নমুনা ঋণ পত্র তৈরি করবে

Advertisement

ব্যাংকের সুবিধা বঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলোর (এসএমই) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ২০০১ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেড নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে। ব্র্যাক ব্যাংক তাঁর মূল সংগঠন, পৃথিবীর সর্ব বৃহৎ বেসরকারী উন্নয়নমূলক সংস্থা, ব্র্যাক – থেকে অনুপ্রেরণা লাভ করে, আনুষ্ঠানিক ব্যাংকিংয়ের আওতায় তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের জন্যে ক্ষুদ্র ঋণ সেবা প্রচলন করে। বিশ্বব্যাংক গ্রুপের আইএফসি এবং নেদারল্যান্ডস ভিত্তিক এফএমও ব্র্যাক ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্প অর্থায়নের প্রধান অংশীদার।

ব্র্যাক ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে গ্লোবাল ব্যাংকিং অ্যালায়েন্স ফর ব্যাংকিং ভ্যালু (জিএবিভি) এর একমাত্র সক্রিয় সদস্য, যা টেকসই এবং দায়বদ্ধ ব্যাংকিং অনুশীলনের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সঠিক পরিচালন প্রক্রিয়া, অনুবর্তিতা, নীতিশাস্ত্র, স্বচ্ছতা এবং জবাবদিহিতা হচ্ছে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং মডেলের মূল ভিত্তিসমূহ। আজ প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ১ বিলিয়ন ডলারের বাজার মূলধন অতিক্রম করেছে। ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং মডেল সুদৃঢ়ভাবে জনগোষ্ঠী-পৃথিবী-মুনাফা (People-Planet-Profit) – এই তিনটি দৃঢ় স্তম্ভের উপর নির্মিত। আমাদের ব্যবসায়িক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য, একটি উচ্চাকাঙ্ক্ষা যা আমাদের জাতীয় অগ্রাধিকারের সাথে একত্রিত।

ব্র্যাক ব্যাংকের অনন্য এসএমই ব্যাংকিং পরিষেবাদি ও পণ্যগুলি ঐতিহ্যগত বাণিজ্যিক ব্যাংকিং সিস্টেম -এর সুবিধা বঞ্চিত কুটির, ক্ষুদ্র ও মধ্যম শিল্প উদ্যোগগুলোর অর্থায়নের সুযোগ করে দেয়। আমাদের গ্রামীণ অন্তর্ভুক্তি ৭৫ শতাংশ যা সর্বোচ্চ এবং গ্রামাঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়িক অর্থায়নে নিয়োজিত রয়েছে। ব্র্যাক ব্যাংক জামানত বিহীন ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের সর্ব বৃহৎ অর্থায়নকারী ব্যাংক, যা দেশের ৫০ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করে। এসএমই ফাইন্যান্সিং সম্পর্কিত প্রভাব পরিমাপক গবেষণা প্রকাশ করেছে যে ব্র্যাক ব্যাংক ক্ষুদ্র ব্যবসায়ে অর্থায়নের মাধ্যমে ১৫ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি করেছে এবং ঋণগ্রহীতাদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ব্যাংকটি সারা দেশে ৬৫০,০০০ এরও বেশি এসএমই উদ্যোক্তাদের ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন বরাদ্দ করেছে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসাবে উত্তীর্ণ হওয়াতে ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেবা – তারা, নারীদের মূলধারার অর্থনৈতিক ব্যবস্থায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিমধ্যেই তাঁরা সেবা গ্রহণকারী ২৯০০ নারী ক্ষুদ্র ও মাঝারী শিল্প (এসএমই) ব্যবসায়িক গ্রাহক এবং ২০০,০০০ এরও বেশি আমানতকারী গ্রাহক রয়েছে।

ব্র্যাক ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, বিকাশ লিমিটেড দেশের প্রতিটি গ্রামে তার সেবা পৌঁছে দিয়েছে যার সাহায্যে অর্থ স্থানান্তর, লেনদেনমূলক এবং ক্ষুদ্র-সঞ্চয় সেবা সমূহ ৩ কোটি মানুষকে আর্থিক সেবা গ্রহণ করে থাকে। মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে, আমাদের বিনিয়োগ প্রস্তাবনা সমূহ সম্প্রদায়ের পরিবেশের পাশাপাশি পার্শ্ববর্তী জনকল্যাণে আমাদের উপস্থিতির প্রভাবসমূহ বিবেচনা করে নির্ধারিত হয়। ফলস্বরূপ, আমরা বিভিন্ন বিস্তৃতির মাধ্যমে লিঙ্গ সমতা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, পরিবেশ বান্ধব বিনিয়োগ / পরিষেবা এবং নারীর ক্ষমতায়ন সুদৃঢ়ভাবে সমর্থন করি। এই মূল্যবোধ সমূহ আমাদের ব্যবসা পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা কেবলমাত্র দীর্ঘ মেয়াদী উন্নয়ন নিশ্চিত করা ছাড়াও আমরা সেইসব ব্যবসায়িক কার্যক্রম অর্থায়নকে নিরুৎসাহিত করে থাকি যা সমগ্রভাবে পরিবেশ ও সমাজের জন্য বড় হুমকির সৃষ্টি করে।

Advertisement 2

এ কারণে জাহাজ নির্মাণ, তামাক এবং পরিবেশগতভাবে ক্ষতিকর ব্যবসা যেমন ট্যানারি ও ইট উৎপাদন খাতের মতো শিল্পগুলোর জন্য আমাদের কোন উৎসাহ নেই।

H.S.C

Advertisement 5

Advertisement

Advertisement 2

Advertisement 3

Leave a Comment