পরিসংখ্যান বলতে কী বুঝ?, পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কী?,RA. Fisher এর পরিসংখ্যানের সংজ্ঞা দাও?

পরিসংখ্যান বলতে কী বুঝ?,পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কী?,RA. Fisher এর পরিসংখ্যানের সংজ্ঞা দাও?

পরিসংখ্যান বলতে কী বুঝ?
উত্তর : পরিসংখ্যান বলতে বিভিন্ন কলাকৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বুঝায় যা সংখ্যা বা রাশি তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে ।

পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : পরিসংখ্যানের ইংরেজী প্রতিশব্দ হলো – Statistics ।

RA. Fisher এর পরিসংখ্যানের সংজ্ঞা দাও?
উত্তর : R.A. Fisher এর মতে, পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা যাহা সংখ্যাতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রয়োগ করা যায়।

পরিসংখ্যানের জনক কে?
উত্তর : পরিসংখ্যানের জনক R.A. Fisher.

সামাজিক পরিসংখ্যান কাকে বলে?
উত্তর : সুনির্দিষ্ট পদ্ধতির সমষ্টি যে গুলো সামাজিক জীবনের বিভিন্ন উপাদান সম্পর্কে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, বর্ণনা ও বিশ্লেষণ করে তাকে সামাজিক পরিসংখ্যান বলে।

সামাজিক পরিসংখ্যানের জনক কে?
উত্তর : পরিসংখ্যানবিদ Hurbert M. Blalock.

Statistics শব্দটির প্রথম ব্যবহারকারী কে?
উত্তর : Statistics শব্দটির প্রথম ব্যবহারকারী হলেন- গডফ্রিড অ্যাকেন ওয়াল, ১৭৪৯ সালে।

গাণিতিক সম্ভাবনা তত্ত্বের প্রবর্তকের নাম কী?
উত্তর : গাণিতিক সম্ভাবনা তত্ত্বের প্রবর্তকের নাম হলো- ল্যাপলাস ।

Social statistics বইটির লেখক কে?
উত্তর : Social statistics বইটির লেখক H.M. Blalick । acco

Statistics শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : পরিসংখ্যানবিদদের মতানুযায়ী, Statistics শব্দটি ল্যাটিন শব্দ Status অথবা, ইতালীয় শব্দ Statista কিংবা জার্মান শব্দ Statistik থেকে এসেছে ।

পরিমাপ কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট রীতিতে বস্ত্র, অবস্থা বা ব্যবস্থাকে সংখ্যার মাধ্যামে প্রকাশ করার প্রক্রিয়াকে পরিমাপ বলে।

গাণিতিক সম্ভাবনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : গাণিতিক সম্ভাবনা তত্ত্বের প্রবক্তা ল্যাপলাস।

গণসংখ্যা কি?
উত্তর : প্রতিটি সংখ্যার যতবার পুনরাবৃত্তি ঘটে সেই সংখ্যাকে ঐ সংখ্যার গণসংখ্যা বলে।

গণসংখ্যা নিবেশন কি?
উত্তর : শ্রেণিব্যাপ্তি অনুসারে তথ্যাদি বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণির গণসংখ্যা প্রদর্শন করে তথ্যাদির উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বলে।

ক্রমযোজিত গণসংখ্যা কি?
উত্তর : গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণিতে বিদ্যমান গণসংখ্যাগুলোকে পর্যায়ক্রমিকভাবে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে।

গণসংখ্যা নিবেশনের উপাদানগুলো কী?
উত্তর : গণসংখ্যা নিবেশনের উপাদানগুলো যথা-১. সমশ্রেণী ব্যাপ্তি, ২. অসম শ্রেণী ব্যাপ্তি। ৩. প্রাপ্ত খোলা শ্ৰেণী ব্যাপ্তি ।

Methods of Statistics কার লেখা?
উত্তর : Dr. M. G. Mostafa.

একটি সারণির কয়টা অংশ থাকে?
উত্তর : সারণিতে তথ্যের উপস্থাপনই সারণিবদ্ধকরণ। সারণিবদ্ধকরণ হলো শ্রেণিবদ্ধকরণের পরিশীলিত রূপ।

একটি সারণির কয়টি অংশ থাকে?
উত্তর : ৮টি।

পাই-চার্ট কি?
উত্তর : পরিসংখ্যানে উপাত্তের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পূর্ণ উপাত্তের সাথে বিভিন্ন আংশিক উপাত্তের পারস্পরিক সম্পর্ক উপস্থাপনের ক্ষেত্রে যে চিত্র ব্যবহার করা হয় তাকে পাই চার্ট বা বৃত্ত চিত্র বলে।

পাদটীকা কী?
উত্তর : পরিসংখ্যান সারণির অন্তর্ভুক্ত কোনো বিষয়কে বিস্তারিত বিশ্লেষণ এবং সুস্পষ্ট করে তোলার জন্য যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকেই পাদটীকা বলে।

শ্রেণি ব্যবধান কি?
উত্তর : অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে কোনো শ্রেণির অন্তর্ভুক্ত নিম্নসীমা এবং উচ্চসীমার মধ্যকার পার্থক্যকে ঐ শ্রেণির শ্রেণি ব্যবধান বলে।

শ্রেণি মধ্যবিন্দু কি?
উত্তর : কোনো শ্রেণির উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে শ্রেণির মধ্যবিন্দু বলে।

Leave a Comment