প্রশ্ন সমাধান: নন ক্যাডার ও ক্যাডার পার্থক্য, নন ক্যাডার vs ক্যাডার পার্থক্য, নন ক্যাডার ও ক্যাডার তুলনামূলক আলোচনা, ক্যাডার ও নন ক্যাডার মধ্যে পার্থক্য, নন ক্যাডার ও ক্যাডার কাকে বলে,তুলনা নন ক্যাডার: নন ক্যাডার ও ক্যাডার আলোচনা
ক্যাডার
যে সকল পদের নিয়মিত প্রমোশন রয়েছে এবং ভালো একটা ক্যরিয়ার সম্ভাবনা রয়েছে, সে গুলো ক্যাডার পদ। ক্যাডার কর্মকর্তা ১ম শ্রেণীর হয়ে থাকেন। ২৮ ধরণের ১ম শ্রণীর কর্মকর্তা ক্যাডার সার্ভিসভুক্ত হয়ে থাকেন। আবার বিসিএস পরিক্ষায় যারা প্রিলি,রিটে, ভাইভা পাশ করে যারা মেধাতালিকায় প্রথমদিকে থেকে চাকরি(ক্যাডার পদায়ন) পায় তারাই ক্যাডার।
ননক্যাডার
গেজেটেড কর্মকর্তা ক্যাডার বা ননক্যাডার দুই ধরণের হয়ে থাকে।ক্যাডার কর্মকর্তা ১ম শ্রেণীর হয়ে থাকেন। ২৮ ধরণের ১ম শ্রণীর কর্মকর্তা ক্যাডার সার্ভিসভুক্ত হয়ে থাকেন। বাকি সকল ধরণের কর্মকর্তা ননক্যাডার। ননক্যাডার ১ম ও ২য় শ্রেণীর হয়ে থাকে। ননক্যাডার ১ম শ্রণীদের সাথে ক্যাডারদের কোন পার্থক্য নেই। বেতন কাঠামো থেকে শুরু করে সকল মর্যাদাই সমান।অথাৎ আর যে গুলো ব্লক পোস্ট, নিয়মিত প্রমোশনের ব্যাবস্থা নাই সেগুলো ননক্যাডার পদ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক্যাডার এবং ননক্যাডারের মধ্যে পার্থক্যঃ
১। ক্যাডার হলে সরাসরি ও নিশ্চিত নিয়োগ হয়ে থাকে। পক্ষান্তরে নন-ক্যাডার হলে সরাসরি নিয়োগ তো হয়-ই না (পিএসসি বিভিন্ন চাকরির জন্য সুপারিশ করবে) এমনকি চাকরি না হওয়ারও অনেক ইতিহাস আছে ।
২। প্রায় সব ক্যাডার প্রমোশন পেয়ে গ্রেড -৩ পর্যন্ত যেতে পারেন। অন্যদিকে নন-ক্যাডার এর উপরের পোষ্ট ব্লক পোষ্ট ।
৩। বিসিএস ক্যাডার এর সবগুলো চাকরি প্রথম শ্রেনির। অন্যদিকে নন-ক্যাডার সব প্রথম শ্রেণির চাকরি নয় ।
৪। ক্যাডার ভুক্তরা প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পদে যেতে পারেন। অন্যদিতে নন-ক্যাডারগণ নীতিনির্ধারক পদে যেতে পারেন না ।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা দাতার প্রত্যক্ষ ইজারার অর্থায়ন পদ্ধতি ধারণা সহ আলোচনা কর
- ইজারা ও মালিকানা পার্থক্য । ইজারা vs মালিকানা পার্থক্য
- ইজারা অর্থসংস্থানের সুবিধা ও অসুবিধা সমূহ লিখ, ইজারা অর্থসংস্থানের সুবিধা ও অসুবিধা গুলো বিস্তারিত আলোচনা কর
- ইজারা অর্থসংস্থানের আর্থিক প্রভাব সমূহ আলোচনা কর
- অপারেশন চুক্তি কি ও ব্ল্যাক সোলস মডেল ব্যাখ্যা কর
- ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝ উদাহরণসহ বিস্তারিত আলোচনা কর