নগর অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন

অনার্স ৩য় বর্ষের নগর অর্থনীতি সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
নগর অর্থনীতি (Urban Economics) সুপার সাজেশন
Department of : Economics & Other Department
Subject Code: 232213
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

নগর অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের নগর অর্থনীতি, অনার্স ৩য় বর্ষের নগর অর্থনীতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন নগর অর্থনীতি সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

নগর অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

১. শিল্পের পুঞ্জিভবন বলতে কী বুঝ?
উত্তর : শিল্প স্থাপনের সহায়ক নিয়ামক পরিবহণ ও শ্রমিক থাকলে সেখানে শিল্পের প্রসার ঘটে এবং কিছুদিনের মধ্যে সেখানে অনেক কারখানা স্থাপিত হয়। একেই শিল্পের পুঞ্জিভবন বলে।

২. কেন্দ্রীয় স্থান তত্ত্বটি কী?
উত্তর : পল্লী, গ্রাম, শহর, নগর, মহানগর প্রভৃতি ছোট বড় বসতির পাশাপাশি অবস্থান, বিভিন্ন বসতির আকর্ষণ শক্তির প্রতিযোগীতামূলক ক্রমবিকাশের ফলে কেন্দ্রীয় স্থান গড়ে উঠাকেই কেন্দ্রীয় স্থান তত্ত্ব বলা হয়।

৩. উপশহর কী?
উত্তর : মেট্রোপলিটন নগরের অভ্যন্তরে তার কেন্দ্রীয় নগরের প্রভাবমুক্ত ১০ হাজার থেকে ১ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত ছোট শহরকে উপশহর বলে।

৪. কোনো ফার্মের বাজার এলাকা কী?
উত্তর : কোনো ফার্মকে কেন্দ্র করে যখন বাজার এলাকা গড়ে ওঠে তাই ফার্মের বাজার এলাকা।

৫. কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা হলেন খ্রিস্টলার।

৬. বাজার শক্তি বলতে কী বুঝ?
উত্তর : যে সকল বিষয়গুলো নগর উন্নয়ন ও সকল কাজে ভারসাম্য আনয়নে কাজ করে তাদেরকে বাজার শক্তি বলে।

৭. নগর পিণ্ড কী?
উত্তর : মূল নগরের সাথে নগরের বলয়ের বসতির সমন্বয়ে সীমানাবিহীন নগর গড়ে উঠলে তাকে নগর পিণ্ড বা পিণ্ডিভবন অর্থনীতি বলে।

৮. নগর বিক্ষেপণ কী?
উত্তর : নগর বিক্ষেপণ হলো অপরিকল্পিত ও বিক্ষিপ্ত সম্প্রসারণ প্রক্রিয়া।

৯. খুচরা গুচ্ছবদ্ধকরণ কী?
উত্তর : ক্রেতা কম সময়ে এবং কম ব্যয়ে খুচরা পণ্য এককভাবে ক্রয় করতে পারে। অসংখ্য পণ্য একত্রে ক্রয় করার এমন ব্যবস্থাকে খুচরা গুচ্ছবদ্ধকরণ বলা হয়।

১০. উপ নগরায়ণ কী?
উত্তর : সাধারণত শহর/ নগরগুলোর সমন্বিত পরিবৃদ্ধিকে উপ নগরায়ণ বলে।

১১. নগর শ্রমিকের যোগানের উৎস লেখ?
উত্তর : নগর শ্রমিকের যোগানের বড় অংশ আসে গ্রামীণ এলাকা থেকে। ফলে নগর শ্রমিকের যোগানের উৎস পল্লী গ্রাম।

১২. নগর প্রভাব বলয় কী?
উত্তর : নগরের প্রভাব বলয় বলতে আমরা বুঝি একটা দ্বিমাত্রিক উপাদান। এর কোন নির্দিষ্ট পরিসর নেই। কারণ নগরের বলয় প্রভাব কে বিভিন্নভাবে পরিমাপ করা যায়।

১৩. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর : অর্থনৈতিক শক্তিসমূহের পারস্পরিক প্রভাব দ্বারা মোট জাতীয় আয়-বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।

১৪. নগর শ্রমিকের অদক্ষতা কী?
উত্তর : নগরে যেসব শ্রমিক কাজ করে এদের বেশির ভাগ শ্রমিক অদক্ষ, মুক্ত হস্ত এবং প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই বা ন্যূনতম অক্ষর জ্ঞান আছে। আবার কাজের ক্ষেত্রে নৈপুণ্যতা নেই ফলে এদেরকে নগর শ্রমবাজারের অদক্ষতা বা নগর শ্রমিকের অদক্ষতা বলে।

১৫. নগর শ্রমিকের চাহিদার উৎসমূহ কী কী?
উত্তর : নগর শ্রমিকের চাহিদার উৎসগুলো হলো: i. অফিস আদালত ii. শিল্প প্রতিষ্ঠান iii. ব্যাংক iv. বিমা v. হাসপাতাল. vi. পুলিশ vii. সেনাবাহিনী।

১৬. একটি নগরে বিবেচ্য এলাকাগুলোর নাম লেখ।
উত্তর : একটি নগরে বিবেচ্য এলাকাগুলোর নাম হলো- 1. কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা, ii, আবাসিক এলাকা, 1. শিল্প শ্রমিক এলাকা, iv. ব্যবসা কেন্দ্র, v. পরিবহণ এলাকা, vi. জন উপযোগিতা, vii. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ভূমি ব্যবহার, viii. সড়ক ও রাজপথে ভূমি ব্যবহার, ix. শিল্পাঞ্চলের জন্য ভূমি ব্যবহার x নৌয়ান ও বিমান বন্দরের জন্য ভূমি ব্যবহার।

১৭. নগর সংরক্ষণ কী?
উত্তর : নগরের আবাসিক বাণিজ্যের বাহ্যিকতা দূরীকরণের পদক্ষেপগুলোর সমন্বিত রূপকে নগর সংরক্ষণ বলে।

১৮. প্রবৃদ্ধি উন্নয়নের কী?
উত্তর : প্রবৃদ্ধি উন্নয়নের একটি অংশ।

১৯. নগর শ্রমিক কাকে বলে?
উত্তর : নগর জনসংখ্যার যে অংশ সমগ্র নগর শ্রমের সাথে নিয়োজিত থাকে তাদেরকে নগর শ্রমিক বলে।

২০. নগর শ্রমবাজারের চাহিদা কী?
উত্তর : নগর শ্রমবাজারের চাহিদা বলতে বুঝায় নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মজুরিতে যেসব শ্রমিকের প্রয়োজন হয়।

২১. নিয়োগ গুণক কী?
উত্তর : নিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে নিয়োগ গুণক বলে।

২২. নগর অঞ্চল বিভাজন কী?
উত্তর : নগরকে বিভিন্ন অংশে ভাগ করার প্রক্রিয়াকে নগর অঞ্চল বিভাজন বলে।

২৩. নগর শ্রমবাজারের ভারসাম্য কী?
উত্তর : নগর শ্রমের মোট চাহিদা ও মোট যোগানের সমতা দ্বারা নগর শ্রমিকের সামগ্রিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

২৪. ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের তিনটি কারণ উল্লেখ কর।
উত্তর : ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের তিনটি কারণ হলো— ১. নগরের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উন্নয়ন, ২. নগরে ভবিষ্যতে কী পরিমাণ অবকাঠামোর কাজ হবে তার পরিমাণ, ৩. ভবিষ্যতে নাগরিকের সুবিধার কথা চিন্তা।

২৫. ভূমির খাজনা ধারণার প্রবর্তক কে?
উত্তর : ডেভিড রিকার্ডো, ১৮২১ সালে ভূমির খাজনা ধারণার প্রবর্তন করেন।

২৬. নগর ভূমি খাজনা কীভাবে নির্ধারিত হয়?
উত্তর : ভূমির উপযোগিতার উপর ভিত্তি করে নির্ধারিত হয় নগর ভূমি খাজনার পরিমাণ।

২৭. নগর ভূমি ব্যবহার কী?
উত্তর : নগর ভূমি ব্যবহার বলতে বুঝায় নগরের ভূমি থেকে বিভিন্নভাবে উপযোগ লাভ করাকে।

২৮. পল্লী অঞ্চলের দারিদ্র্যের হার কত?
উত্তর : পল্লী অঞ্চলের দারিদ্র্যের হার ২৬.৪%.

২৯. বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার কত?
উত্তর : বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার ২৪.৩%.

৩০. বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৭ম স্থান।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

নগর অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. নগর শ্রম বাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ক কী?
২. নগর শ্রম বাজারের অদক্ষতাসমূহ উল্লেখ কর।
৩. অর্থনৈতিক ভিত্তি তত্ত্বের সীমাবদ্ধতা লেখ।
৪. ভিত্তি তত্ত্বের সংজ্ঞা দাও।

৫. নগর শ্রমবাজার ধারণা বলতে কী বুঝ?
৬. স্থানীয়করণ অর্থনীতি কী?
৭. নগর একত্রীকরণ অর্থনীতি কাকে বলে?
৮. কেন শহর উন্নয়ন ঘটে?
৯. তুলনামূলক ব্যয় সুবিধা বলতে কী বুঝ?
১০. নগর অর্থনীতির সংজ্ঞা দাও।

১১. নগর এলাকার সংজ্ঞা এবং সংজ্ঞার মতভেদ উল্লেখ কর।
১২. প্রধান শহর ও মেট্রোপলিটন শহরের মধ্যে পার্থক্য লেখ।
১৩. নগরের বৈশিষ্ট্যসমূহ কী?
১৪. ম্যাকেঞ্জির নগর শ্রেণিবিভাগ আলোচনা কর।

১৫. বাজার শক্তি বলতে কী বুঝ?
১৬. প্রধান শহর কাকে বলে?
১৭. নগরায়ণ ও নগরীয়তা কী?
১৮. অফিস ফার্মের নিলাম খাজনার কার্যকারিতা উল্লেখ কর।
১৯. নগর ভূমি ব্যবহারের বৈচিত্র্য বলতে কী বুঝ?

২০. মনোসেন্ট্রিক সিটি বলতে কী বুঝ?
অথবা, মনোসেন্ট্রিক সিটি কী?

PDF Download নগর অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. নগর অর্থনীতির আওতা, পরিধি, বিষয়বস্তুসমূহ কী কী? আলোচনা কর।
২. নগর উন্নয়নে বাজার শক্তির ভূমিকা উল্লেখ কর।
৩. প্রধান শহর গড়ে ওঠার কারণগুলো আলোচনা কর।
৪. নগর অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৫. কীভাবে নগর উন্নয়ন হয়-আলোচনা কর।

৬. শহর উন্নয়নে ক. স্থানান্তরভিত্তিক ফার্ম: খ. বাজারভিত্তিক ফার্মের অবদান বিশ্লেষণ কর।
৭. কেন শহর টিকে থাকে? ব্যাখ্যা কর।
৮. স্থানীয় অর্থনীতি এবং নগরায়ণ অর্থনীতির ব্যবধান উল্লেখ কর। ।
৯. স্থানীয়করণজনিত ব্যয় সংক্ষেপের প্রভাবে কীভাবে নগর গড়ে ওঠে?
১০. কেন্দ্ৰীয় স্থান তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
১১. নগর বলতে কী বুঝায়?
১২. নগর উন্নয়নে উৎপাদন ক্ষেত্রে অভ্যন্তরীণ মাত্রাগত সুবিধার ভূমিকা আলোচনা কর।

১৩. নগর শ্রমিকের চাহিদা ও যোগানের উৎস আলোচনা কর।
১৪. নগর শ্রমিকের চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য অবস্থা নির্ণয় করে গুণক প্রক্রিয়ার সাহায্যে অর্থনৈতিক উন্নয়ন ব্যাখ্যা কর।
১৫. উপকরণ উৎপন্ন বিশ্লেষণের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী?
১৬. নগর উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে উপাদান-উৎপাদন বিশ্লেষণের গুরুত্ব আলোচনা কর।

১৭. সীমাবদ্ধতাসহ নগর প্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থনৈতিক ভিত্তি তত্ত্বটি আলোচনা কর।
১৮. উপাদান-উৎপন্ন মডেলের তাত্ত্বিক বিশ্লেষণ ব্যাখ্যা কর।
১৯. বিভিন্ন প্রকার জোনিং এর ব্যবহার আলোচনা কর।
২০. শ্রমের চাহিদা বৃদ্ধির মাধ্যমে কীভাবে নগরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক বিভাগ

  • প্রধান শহর কি
  • নগড়  অর্থনীতি কি
  • নগর কি
  • নগরপুর পুজ্ঞ কী 
  • কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে
  • বাজার শক্তি বলতে কি বুঝ
  • নগর শ্রম বাজারের চাহিদা কি
  •  কেন্দ্রীয়    স্থান তত্ত্বের প্রবক্তা কে
  • নগর পিন্ড কি
  • নগর বিক্ষেপণ কি
  • খুচরা গুচ্ছবদ্ধ করন কি
  • নগর শ্রমিকের অদক্ষতা কি
  • নগর শ্রমিকের চাহিদার উৎস সমূহ কি কি
  • নগর ভূমির খাজনা কি
  • নগর অর্থনীতিতে কেন্দ্রমুখী শক্তি কি
  • বিগ রেট বা নিলাম খাজনা কি
  • এককেন্দ্রিক নগর কি
  • নগরের অসম ভূমি মূল্য কি
  • গৃহ নির্মাণ ও অর্থনীতি কি
  • পার্কিং ট্যাক্স কি
  • নগর শ্রমবাজারের ও দক্ষতা বলতে কি বুঝায়
  • বাংলাদেশের  শহর এলাকায় দারিদ্র্যের হার কত
  • নগর দারিদ্র্য কি
  • VGD এর পূর্ণরূপ কি
  • অ প্রতিষ্ঠানিক শ্রমবাজার কি
2024 নগর অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

