Advertisement
নগরসভা বা এক্লেসিয়া কী?, নগরসভা বা এক্লেসিয়া বলতে কী বুঝ?
উত্তরঃ ভূমিকা : প্রাচীন গ্রিসে নগরকে কেন্দ্র করেই রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল। প্রাচীন গ্রিসের রাজনৈতিক ঐতিহ্য যথাযথভাবে বুঝতে হলে সমকালীন সমাজব্যবস্থা ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে অভিহিত হওয়া প্রয়োজন ।
প্রাচীনকালে সমগ্র গ্রিস কতকগুলো ক্ষুদ্র নগররাষ্ট্রে বিভক্ত ছিল নগররাষ্ট্রের সমাজব্যবস্থায় নগরসভা বা এক্লেসিয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান। এথেন্সের নাগরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগরসভা বা এক্লেসিয়া অন্যতম একটি রাজনৈতিক প্রতিষ্ঠান ।
নগরসভা বা এক্লেসিয়া : প্রাচীন গ্রিক নগররাষ্ট্রসমূহের মধ্যে এথেন্স ছিল রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নগররাষ্ট্র আর এথেন্সের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে নগরসভা এক্লেসিয়া (Assembly Ecclesia) ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান।
এথেন্সে বসবাসরত পুরুষ নাগরিকদের নিয়ে নগরসভা গঠিত হতো। এটি ছিল এক প্রকারের শহরসভা যেখানে বিশ বছর বয়সের সকল পুরুষ নাগরিক অংশগ্রহণ করতে পারত। কোনো নারী এ সভার সদস্য হতে পারত না। সচরাচর এ সভায় উপস্থিতির সংখ্যা ছিল কয়েক হাজার এবং ছয় হাজার সদস্য নিয়ে কোরাম গঠিত হতো।
আইন প্রণয়নের ক্ষেত্রে নগরসভা বা এক্লেসিয়াই ছিল সর্বেসর্বা। এক্ষেত্রে আধুনিক আইনসভার কার্যকালের মেয়াদ ছিল কম এবং এতে পুনঃনির্বাচনের ব্যবস্থা ছিল। মাঝে মধ্যে এ নগরসভা নীতিনির্ধারণ ও নীতি কার্যকর করতে পারত। এ নগররাষ্ট্র হচ্ছে গ্রিক নগররাষ্ট্রের প্রত্যক্ষ গণতন্ত্র চর্চার উৎকৃষ্ট উদাহরণ। এর মাধ্যমে সবাই রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ পেত।
Advertisement 2
উপসংহার:
পরিশেষে বলা যায় যে, এথেন্সের গণতান্ত্রিক কাজকর্ম ও আলাপ–আলোচনার সুবিধার্থে সৃষ্টি হয়েছিল নগর সভা। এই সভা প্রাপ্তবয়স্ক সকল পুরুষ নাগরিকদের নিয়ে গঠিত হতো। যার মাধ্যমে নাগরিকরা যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। এটি ছিল এথেন্সের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা যা বর্তমান সময়ে পার্লামেন্টের সাথে তুলনা করা যায়।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।
Advertisement 5
Advertisement
আর্টিকেলের শেষ কথাঃ ৭১ এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পটভূমি বিশ্লেষণ কর
Advertisement 2
Advertisement 3