত্র/ ফেজবুক
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- বাচ্চা নিতে কতবার সহবাস করতে হয়,বাচ্চা নেওয়ার জন্য কতবার সহবাস করতে হয়?
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper