ধর্মসংস্কার আন্দোলন কি, ধর্মসংস্কার আন্দোলনের অগ্রদূত ছিলেন কে

ধর্মসংস্কার আন্দোলন কি, ধর্মসংস্কার আন্দোলনের অগ্রদূত ছিলেন কে

ধর্মসংস্কার আন্দোলন কি?
উত্তর : ষোলো শতকে পোপতন্ত্র ও গির্জার স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে মার্টিন লুথারের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা ইউরোপের ইতিহাসে ধর্মসংস্কার আন্দোলন নামে পরিচিত

ধর্মসংস্কার আন্দোলনের অগ্রদূত ছিলেন কে ?
উত্তর : ওয়াইক্লিফ।

ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে?
উত্তর : ওয়াইক্লিফকে ।

জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে ছিলেন?
উত্তর : মার্টিন লুথার

ইনডালজেন্স কি?
উত্তর : পাপমুক্তির ছাড়পত্র ।

আরো ও সাজেশন:-

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রটেস্টান্ট ধর্মমতের প্রবর্তক কে ছিলেন?
উত্তর : মার্টিন লুথার।

মার্টিন লুথার কে ছিলেন?
উত্তর : জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন।

মার্টিন লুথার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর : মার্টিন লুথার উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

সুইজারল্যান্ডের প্রটেস্ট্যান্ট ধর্মের প্রবর্তক কে?
উত্তর : জুইংলি ।

আগসবার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৫৫৫ সালে ।

কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্টান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয়? অথবা, কোন চুক্তি ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের ধর্মীয় সংঘাতের অবসান করেছিল?
উত্তর : আগসবার্গের সন্ধি দ্বারা ।

Leave a Comment