পঞ্চম শ্রেণি বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়: ৩য় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণি বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়: ৩য় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

১।        মৌর্য আমলে কোন নিদর্শন ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল?

            উত্তর : মৌর্য আমলে মহাস্থানগড় ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল।

২।         মহাস্থানগড়ে কী ধরনের শিলালিপি পাওয়া গেছে?

            উত্তর : মহাস্থানগড়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে।

৩।        নরসিংদী জেলার কোন দুটি গ্রামে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে?

            উত্তর : নরসিংদী জেলার উয়ারী ও বটেশ্বর নামের দুটি গ্রামে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে।

৪।        উয়ারী-বটেশ্বর সভ্যতাটি  কোন বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?

            উত্তর : উয়ারী-বটেশ্বর সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।

৫।        ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে কী জানা যায়?

            উত্তর : ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানা যায়।

৬।        এমন একটি ঐতিহাসিক নিদর্শনের নাম লেখো যা রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছিল?

            উত্তর :  পাহাড়পুর রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছিল।

৭।        পাহাড়পুর নিদর্শনটি আর কী নামে পরিচিত?

            উত্তর : পাহাড়পুর নিদর্শনটি ‘সোমপুর মহাবিহার’ নামেও পরিচিত।

৮।       ময়নামতি নিদর্শনটি কোন রাজার স্ত্রীর কাহিনির সঙ্গে জড়িত?

            উত্তর : ময়নামতি নিদর্শনটি অষ্টম শতকের রাজা মাণিক চন্দ্রের স্ত্রীর কাহিনির সঙ্গে জড়িত।

৯।        সতেরো শতকের নিদর্শন কী কী?

            উত্তর : সোনারগাঁ ও  লালবাগ কেল্লা হচ্ছে সতেরো শতকের নিদর্শন।

১০।  সোনারগাঁ কোথায় অবস্থিত?

            উত্তর : ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে সোনারগাঁ অবস্থিত।

 ১১। সোনারগাঁয় কোন  সুলতানের সমাধি রয়েছে?

            উত্তর : সোনারগাঁয় সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সমাধি রয়েছে।

১২।  উনিশ শতকে হিন্দু  বণিকদের সুতা বাণিজ্যের  কেন্দ্র হিসেবে কোনটি গড়ে ওঠে?

            উত্তর : উনিশ শতকে হিন্দু  বণিকদের সুতা বাণিজ্যের  কেন্দ্র হিসেবে পানামনগর গড়ে ওঠে।

১৩। শিল্পাচার্য জয়নুল আবেদিন  কেন লোকশিল্প জাদুঘর  প্রতিষ্ঠা করেন?

            উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁর গৌরব ধরে রাখার জন্য লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।

১৪।      লালবাগ কেল্লা কত সালে নির্মাণ করা হয়?

            উত্তর : লালবাগ কেল্লা ১৬৭৮ সালে নির্মাণ করা হয়।

১৫।      লালবাগ কেল্লার অবস্থান  লেখো।

            উত্তর : ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ কেল্লা অবস্থিত।

১৬।     আহসান মঞ্জিলের নির্মাতা কে?

            উত্তর : আহসান মঞ্জিলের নির্মাতা হলেন মুঘল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ্।

১৭।  কে তাঁর পুত্রের নামানুসারে আহসান মঞ্জিলের নামকরণ করেন?

            উত্তর : খাজা আব্দুল গণি তাঁর পুত্রের নামানুসারে আহসান মঞ্জিলের নামকরণ করেন।

১৮।     কোন কোন কারণে আহসান মঞ্জিল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়?

            উত্তর : ১৮৮৮ সালের ঘূর্ণিঝড়ে ও ১৮৯৭ সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

১৯।      বাংলাদেশ সরকার কত সালে  আহসান মঞ্জিল নামের প্রাসাদের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়?

            উত্তর : বাংলাদেশ সরকার ১৯৮৫ সালে আহসান মঞ্জিল নামের প্রাসাদের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়।

    Leave a Comment