পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান অষ্টম অধ্যায়: মহাবিশ্ব সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান অষ্টম অধ্যায়: মহাবিশ্ব সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১।         রাতের আকাশে আমরা কী দেখতে পাই?

            উত্তর : রাতের আকাশে আমরা অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাই।

২।         আকাশের নক্ষত্রগুলোকে আরো স্পষ্ট দেখা যায় কিভাবে?

            উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশের নক্ষত্রগুলোকে আরো স্পষ্ট দেখা যায়।

৩।         দূরবীক্ষণ যন্ত্র কারা ব্যবহার করেন?

            উত্তর : দূরবীক্ষণ যন্ত্র বিজ্ঞানীরা গবেষণা করতে ব্যবহার করেন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪।         পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

            উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিমি।

৫।         আলো প্রতি সেকেন্ডে কত কিমি বেগে চলে?

            উত্তর : আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কিমি বেগে চলে।

৬।         চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?

            উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে।

৭।         পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

            উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কিমি।

৮।         সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?

            উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে।

৯।         আলোর গতিতে চললে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগত?

            উত্তর : আলোর গতিতে চললে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ১,৩০,০০০ বছর সময় লাগত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment