নেপোলিয়ন বোনাপোর্ট কে ছিলেন, নেপোলিয়ন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, কনসাল কি, কনসুলেট কী, ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়

নেপোলিয়ন বোনাপোর্ট কে ছিলেন, নেপোলিয়ন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, কনসাল কি, কনসুলেট কী, ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়

নেপোলিয়ন বোনাপোর্ট কে ছিলেন?
উত্তর : নেপোলিয়ন বোনাপোর্ট ছিলেন ফরাসি বীর এবং ১৭৯৯ সাল থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট।

নেপোলিয়ন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : নেপোলিয়ন ১৭৬৯ সালে কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন?

কনসাল কি?
উত্তর : আইন ও ক্ষমতা প্রয়োগকারী রাজকীয় শাসক ।

কনসুলেট কী?
উত্তর : নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনব্যবস্থা বাতিল করে যে নতুন শাসনব্যবস্থা চালু করেন তাই কনসুলেট নামে পরিচিত।

ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮০৫ সালে।

কনকোভার্ট কি?
উত্তর : নেপোলিয়ানের ধর্ম সংস্কারের নীতিকে কনকোভার্ট বা মীমাংসা নীতি বলা হয়।

আরো ও সাজেশন:-

নেপোলিয়ন কোড কি?
উত্তর : ১৮০০ সালে নেপোলিয়ন বোনাপার্ট আইনব্যবস্থার আমুল পরিবর্তন এবং সংস্কার সাধকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসংগত আইন বাতিল করে সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ আইন-কানুন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত।

ডাইরেক্টরি শাসন কি? অথবা, ডাইরেক্টরি কি?

উত্তর : রোবস্পিয়ারের পতন ও সন্ত্রাসের রাজত্বের অবসানের পর ১৭৯৫ সালে নতুন সংবিধান দ্বারা ফ্রান্সে যে শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাই ডাইরেক্টরি শাসন নামে পরিচিত।

ওয়াটার লু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
উত্তর : ওয়াটার লু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় বলে।

ওয়াটার লু নামক স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর : বেলজিয়ামে অবস্থিত।

নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তর : নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয় ।
ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়। অথবা, কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৭৮৯ সালে ।

ফরাসি বিপ্লব কোথায় সংঘটিত হয়?
উত্তর : ফ্রান্সে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর : ষোড়শ লুই।

ষোড়শ লুই কে ছিলেন?
উত্তর : ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের রাজা ।

‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটি কে প্রণয়ন করেন? অথবা, ‘দি স্পিরিট অব দি লজ’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ফরাসি দার্শনিক মন্টেস্কু ।

ফরাসি বিপ্লব সংঘটনের দুইজন দার্শনিকের নাম লিখ । অথবা, ফরাসি বিপ্লবে দু’জন দার্শনিকের নাম লিখ ।
উত্তর : দার্শনিক রুশো এবং ভলতেয়ার।

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি? অথবা, ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি ছিল? অথবা, ফরাসি বিপ্লবের মূল উপজীব্য কি?
উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

আমিই রাষ্ট্র এটি কার উক্তি?
উত্তর : চতুর্দশ লুইয়ের

ক্যাপিটেশন কি ধরনের কর? অথবা, ক্যাপিটেশন কি?
উত্তর : আয়কর।

গাবেলা কি? অথবা, ‘গাবেলা কোন ধরনের কর?
উত্তর : লবণ কর

‘The Social Contract’ গ্রন্থের লেখক কে?
উত্তর : জ্যাঁ জ্যাক রুশো।

ফরাসি আইনসভাকে কি বলা হতো?
উত্তর : ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো।

টেইলি কি?
উত্তর : টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর।

Leave a Comment