দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year philosophy 6th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন 2022 PDF Download

বিষয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

AVvXsEh4EUDflFwEnR2v3lnJ4KxRDZyehwMwsn Icawkx1h1DH3XA0x QHeh2f8uLNqXaLmX6 nsJpXuvAe n4NSbNpoZKs5sjF tFCm8RgcG84P76vv EgSGRVS9IuBFJ9TM4r8BZcrs DmM14hUGtrj5DSqaMYFO6wL72B5TafNU q3B34E3BN 1ECIFn
AVvXsEgCPTUvtEmKR5sotq zVkx0dl75aInF0iV8G9XWWvRaumjBkV03Vb44HQZVCOkkMFV4j9hk0FYyZI0NJNjBGTuUwqVqiJl

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

#বিষয়ঃ_দর্শন_ষষ্ঠ_পত্র

১। যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার জনক কে?

উঃ যুক্তিবিদ্যার জনক গ্রীক দার্শনিক এরিস্টটল।

২। একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে?

উঃ দুইটি। যথা : অবরোহ ও আরোহ যুক্তি।

৩। সত্যতা ও বৈধতা কি? সত্যতা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য?

উঃ বচনের ক্ষেত্রে।

৪। ভাষা কাকে বলে? ভাষা কত প্রকার ও কি কি?

উঃ ভাষা দুই প্রকার। যথা : প্রাকৃতিক ও কৃত্রিম ভাষা।

৫। ভাষার তিনটি মৌলিক কাজ কি?

উঃ তিনটি কাজ হলো : ১. ভাব পরিবাহী ক্ষমতা, ২. প্রকাশনী ক্ষমতা, ৩. নির্দেশনী ক্ষমতা।

৬। “আলো হলো অন্ধকারের বিপরীত ” কপির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা?

উঃ চক্রক সংজ্ঞা।

৭। “Fallacy” শব্দের বাংলা অর্থ কি?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উঃ অনুপপত্তি সমূহ।

৮। যৌক্তিক সংজ্ঞা কি?

উঃ কোন পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি ই যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা নামে পরিচিত।

৯। বচন কাকে বলে? বচনের কয়টি অংশ থাকে এবং কি কি?

উঃ তিনটি অংশ। যথা : উদ্দেশ্য, বিধেয় ও সংযোজন।

১০। অস্তিত্বসূচক বচন কি কি?

উঃ অস্তিত্বসূচক বচন হলো : A, E, I, O বচন।

১১। পদের ব্যাপ্যতা কাকে বলে?

উঃ কোন পদ যখন তার সামগ্রিক ব্যক্তির্থকে গ্রহণ করে কোন বচনের ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপতা বলে।

১২। একটি নিরপেক্ষ সহানুমানের কয়টি পদ থাকে?

উঃ সহানুমানের তিনটি পদ হলো : প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ।

১৩। ভেনচিত্র কি? মধ্যপদ কি?

উঃ ভেনচিত্র : ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিদ জন ভেন প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচন কে সুস্পষ্ট করতে দিয়ে যে চিত্রের উপস্থাপন করেন তাই ভেনচিত্র নামে পরিচিত।

মধ্যপদ : বহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্য উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্তে অনুপস্থিত থাকে তাকে মধ্যপদ বা হেতুপদ বলে।

১৪। জে.এস মিলের মতে পরীক্ষণমূলক পদ্ধতিগুলি কি কি?

উঃ অন্বয়ী, ব্যতিরেকী, যৌথ ও ব্যতিরেকী ইত্যাদি পদ্ধতি।

১৫। আরোহের আকারগত ভিত্তিগুলি কি কি?

উঃ দুই প্রকার। যথাঃ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকর নিয়ম।

১৬। Copi – এর অ – আকারগত অনুপপত্তি কয় প্রকার?

উঃ দুই প্রকার।

১৭। অস্তিত্বসূচক বচন কি কি?

উঃ I ও O।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৮। “Introduction to Logic” গ্রন্থের লেখক কে?

উঃ আরভিং এম কপি।

১৯। সংজ্ঞা দানের কৌশল কত প্রকার?

উঃ ব্যক্ত্যর্থ ভিত্তিক ও জ্ঞাত্যর্থ ভিত্তিক সংজ্ঞা।

২০। ব্যতিরেকী পদ্ধতি মূলক কী ধরনের পদ্ধতি?

উঃ ব্যতিরেকী পদ্ধতি মূলক একটি পরীক্ষণ পদ্ধতি।

২১। আরোহের কূটাভাস কি?

উঃ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে মিলের পরস্পর বিরোধী বক্তব্য কে আরোহের কূটাভাস বলে।

২২। নিরপেক্ষ বচন কি?

উঃ উদ্দেশ্য পদ সম্বন্ধ শর্ত নিরপেক্ষভাবে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেই বচনকে নিরপেক্ষ বচন বলে।

২৩। ভাষার নির্দেশনা মূলক কাজ কি?

উঃ আদেশ ও অনুরোধের মাধ্যমে যে কাজ পালিত হয় তাই ভাষার নির্দেশনামূলক কাজ।

২৪। অভ্রান্ত বা বিশুদ্ধ যুক্তি কাকে বলে?

উঃ যে যুক্তির আশ্রয় বাক্যে ও সিদ্ধান্ত সত্য তাকে অভ্রান্ত বা বিশুদ্ধ যুক্তি বলে।

২৫। কোন ধরনের বাক্যকে বচন বলা যায়?

উঃ ঘোষণামূলক বা বিবৃতিমূলক বাক্যে বলা হয়।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কর। ১০০%

২। মূতি ও সংস্থাপনের মধ্যে সম্পর্ক কি? ১০০%

৩। বৈধ ও অবৈধ যুক্তি কি? এদের পার্থক্য কর। ১০০%

৪। ভাষা কি? ভাষার বিভিন্ন ব্যবহার আলোচনা কর। ১০০%

৫। যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%

৬। কাকতালীয় অনুপপত্তি কি? ব্যাখ্যা কর। ১০০%

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭। পদের ব্যাপ্যতা কি? এর নিয়মগুলি লিখ। ১০০%

৮। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণিবিভাগ দেখাও। ১০০%

৯। “যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই” ব্যাখ্যা কর। ১০০%

১০। সত্যতা ও বৈধতা কি? এদের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

অথবা, সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক লিখ।

১১। প্রকৃত আরোহ কি? আরোহের কূটাভাস ব্যাখ্যা কর। ৯৯%

১২। ঐক্য কি? প্রকৃতির ঐক্য ব্যাখ্যা কর। ৯৯%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। নিরপেক্ষ বচন কি? কপি অনুসরণে আদর্শিক আকারের চারটি নিরপেক্ষ বচন (A,E,I,O) আলোচনা কর। ১০০%

২। আরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর। আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য কর। ১০০%

৩। পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা কর। কপি কিভাবে এ পদ্ধতি সমালোচনা করেন? ১০০%

৪। আই. এম কপির মতানুসারে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। যুক্তির আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%

৫। অনুপপত্তি কী? উদারহরণসহ দ্ব্যর্থকতার অনুপপত্তির বিভিন্ন রূপ আলোচনা কর। ১০০%

৬। ভাষা কি? ভাষার প্রকৃতি ব্যাখ্যা কর। ভাষার আবেগময় শব্দের ভূমিকা কি? ১০০%

৭। সহানুমান কাকে বলে? সহানুমানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৮।”সংজ্ঞা কী? কপি অনুসারে পাঁচ প্রকার সংজ্ঞা আলোচনা কর। ১০০%

অথবা, সংজ্ঞা কাকে বলে? সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

৯। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ কি? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%

১০। বহুকারণবাদ কি? ব্যাখ্যা কর। বহুকারণবাদ কি গ্রহণযোগ্য মতবাদ? আলোচনা কর। ৯৯%

১১। কপির মতানুসারে সাধারণ যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা কর। কপ কিভাবে যুক্তিবিদ্যার প্রচলিত সংজ্ঞাগুলোর সমালোচনা করেন?  ৯৯%

১২। ভেনচিত্রের মাধ্যমে কিভাবে সহানুমানের বৈধতা পরীক্ষা করা হয়? উদাহরণসহ আলোচনা কর। ৯৯%

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Leave a Comment