দুর্যোগ কি? ,দুর্যোগ বলতে কি বুঝ?, দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি?, আর্সেনিক কাকে বলে?,লবণাক্ততা ?

দুর্যোগ কি? ,দুর্যোগ বলতে কি বুঝ?, দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি?, আর্সেনিক কাকে বলে?,লবণাক্ততা ?

দুর্যোগ কি? ,দুর্যোগ বলতে কি বুঝ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশর এক বা একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোন পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি এবং অর্থনীতির দিক থেকে ব্যাপক প্রার্থীর সম্পত্তির ধ্বংস সাধন ঘটে তবে তাকে দুর্যোগ বলে ।

দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনা ৩ প্রকার। যথা- ১. দুর্যোগপূর্ব পর্যায়; ২. দুর্যোগকালীন পর্যায় ও ৩. দুৰ্যোগ পরবর্তীকালীন পর্যায়।

আর্সেনিক কাকে বলে?
উত্তর : আর্সেনিক স্বাদ গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ। যার রাসায়নিক সংকেত AS, কঠিন, তরল এবং বায়ূবীয় অবস্থায় প্রকৃতিতে আর্সেনিক পাওয়া যায়

লবণাক্ততা ?
উত্তর : কোন স্থানে মাটি ও পানিতে আনুপাতিক হারে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে লবণাক্ততা বলে ।

কবে বিশ্ব পানি দিবস পালিত হয়?
উত্তর : প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয় ।

‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
উত্তর : সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত ।

পানি দূষণ বলতে কি বুঝ?
উত্তর : জীবের উপর মন্দ প্রভাব সৃষ্টিকারী পানির যে কোন ভৌত বা রাসায়নিক পরিবর্তনকে পানি দূষণ বলে ।

আরো ও সাজেশন:-

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বায়ু দূষণ কী? অথবা, বায়ু দূষণের সংজ্ঞা দাও
উত্তর : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বায়ূমন্ডলে কোনো পদার্থ যখন এমন মাত্রায় অবস্থান করে যা মানুষ ও তার পরিবেশের জন্য ক্ষতিকর তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলে ।

সবুজ কর কী?
উত্তর : গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে ।

গ্রিন হাউস প্রতিক্রিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : সুইডিস রসায়নবিদ সুভান্তে আরহেনিয়াস ১৮৯৬ সালে প্রথম গ্রিন হাউস প্রতিক্রিয়া শব্দটি ব্যবহার করেন।

নিবনায়ন কি?
উত্তর : কৃত্রিম বা প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ বা যেকোনো কারণে কোন বনভূমির বৃক্ষরাজি ধ্বংস হয়ে বৃক্ষহীন অঞ্চলে পরিণত হওয়া বা বৃক্ষরাজি হ্রাস পাওয়াকে নির্বনায়ন বলে ।

বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখ । অথবা, দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখ?
উত্তর : দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলো CO2 এবং CFC.

CFC গ্যাসের দুটি উৎসের নাম লিখ ।
উত্তর : CFC গ্যাসের দুটি উৎসের নাম হলো ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, অ্যারোসল, ফোম ও প্লাস্টিক কারখানা প্রভৃতি ।

পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদনের জন্য দায়ী?
উত্তর : যুক্তরাষ্ট্র বা USA

ওজন স্তর কী?
উত্তর : ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে ।

Leave a Comment