নেতৃত্ব কি?, নেতৃত্বের গুণাবলী কি কি?,নেতৃত্ব কাকে বলে?, নেতৃত্বের সংজ্ঞা,”নেতৃত্বের গুনাবলী”, একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য ও গুণাবলী কি কি?

প্রশ্ন সমাধান: নেতৃত্ব কি?, নেতৃত্বের গুণাবলী কি কি?,নেতৃত্ব কাকে বলে?, নেতৃত্বের সংজ্ঞা,”নেতৃত্বের গুনাবলী”, একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য ও গুণাবলী কি কি?

নেতৃত্ব কি ?

নেতৃত্ব হলো নেতার গুণ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ ‘Leadership’। এই শব্দটি এসেছে ইংরেজি ‘Lead’ থেকে, যার অর্থ পথ দেখানো, চালনা করা। সুতরাং, উৎপত্তিগত অর্থে নেতৃত্ব হলো কোনো দল বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নির্দেশ প্রদান, সামনে থেকে সবকিছু পরিচালনা করার মাধ্যমে অন্য লোকদের আচরণ ও কাজকে প্রভাবিত করার কৌশল। যিনি এ দায়িত্ব পালন করেন তিনি হলেন নেতা। আর নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলে নেতৃত্ব।

সমাজজীবনে লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। সুপরিকল্পিত ও সুসংহত কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকাশ লাভ করে। নেতৃত্ব ব্যর্থও হতে পারে। তবে নেতৃত্বের উৎকর্ষের উপর সামাজিক অগ্রগতি নির্ভর করে। নেতৃত্ব তিনটি প্রয়োজনীয় শর্ত- কর্তৃত্ব, ক্ষমতা ও যোগাযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠে।


আরো ও সাজেশন:-

নেতৃত্বের সংজ্ঞা

রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নেতৃত্বকে সংজ্ঞায়িত করেছেন। যেমন-

এ. ডব্লিউ. গুল্ডনার এর মতে, “নেতৃত্ব হলো কোনো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলি, যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে।”

C. I. Bernard এর মতে, “Leadership refers to the quality of the behavior of individuals where by they guide people are their activities in organized effort.” অর্থাৎ, নেতৃত্ব বলতে ব্যক্তিগণের এরূপ আচরণ গুণকে বোঝায়, যার মাধ্যমে তারা সংগঠিত কর্মপ্রচেষ্টায় জনগণ বা তাদের কার্যকলাপকে পরিচালিত করে।”

নেতৃত্ব কি ও নেতৃত্বের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার জানবো নেতৃত্বের গুণবলী কি কি তথা একজন সফল নেতার কি কি গুণ থাকতে হয়?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

নেতৃত্বের গুণাবলী কি কি ?

নেতৃত্ব একটি শক্তিশালী কৌশল, যার মূল লক্ষ্য হচ্ছে সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করা। নেতৃত্বের গুণাবলী কী হওয়া উচিত সে সম্পর্কে বিভিন্ন লেখক ও চিন্তাবিদ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। যেমন-

অধ্যাপক মিশেলস উল্লেখ করেছেন, “একজন নেতাকে অবশ্যই ইচ্ছাশক্তি, বিস্তৃত জ্ঞান, বিশ্বাসের দৃঢ়তায় বলীয়ান হতে হবে।”

বার্ট্রান্ড রাসেল বলেছেন, “নেতাকে তিনটি গুণের অধিকারী হতে হবে। যথা- আত্মবিশ্বাস, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সার্বিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা।”

অধ্যাপক মিলারের মতে, “আত্মসংযম, সাধারণ জ্ঞান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ন্যায়পরায়ণতা, সৎসাহস, বিশ্বাস, আনুগত্য প্রভৃতি একজন যোগ্য নেতার উল্লেখযোগ্য গুণ।”

George R. Terry নেতৃত্বের গুণাবলীকে নিম্নোক্তভাবে তালিকাভুক্ত করেছেন-

ক. কর্মশক্তি বা কর্মদক্ষতা;

খ. মানসিক স্থিতিশীলতা;

গ. আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা;

ঘ. মানব সম্পর্কে যথাযথ জ্ঞান;

ঙ. ব্যক্তিগত অনুপ্রেরণা;

চ. শিক্ষাগত যোগ্যতা;

ছ. নিজেকে প্রকাশ করার ক্ষমতা;

জ. কর্মদক্ষতা, সামাজিক দক্ষতা ও যোগ্যতা এবং

ঝ. কারিগরি দক্ষতা ও যোগ্যতা।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment