Advertisement
প্রশ্ন সমাধান: নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন পার্থক্য, নিয়মিত প্রতিফলন vs বিক্ষিপ্ত প্রতিফলন পার্থক্য, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন তুলনামূলক আলোচনা, বিক্ষিপ্ত প্রতিফলন ও নিয়মিত প্রতিফলন মধ্যে পার্থক্য,
নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য
কোন বস্তুকে দেখতে হলে তার পৃষ্ঠতল থেকে প্রতিফলন হওয়া আবশ্যিক। প্রতিফলন দুই রকমের নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন। দুটি প্রতিফলনের মাধ্যমে আলো প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে। কিন্তু নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য বর্তমান। নিচে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো।
নিয়মিত প্রতিফলন | বিক্ষিপ্ত প্রতিফলন |
চকচকে এবং মসৃণ তলে নিয়মিত প্রতিফলন হয়। | প্রতিফলক তল অমসৃণ হলে ওই তল থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। |
নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছকে ইচ্ছামতো যেকোনো স্থানে ফেলা যায়। | বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিগুলিকে ইচ্ছামতো যেকোনো জায়গায় ফেলা যায় না। |
নিয়মিত প্রতিফলনে প্রতিফলক প্রতিবিম্ব সৃষ্টি করে। বস্তু থেকে প্রতিফলকের দূরত্ব = প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্ব হয়। যেমন আয়নায় আমরা বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই। | বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলক প্রতিবিম্ব সৃষ্টি করেনা, প্রতিলকটিকে দেখতে পাওয়া যায়। |
নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত আলো একটি নির্দিষ্ট দিক থেকে বেশি পরিমাণে আমাদের চোখে এসে পড়ে। ফলে কেবলমাত্র সেই দিক থেকে তাকালেই প্রতিফলক তলটি চকচকে দেখায়। অর্থাৎ নিয়মিত প্রতিফলন প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে। | বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ায় অল্প অথচ সমপরিমাণ আলো আমাদের চোখে এসে পৌঁছায়। এই কারণে যে কোন দিক থেকে দেখলে প্রতিফলক তলটিকে সমান উজ্জ্বল দেখায়। অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। |
বেশিরভাগ প্রতিফলিত রশ্মি নির্দিষ্ট অভিমুখে এসে আমাদের চোখে পড়ে, তাই প্রতিফলককে চকচকে দেখায়। | প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, সামান্য অংশ এসে চোখে পড়ে, সেই জন্য প্রতিফলক চকচক করে না। |
নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি গুচ্ছের মত হয়। যেমন সমান্তরাল রশ্মি গুলি নিয়মিত প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়। | বিক্ষিপ্ত প্রতিফলনে আপতিত এবং প্রতিফলিত রশ্মিগুলির মধ্যে কোন সাদৃশ্য থাকে না। যেমন সমানতরাল রশ্মিগুলি অমসৃণ তল থেকে প্রতিফলিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। |
আলোর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে
সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোন অমসৃণ তলে আপতিত হলে, ওই রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি প্রতিফলনের নিয়ম মেনে চললেও, অমসৃণ কাল থেকে প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছরূপে একটি নির্দিষ্ট দিকে না গিয়ে চারিদিকে বিক্ষিপ্ত হয়। এইরকম প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে।
আলোর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলককে দেখা যায় কিন্তু কোন প্রতিবিম্ব সৃষ্টি হয় না।
যেহেতু প্রতিফলক অমসৃণ তাই অমসৃণ তলের বিভিন্ন বিন্দুতে অভিলম্বগুলি বিভিন্ন দিকে হয়। তাই প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। জন্য বস্তুটিকে যে কোন দিক থেকে দেখলে বস্তুটি সমান উজ্জ্বল দেখায়। সাদা কাগজ, কাঠ, দেওয়াল, সিনেমার পর্দা, বইয়ের পাতা প্রভৃতি বস্তু থেকে আলোর প্রতিফলন ঘটে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
নিয়মিত প্রতিফলন কাকে বলে
সমান্তরাল রশ্মি গুচ্ছ যখন কোন মসৃণ সমতলে আপতিত হয়, তখন প্রতিফলিত আলোকরশ্মি গুলো পরস্পর সমান্তরাল রশ্মি হিসেবে একটি নির্দিষ্ট দিকে চলে যায়। এইরকম প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। নিয়মিত প্রতিফলনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। আয়নায় সূর্যের রশ্মি পড়ে যে প্রতিফলন হয় সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন।
নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের মত হয়। আয়না, স্থির জলের উপরিতল, মসৃণ ধাতবতল প্রভৃতি থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলনের অধিকাংশ আলো আমাদের চোখে এসে পড়ে বলে প্রতিফলন চকচকে দেখায়।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 2
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
Advertisement 5
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
- দর্শনের প্রধান কাজ আলোচনা কর, দর্শনের প্রধান কাজগুলোর বর্ণনা কর
- সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয় করেন কে?,সমাজবিজ্ঞানী গিডিংস সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে কী বলেন?
Advertisement 5
Advertisement
Advertisement 2
Advertisement 3