Advertisement
পঞ্চম শ্রেণি বিষয়: বিজ্ঞান অধ্যায়: ১ম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ও কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : পরিবেশের উপাদানগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়।
২। বেঁচে থাকার জন্য মানুষের কী কী প্রয়োজন?
উত্তর : বেঁচে থাকার জন্য মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন।
৩। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
উত্তর : সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন।
৪। বেঁচে থাকার জন্য উদ্ভিদ কিসের ওপর নির্ভরশীল?
উত্তর : বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভরশীল।
৫। উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে?
উত্তর : উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
৬। বাস্তুসংস্থান কী?
Advertisement
উত্তর : কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
৭। উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল?
উত্তর : খাদ্য এবং আবাসস্থলের জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল।
৮। মানুষ কিভাবে উদ্ভিদ ব্যবহার করে?
উত্তর : খাদ্য, বাসস্থান ও জ-ালানির কাজে মানুষ উদ্ভিদ ব্যবহার করে।
৯। উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়?
উত্তর : উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়।
১০। উদ্ভিদের বীজ কিভাবে সৃষ্টি হয়?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উত্তর : পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
১১। বীজের বিস্তরণ কী?
উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
১২। উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল।
১৩। প্রাণী কোথা থেকে শক্তি পায়?
উত্তর : প্রাণী খাদ্য থেকে শক্তি পায়।
১৪। সকল প্রাণী শক্তির জন্য কিসের ওপর নির্ভরশীল?
উত্তর : সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল।
১৫। খাদ্য শৃঙ্খল কী?
উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল।
১৬। কোথা থেকে খাদ্য শৃঙ্খল শুরু হয়?
Advertisement 2
উত্তর : সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয়।
১৭। খাদ্য জাল কিভাবে তৈরি হয়?
উত্তর : একাধিক খাদ্য শৃঙ্খল একত্র হয়ে খাদ্য জাল তৈরি করে।
১৮। মাটির নিচে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর : কেঁচো, সাপ, ইঁদুর, পিঁপড়া ইত্যাদি প্রাণী গর্ত করে মাটির নিচে বাস করে।
১৯। পানিতে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর : পানিতে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম হলো—মাছ, চিংড়ি ইত্যাদি।
২০। মানুষের কেন মাটি প্রয়োজন?
উত্তর : ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Advertisement 5
Advertisement 2
Advertisement 3