পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী, যেসব লক্ষণে বুঝবেন পাকস্থলীর ক্যান্সার, পাকস্থলী ক্যানসার: এই লক্ষণগুলো কি আপনার আছে?, যে ১০টি কারণে পাকস্থলীর ক্যানসার হতে পারে

Advertisement

বিষয়:পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী, যেসব লক্ষণে বুঝবেন পাকস্থলীর ক্যান্সার, পাকস্থলী ক্যানসার: এই লক্ষণগুলো কি আপনার আছে?, যে ১০টি কারণে পাকস্থলীর ক্যানসার হতে পারে

পাকস্থলীর ক্যানসারকে বলা যায় গ্যাসট্রিক ক্যানসার। এই রোগের প্রথম ক্ষেত্রভূমি হল পাকস্থলী। বুকের তলাতেই স্টমাকের অবস্থান।শরীরে এই জায়গাকে বলা হয় স্টমাক বডি। এ রোগের নানা চিকিৎসাও রয়েছে।

দেখা গেছে যে রোগ প্রথমে ধরে ফেলতে পারলেই রোগী সুস্থ হন দ্রুত। তাই চেষ্টা করুন স্টমাক ক্যানসার নিয়ে সচেতন হওয়ার। কারণ এই রোগ একবার শরীরের অন্য জায়গায় ছড়িয়ে গেলে বিপদের কারণ হতে পারে।

পাকস্থলীর ক্যানসারে কী কী লক্ষণ থাকে?

খাবার গিলতে সমস্যা হয়,

পেটে ব্যথা হতে পারে,

খাবার খাওয়ার পরই পেট ফেঁপে যাওয়া সম্ভব,

Advertisement

কম খেলেই পেট ভরে যায়,

খিদে কম পায় কারণ ছাড়াই,

বুক জ্বালা করে,

খাবার হজম হয় না,

বমি বমি ভাব,

বমি পায়,

দ্রুত ওজন কমে,

ক্লান্তি গ্রাস করে,

কালো রঙের স্টুল হয় ইত্যাদি।

এবার মাথায় রাখতে হবে যে ক্যানসার যদি শরীরের অন্য কোথাও ছড়িয়ে যায়, তখন আবার আলাদা উপসর্গ দেখা যেতে পারে।

ঝুঁকি কাদের বেশি?

রোগের ঝুঁকি কয়েকগুণ বাড়তে পারে এই কারণে-

বারবার অ্যাসিডিটি হলে। অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে, এ ক্ষেত্রে জিইআরডি রোগ থাকলে সমস্যার আশঙ্কা বাড়ে,

বেশি পরিমাণে লবণ বা পোড়া খাবার খাওয়া,

খাদ্য তালিকায় সবজি ও ফল কম থাকা,

হেলিকোব্যাকটর পায়োলরি জীবাণুর সংক্রমণ,

ধূমপান,

পাকস্থলীতে পলিপ তৈরি হওয়া,

Advertisement 2

পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে। আগেও কারও হয়েছে।

Advertisement 5

Advertisement 2

Advertisement 3

Leave a Comment