নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যসমূহ আলোচনা,নগদ প্রবাহ বিবরণীর প্রণয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা
নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যসমূহ: ব্যবসা প্রতিষ্ঠানের যে সব প্রধান কার্যাবলি হতে নগদ অর্থের আগমন ঘটে এবং যে সব কার্যাবলির জন্য নগদ অর্থের ব্যবহার হওয়ার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক নগদ উদ্বৃত্তের পরিবর্তন ঘটে সে সমস্ত কার্যাবলি সকলের চোখের সামনে তুলে ধরাই হল নগদ প্রবাহ বিবরণীর অন্যতম উদ্দেশ্য। নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো:
১. পরিচালন কার্যাবলি হতে কোন নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ প্রবাহের সৃষ্টি হয় তা নির্ধারণ করা এবং তা ব্যবসা প্রতিষ্ঠানের নীট মুনাফার সাথে সমন্বয় করা।
২. কারবার প্রতিষ্ঠানের খরচ ও দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করা এবং নগদ লভ্যাংশ পরিশোধ করার সামর্থ্য নির্ধারণ করা।
আরো ও সাজেশন:-
৩. নির্দিষ্ট সময়ে নতুন ও অতিরিক্ত সম্পত্তি, কলকব্জা ও যন্ত্রপাতি এবং অন্যান্য অচলতি সম্পত্তির জন্য যে অর্থ বিনিয়োগ করা হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা।
৪. কারবারের বর্তমান কার্যক্রম চালিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদি সম্পত্তিতে বিনিয়োগের জন্য কি ধরনের এবং কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করা।
৫. ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যতে নগদ অর্থ অর্জন করার সামর্থ্য আছে কিনা তা নির্ধারণ করা।
৬. হিসাব সালের প্রারম্ভিক এবং সমাপনী নগদ উদ্বৃত্তের মধ্যে পার্থক্য জেনে তাদের অবগত করা।
৭. নগদ প্রবাহ বিবরণীর সাহায্যে বিনিয়োজিত ও অর্থায়ন সংক্রান্ত লেনদেন বিশ্লেষণ এবং এর ফলে দীর্ঘমেয়াদি সম্পদের হ্রাস-বৃদ্ধি এবং ঋণ ও মালিকানা স্বত্ত্বের হ্রাস-বৃদ্ধির পরিমাণ নিরূপণ করা।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৮. কারবার প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে অর্থের প্রয়োজন হলে বাইরের উৎসের উপর নির্ভর করতে হবে কিনা তা নির্ধারণ করা।
৯. বিগত সালের নগদ প্রবাহের আলোকে আগামী বছরের জন্য নগদ বাজেট প্রণয়ন ও নগদ পরিকল্পনায় সাহায্য প্রদান। ১০. আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য হল একটি প্রতিষ্ঠানের নগদ এবং নগদ সমতুল্যে ঐতিহাসিক পরিবর্তন সম্পর্কে তথ্যের সঞ্চিতি।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কর্পোরে সিদ্ধান্ত সমূহ সংক্ষেপে বর্ণনা কর,কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলো সংক্ষেপে বর্ণনা কর
- মুনাফা সর্বোচ্চ করনের ক্ষেত্রে সীমাবদ্ধতা গুলো আলোচনা কর
- মুনাফা সর্বোচ্চ করেন কেন ফার্মের চূড়ান্ত লক্ষণ নয় ব্যাখ্যা কর
- তুলনামূলক আলোচনা:কোম্পানি সচিব ও একান্ত সচিব আলোচনা কোম্পানি সচিব
- কোম্পানি সচিবের নিয়োগের পদ্ধতি সমূহ আলোচনা কর
- সরকারের উত্তম বিধি পালনের বিষয়টা বর্ণনা করে