খ বিভাগ

  • ম্যাকেঞ্জির নগর শ্রেণীবিভাগ আলোচনা কর
  • বাজার শক্তি বলতে কি বুঝ
  • প্রধান শহর কাকে বলে
  • নগর শ্রমবাজার ধারণা বলতে কি বুঝ
  • কেন শহর উন্নয়ন ঘটে
  • নগরায়ন কিভাবে হয়
  • অর্থনৈতিক ভিত্তি তত্ত্বের সীমাবদ্ধতা লেখ
  • অর্থনৈতিক ভিত্তি তত্ত্বের সংজ্ঞা দাও
  • নগর ভূমি ব্যবহারের বৈচিত্র বলতে কী বুঝ 
  • ভূমি ব্যবহার সাধারণ ভারসাম্য বলতে কি বুঝ
  • বাংলাদেশের নগরায়নের বৈশিষ্ট্য কি কি
  • নগর ভূমি খাজনার বৈশিষ্ট্য সমূহ কি
  • নগর ভূমি ব্যবহারের নিয়ম সমূহ কি কি
  •  নগর গৃহায়নে চাহিদা ও যোগান বলতে কী বূঝায়
  • নগর আবাসিক এলাকার স্থান নির্ধারণ বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়
  • যাতায়াত খরচ এবং স্থানীয় উপকরণ খরচের মধ্যে ট্রেন্ড অফ বলতে কি বুঝ
  • পরিবহন ব্যবস্থার যানজটের ফলে সৃষ্ট সমস্যা সমূহ কি
  • নগর শ্রমিক চাহিদার উৎস সমূহ কি
  • অপ্রাতিষ্ঠানিক শ্রম বাজার কি
  • নগর দারিদ্র্য কি
  • বর্তমানে বিশ্ব দারিদ্র পরিস্থিতি বর্ণনা কর

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের নগর অর্থনীতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ নগর অর্থনীতি সাজেশন,

গ বিভাগ

  • নগর উন্নয়নে বাজার শক্তির ভূমিকা উল্লেখ কর
  • নগর অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর
  • শহর উৎপত্তির কারণ গুলি আলোচনা কর
  • কেন শহর টিকে থাকে ব্যাখ্যা কর
  • কেন্দ্রীয় স্থান তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা কর
  • উপকরণ বি উৎপন্ন বিশ্লেষণরের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি
  • সীমাবদ্ধতা সহনগর প্রভৃতির ক্ষেত্রে অর্থনৈতিক ভিত্তি তত্ত্বটি আলোচনা কর
  • জোনিং এর উদ্দেশ্য কি কি
  • নগর ভূমি ব্যবহারে আবাসিক এলাকার নির্ধারিত খাজনার কার্যাবলী ব্যাখ্যা কর
  • মনোসেন্ত্র্রিক সিটিতে ভূমি ব্যবহার আলোচনা কর
  • উৎপাদন ফার্মের নিলাম খাজনার কার্যকারিতা উল্লেখ কর
  • নগরায়নের জন্য পরিবেশ ব্যাখ্যা কর
  • বাংলাদেশের নগরায়নের অর্থনৈতিক উপাদানগুলো আলোচনা কর
  • বার্জেস এর এককেন্দ্রিক তত্ত্বটি ব্যাখ্যা কর।এ তত্ত্বের কি কি সমালোচনা রয়েছে 
  • কুমারঘাট এর সেক্টর বৃত্তকলা তত্ত্বটি ব্যাখ্যা কর
  • নগরের বস্তিবাসীর আবাসন সমস্যা নিরসনে করণীয় পদক্ষেপ সমূহ কি হতে পারে
  • নগদ ঘৃণায় চাহিদা ও যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে
  • নগর পরিবহন সমস্যা সমাধানের পদ্ধতি সমূহ আলোচনা কর
  • নগর পরিবহন ব্যবস্থায় যানজটের কারণ আলোচনা কর
  • নগর শ্রমবাজার অদক্ষতা দূরীকরণের উপায় আলোচনা কর
  • বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা কর
  • নগর দারিদ্র্যের বৈশিষ্ট্য উল্লেখ কর
  • বাংলাদেশের নগর দারিদ্র্যের প্রকৃতি ও মাত্রা বিশ্লেষণ কর

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের নগর অর্থনীতি স্পেশাল সাজেশন 2024,Honors Urban Economics Suggestion 2024

Leave a Comment