পরিবেশ সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?,পরিবেশ কি?,পরিবেশ কেন্দ্রিকতা কী?

পরিবেশ সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?,পরিবেশ কি?,পরিবেশ কেন্দ্রিকতা কী?

পরিবেশ সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?
উত্তর : পরিবেশ সমাজবিজ্ঞান হলো বিভিন্ন ধরনের সামাজিক, জৈবিক ও ভৌতিক উপাদানের সমষ্টিগত কার্যকলাপ যা জীবের আয়ুস্কাল, বৃদ্ধি, বিকাশ ও বংশবিস্তারকে প্রভাবিত করে ।

পরিবেশ কি?
উত্তর : পরিবেশ হলো মানুষের চারদিকের পারিপার্শ্বিক অবস্থা যা মানুষের উন্নয়ন বৃদ্ধিকে প্রভাবিত করে ।

পরিবেশ কেন্দ্রিকতা কী?
উত্তর : মানুষের প্রযুক্তিগত প্রভাব ও প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতি মনোভাবেরই প্রতিবাদী দৃষ্টিভঙ্গি হলো পরিবেশ কেন্দ্রিকতা।

ভৌত পরিবেশ কি?
উত্তর : ভৌত পরিবেশ বলতে বায়ুমণ্ডল, বারিমণ্ডল ও অশ্মমণ্ডল নিয়ে গঠিত পরিবেশকে বোঝায় ৷

“Environmental sociology is generally defined as the study of the interrelationships between society and the environment” -উক্তিটি কার?
উত্তর : অ্যালান হাইবার্গ (Allan Schnaiberg)

আরো ও সাজেশন:-

ইকোলজি শব্দটি সর্বপ্রথম কখন ব্যবহার করা হয়?
উত্তর : ইকোলজি শব্দটি সর্বপ্রথম ১৮৬৯ সালে ব্যবহার করা হয়।

ইকোস্কিয়ার কি?
উত্তর : পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যে সব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে একত্রে ইকোস্ফিয়ার বলে ।

CFC-এর পূর্ণরূপ কি?
উত্তর : CFC-এর পূর্ণরূপ হলো- Chloro Fluoro Carbon

জীব বৈচিত্র্য কি?
উত্তর : পৃথিবীতে বিরাজমান জীবিত বস্তুর সংখ্যা, তাদের বস্তুতান্ত্রিক সংগঠন ও ব্যাপ্তিকে জীববৈচিত্র বলে ।

Leave a Comment