নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?,নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের ৪টি উপায় লিখ, নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর

নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?,নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের ৪টি উপায় লিখ, নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর

নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?
উত্তর : নারীর ক্ষমতায়ন হলো বস্তুগত, মানবিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণের ক্ষমতা।

নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের ৪টি উপায় লিখ ৷
উত্তর : পুরুষতন্ত্রের উচ্ছেদ, শিক্ষার প্রসার, ইতিবাচক সামাজিকীকরণ ও আইনের যথাযথ প্রয়োগ ।

নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর।
উত্তর : নারীর ক্ষমতায়নের দুটি কৌশল হলো- ১. অর্থনৈতিক ক্ষমতায়ন ও ২. নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ।

নারীর ক্ষমতায়নে কাজ করে এমন চারটি NGO- এর নাম লিখ।
উত্তর : ১. ব্র্যাক, ২. গ্রামীণ ব্যাংক, ৩. আশা ও ৪. প্রশিকা ।

নারী উন্নয়ন কি? অথবা, WID কি? অথবা, নারী উন্নয়ন বলতে কি বুঝ?
উত্তর : উন্নয়নের মূলধারার সাথে নারীকে সম্পৃক্ত করার নামই নারী উন্নয়ন ।

WID এর পূর্ণরূপ কি? অথবা, WID কি? (What is WID? )
উত্তর : WID-এর পূর্ণরূপ হলো- Women In Development.

WID নীতিমালার মূল বক্তব্য কি?, অথবা, WID তত্ত্বের মূলকথা কি ছিল?
উত্তর : WID নীতিমালার মূল বক্তব্য হলো নারীকে উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে নারীকে নিজস্ব ভূমিকা পালনের সুযোগ প্রদান করা।

নারী উন্নয়নের দুটি পত্রের নাম লিখ।

উত্তর : নারী উন্নয়নের দুটি পত্রের নাম হলো- (i) WID ও (ii) WAD.

WAD এর পূর্ণরূপ কি?
উত্তর : WAD-এর পূর্ণরূপ হলো- Women and Development.

WAD নীতিমালার মূলকথা কি?
উত্তর : WAD নীতিমালার মূলকথা হলো নারীকে অর্থনৈতিক ক্ষেত্রে কেন বঞ্চিত করে রাখা হয় তার কারণ খুঁজে বের করা ।

নারী উন্নয়নের কৌশল ও নীতিমালাসমূহ কী কী?
উত্তর : ‘উন্নয়ন নারী’, ‘নারী ও উন্নয়ন’ এবং ‘জেন্ডার ও উন্নয়ন’।

আরো ও সাজেশন:-

‘উন্নয়নে নারী’ ধারণা উদ্ভব হয় কবে?
উত্তর : ‘বিংশ শতাব্দীর ৬০-এর শেষ ও ৭০-এর দশকের প্রারম্ভে ।

‘উন্নয়নে নারী’ নীতিমালার উদ্ভাবক কারা?
উত্তর : জাতিসংঘ নারী বিষয়ক কমিশন এবং মার্কিন উদারনৈতিক নারীবাদীগণ ।

‘নারী ও উন্নয়ন’ নীতিমালা মূলত কোন তত্ত্বের ভিত্তি?
উত্তর : নির্ভরশীলতা তত্ত্বের (Dependency Theory) ।

প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৯৭৫ সালে ৷

প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়? ৯৯%
উত্তর : মেক্সিকোতে (১৯৭৫)।

ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯৩৫ সালে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

‘নারী ও উন্নয়ন’ নীতিমালার উদ্ভব হয় কখন?
উত্তর : বিংশ শতাব্দীর ৭০-এর দশকে।

আদর্শ নারী কে?
উত্তর : যে নারী পারিবারিক সমাজব্যবস্থায় প্রচলিত মূল্যবোধ আইন অনুযায়ী পরিচালিত হয় সেই আদর্শ নারী ।

Leave a Comment