নব লোকপ্রশাসন কাকে বলে, নব্য লোকপ্রশাসন কী?, নব লোকপ্রশাসনের কী কী বৈশিষ্ট্য রয়েছে? সংক্ষেপে লেখ।, নব্য লোকপ্রশাসনের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

প্রশ্ন সমাধান: নব লোকপ্রশাসন কাকে বলে, নব্য লোকপ্রশাসন কী?, নব লোকপ্রশাসনের কী কী বৈশিষ্ট্য রয়েছে? সংক্ষেপে লেখ।, নব্য লোকপ্রশাসনের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

বিংশ শতাব্দীর শেষের দিকে লোকপ্রশাসনের শৃঙ্খলা ও পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনে নব লোকপ্রশাসন (New Public Administration)  আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। 

এটি এমন এক ধরনের সন্ত্রাসবাদী এবং বিরোধী শাসনতান্ত্রিক প্রতিক্রিয়া যা প্রথাগত লোকপ্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয় ।

নব লোকপ্রশাসন : নতুন লোকপ্রশাসন ধারণাটি সর্বপ্রথম ডুয়েট ওয়াল্ডো কর্তৃক ব্যবহৃত হয়। ১৯৬৮ সালে নিউইয়র্কের সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ের সিনোব্রুক সম্মেলনে প্রথম এ বিষয়টি উত্থাপিত হয়। 

এ সম্মেলনটি জনপ্রশাসন ও ব্যবস্থাপনার শীর্ষ পণ্ডিতদের একত্রিত করে যারা এর পরিধি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। তারা এমন একটি উত্তর আমলাতান্ত্রিক সমাজের কথা বলেন যেখানে প্রশাসক হবেন উদ্দেশ্যমুখী (Proactive) এবং এজন্য সংগঠনকে পুনর্গঠন করতে হবে। 

তাত্ত্বিকগণ নব লোকপ্রশাসনকে বিভিন্ন ধাঁচে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। প্রফেসর রমেশ কে অরোরা তাদের মধ্যে অন্যতম যিনি নব লোকপ্রশাসন সম্পর্কে যুক্তিযুক্ত মতামত তুলে ধরেছেন। 

তার মতে, “তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে লোকপ্রশাসন অভ্যাস নিয়ে এবং প্রেষণার দিক দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। 

সামাজিক পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবিলা এবং পরিবর্তন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লোকপ্রশাসন ব্যবস্থার ভূমিকা এবং দক্ষতার ওপর এ নব লোকপ্রশাসন গুরুত্বারোপ করে।” 

এ নতুন প্রশাসন ধারণার ফলে আশা করা হয় যে, প্রশাসকরা সৃষ্টিশীল কৌশল উদ্ভাবন করবেন এবং বৈপ্লবিক লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করবেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নব লোকপ্রশাসন আন্দোলন প্রশাসনের বিষয়বস্তু ও কার্যাবলি নির্ধারণে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। 

তবে এই নতুন লোকপ্রশাসন তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পুরোপুরি সফল না হলেও এর প্রয়োজনীয়তা কোনো দিক থেকে কম নয়; বরং এটি সময়ের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন ছিল।


আরো ও সাজেশন:-

আদিম রাষ্ট্র বা সরকার ব্যবস্থা যেভাবে পরিবর্তিত হচ্ছে ঠিক সেভাবেই সরকারের প্রশাসন ব্যবস্থাও পরিবর্তিত হচ্ছে। 

যুগের সাথে তাল মেলাতে গিয়ে লোকপ্রশাসন ব্যবস্থাকে নতুন করে  ঢেলে সাজানোর জন্য নব লোকপ্রশাসনের আবির্ভাব হয়েছে। সরকারের ভূমিকা, নাগরিক সেবা প্রভৃতি বিষয় নিয়ে নব লোকপ্রশাসনের যাত্রা শুরু হয়েছে ৷

নতুন লোকপ্রশাসনের বৈশিষ্ট্য : নতুন লোকপ্রশাসনের বৈশিষ্ট্য নির্ধারণে তাত্ত্বিকদের মধ্যে মতভেদ দেখা যায়। এ প্রসঙ্গে জর্জ ফ্রেডরিকসন (George Fredericson) কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন । যেমন—

১. পরিবর্তন ও প্রতিক্রিয়াশীলতা : বর্তমান বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রভৃতি পরিবেশের সব জায়গায় পরিবর্তন সাধিত হচ্ছে। এ পরিবেশের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তনের জন্য প্রশাসন ব্যবস্থারও কিছুটা পরিবর্তন প্রয়োজন

২. যৌক্তিকতা : নতুন প্রশাসন ব্যবস্থা শুধু সরকারের নীতির দিক হতে নয়; বরং নাগরিকদের দৃষ্টিকোণ থেকে প্রশাসকদের কর্মকাণ্ডের কার্যকারিতা যাচাই করার আহ্বান জানায় ।

৩. কাঠামোগত পরিবর্তন : নতুন লোকপ্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো কাঠামোগত পরিবর্তন । এটি নাগরিকদের মধ্যে আন্তঃসম্পর্ককে সহজতর করার জন্য ছোট ছোট প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা বলে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪. প্রাসঙ্গিকতা : নব লোকপ্রশাসনের সমর্থকগণ লোকপ্রশাসনের বিষয়াবলি এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা আবশ্যক মনে করেন । তাই নব লোকপ্রশাসনের প্রাসঙ্গিকতা রয়েছে।

৫. পূর্ণাঙ্গতা : নতুন লোকপ্রশাসন মতবাদ অনুযায়ী মানুষের নৈতিক দিক হতে পূর্ণতা অর্জনের যথেষ্ট সম্ভাবনা আছে। 

৬. বহুমুখী শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ : লোকপ্রশাসন কেবল একক চিন্তাধারার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না; বরং বহুমুখী জ্ঞানের চিন্তাধারার এক মেলবন্ধন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নতুন লোকপ্রশাসনের নানাবিধ বৈশিষ্ট্য বিদ্যমান। যুগের চাহিদা মিটাতে লোকপ্রশাসনে এক নতুন আন্দোলন নব লোকপ্রশাসনের আবির্ভাব হয়েছে যা প্রশাসনের আমূল পরিবর্তন করবে। 

বস্তুত, নতুন লোকপ্রশাসনে সামাজিক ন্যায়বিচার এবং সেবা গ্রহীতা কেন্দ্রিক প্রশাসনের ওপর অধিক গুরুত্বারোপ তৃতীয় বিশ্বের দেশগুলোতে লোক প্রশাসনের তত্ত্ব ও ব্যবহারিক ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক তাতে কোনো সন্দেহ নেই ।

আর্টিকেলের শেষকথাঃ নতুন লোক প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment