দর্শন ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year philosophy 3rd paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ দর্শন ৩য় পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন দর্শন ৩য় পত্র সাজেশন

Advertisement

দর্শন ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মুসলিম দর্শন (Muslim philosophy) সুপার সাজেশন
দর্শন ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের
 Philosophy 3rd paper Suggestion Degree 2nd year
Subject Code: 121701
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

দর্শন ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year philosophy 3rd paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ দর্শন ৩য় পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন দর্শন ৩য় পত্র সাজেশন

ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

দর্শন ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

ক: বিভাগ-অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. দুজন মুসলিম দার্শনিকের নাম লেখ।
উত্তর: কয়েকজন মুসলিম দার্শনিক হলেন আল ফারাবি, আল কিন্দি, ইবনে সিনা, ইমাম গাজালি ইবনে প্রমুখ।

২. মুসলিম দর্শনের বাহ্যিক উৎস গুলো কী কী?
অথবা, মুসলিম দর্শনের দুটি বাহ্যিক উৎস এর নাম লেখ।
উত্তর: মুসলিম দর্শনের বাহ্যিক উৎস গুলো হলঃযথা- ১. প্রাক ইসলামী চিন্তা ধারা, ২. খ্রিস্ট ধর্মের প্রভাব, ৩. গ্রীক দর্শন ও ৪. পারসিক প্রভাব।

৩. খারিজি শব্দের অর্থ কী?
উত্তর: খারিজি শব্দের অর্থ ভিন্নমত পোষণকারী ভিন্ন মতাবলম্বী দলত্যাগী ইত্যাদি।

৪. ইখওয়ানুস সাফা শব্দের অর্থ কী?
উত্তর: ইখওয়ানের সাফা শব্দের অর্থ হলো পবিত্র ভ্রাতৃসংঘ।

৫. মুসলিম দর্শনের সম্ভাব্য তার বিরুদ্ধে উত্থাপিত যেকোনো একটি অভিযোগ লেখ।
উত্তর: মুসলিম দর্শনের বিরুদ্ধে আনীত একটি অভিযোগ হলো- মুসলিম দার্শনিকদের মধ্যে ক্ষমতার প্রভাব।

Advertisement

৬. ‘কাশফ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কাশফ’ শব্দের অর্থ অতীন্দ্রিয় অনুভূতি।

৭. ফরজ কয়টি শ্রেণীতে বিভক্ত?
অথবা, ফরজ কত প্রকার?
উত্তর: ফরজ দুটি শ্রেণীতে বিভক্ত যথা ১. ফরজে আইন ও ২. ফরজে কিফায়া।

৮. জবর শব্দের অর্থ কী?
উত্তর: জবর শব্দের আভিধানিক অর্থ বাধ্যতা, নিয়তি, অদৃষ্ট।

৯. মুরজিয়া ও শিখাতিয়া কোন ধরনের সম্প্রদায়?
উত্তর: মুরজিয়া ও শিখাতিয়া হলো ইসলামের ধর্মতান্ত্রিক সম্প্রদায়।

১০. মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ওয়াসিল বিন আতা।

১১. আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশয়ারী।

১২. একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লেখ।
উত্তর: একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম হল আল বাকিলানি।

১৩. মুসলিম দর্শনের পরমাণুবাদি কারা?
উত্তর: মুসলিম দর্শনে আশারিয়া চিন্তাবিদগণ পরমাণুবাদী।

১৪. শুফ শব্দের অর্থ কী?
উত্তর: শুফ শব্দের অর্থ পশম।

১৫. হাসান আল-বাসরী কে ছিলেন?
উত্তর: হাসান আল-বাসরী ছিলেন প্রথম সুফি সাধক।

১৬. সুফিবাদের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: সুফিবাদের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন করা।

১৭. আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা।

১৮. ফানা শব্দের অর্থ কী?
উত্তর: ফানা শব্দের অর্থ হলো বিলুপ্ত বা আত্মবিনাশ।

১৯. ‘বাকা’ শব্দের অর্থ কী?
উত্তর:‘বাকা’ শব্দের অর্থ ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা।

২০. ‘সামা’ কী?
উত্তর: ‘সামা’ হল ধর্মীয় সংগীত।

২১. আল কিন্দির মতে বুদ্ধিবৃত্তি স্তর কয়টি?
উত্তর: আল কিন্দির মতে বুদ্ধিবৃত্তি স্তর চারটি।

২২. ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কী?
উত্তর: ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম আশ শিবা (নিরাময়)।

২৩. হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ কী?
উত্তর: হুজ্জাতুল ইসলাম শব্দটির অর্থ ইসলামের রক্ষক।

Advertisement 2

২৪. ‘তাহাফুতুল ফালাসিফ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:‘তাহাফুতুল ফালাসিফা’ গ্রন্থের রচয়িতা ইমাম গাজালি।

২৫. ইবনে রুশদ জ্ঞান কে কয় ভাগে ভাগ করেন?
উত্তর: ইবনে রুশদের মতে জ্ঞান তিন প্রকার যথা আলংকারিক যুক্তিসিদ্ধ এবং প্রতিপাদক।

২৬. তাহাফুত আল তাহাফুত গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: তাহাফুত আল তাহাফুত গ্রন্থের রচয়িতা ইবনে রুশদ।

২৭. ‘On the Five Essence’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘On the Five Essence’ গ্রন্থটি আল কিন্দির লেখা।

ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৩য় পত্র স্পেশাল সাজেশন 2024, দর্শন ৩য় পত্র চূড়ান্ত সাজেশন

ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মুতাকালিলমুন কাদেরকে বলা হয় ?

উঃ আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদেরকে মুতাকাল্লিমুন বলা হয়।

২। ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কি?

 উঃ কিতাবুল শিফা।

৩। ‘তাহাফুতুল ফালাসিফা গ্রন্থের রচয়িতা কে?

উঃ গ্রন্থটির রচয়িতা ইমাম আল গাজ্জালী।

৪। মুসলিম দর্শনের ভিত্তি কী?

উঃ কুরআন ও হাদীস।

৫। মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কি কি?

উঃ প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা, গ্রিক ও পারসিক চিন্তাধারা।

৬। আল আশারির পূর্ণনাম কী?

উঃ আবুল হাসান আল আশারিয়ার।

৮। “জবর” শব্দটির অর্থ কি?

Advertisement 4

উঃ বাধ্যতা, নিয়তি ও অদৃষ্ট।

৭। কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ মাবাদ আল-জুহানী।

৮। মুসলিম দর্শনে পরমাণুবাদী কারা?

উঃ মুতাজিলা সম্প্রদায়।

৯। ইসলামে বুদ্ধিবাদী সম্প্রদায় কারা?

উঃ আশারিয়ারা।

১০। ইসলামের চারটি মাযহাবের নাম লিখ।

উঃ ইসলামের চারটি মাযহাবের নাম হলো- ১. হানাফি,

২. মালেকি, ৩. শাফেয়ি এবং ৪. হাম্বলি।

১১। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উঃ ইবনে সিনা।

১২। ‘খুদী’ অর্থ কী?

উঃ ‘খুদী’ অর্থ হলো আত্মা বা আত্মসত্তা।

১৩। মুসলিম নবজাগরণের দার্শনিক কে?

উঃ আল্লামা ইকবাল।

১৪। মুসলিম দর্শনের উৎসগুলো কী কী?

উঃ ১. অভ্যন্তরীণ উৎস কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং ২. বাহ্যিক উৎস : প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা, গ্রীক ও পারসিকভাধারা।

১৫। “The Spirit of Islam” গ্রন্থের লেখক কে?

উঃ সৈয়দ আমীর আলী (Syed Ammer Ali) ।

১৬। মুসলিম দার্শনিকদের ফালাসিফা বলা হয় কেন?

উঃ মুসলিম দার্শনিকরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন বলে তাদেরকে ফালাসিফা বলা হয়।

১৭। ‘জবর’ শব্দটির অর্থ কী?

উঃ বাধ্যতা, নিয়তি, অদৃষ্ট।

১৮। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান আল-আশারী।

১৯। সুফীবাদের প্রধান উদ্দেশ্য কী?

উঃ আল্লাহর সান্নিধ্য লাভ ।

২০। কোন দার্শনিককে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?

উঃ আল-ফারাবিকে।

২১। আল হোসাইন বিন মনসুর হাল্লাজ কে?

উঃ আল-হোসাইন বিন মনসুর হাল্লাজ হলেন বিখ্যাত সুফিসাধক।

২২। আল-গাজালীর মতে, জ্ঞানের উৎস কী?

উঃ স্বজ্ঞা।

২৩। ইবনে সিনার মতে আত্মা কত প্রকার ও কী কী?

উঃ ১. উদ্ভিদ আত্মা, ২. জীবাত্মা ও মানবাত্মা।

২৪। মুসলিম দর্শনের দুটি বাহ্যিক উৎসের নাম লিখ।

উঃ প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা, গ্রীক ও পারসিক চিন্তাধারা।

২৫। ‘বাকা’ শব্দের অর্থ কী?

উঃ বাকা শব্দের অর্থ ঐশি সভায় স্থায়িত্ব লাভ করা।

২৬। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত যে কোনো একটি অভিযোগ লিখ। 

উঃ ইসলাম স্বাধীন চিন্তার বিকাশের পরিপন্থি।

২৭। “The Spirit of Islam” গ্রন্থের লেখক কে?

উঃ সৈয়দ আমীর আলী (Syed Ammer Ali) 1

২৭। একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লিখ।

উঃ আল-বাকিলান।

২৯। ‘খারেজী শব্দের অর্থ কি?

উঃ ‘খারেজী’ শব্দের অর্থ দলত্যাগ।

৩০। ‘কাশফ’ শব্দের অর্থ কী?

উঃ অতীন্দ্রিয় অনুভূতি।

৩১। মুরজিয়া ও সিফাতিয়া কোন ধরনের সম্প্রদায় ?

উঃ ধর্ম তাত্ত্বিক সম্প্রদায়।

৩১। ফরজ কত প্রকার?

উঃ দুই প্রকার।

৩২। ‘সুফি’ শব্দের অর্থ কি?

উঃ সুফি শব্দের অর্থ পশম।

৩৩। ‘সামা কি?

উঃ সামা এক প্রকার ধর্মীয় সঙ্গীত।

৩৪। ‘বাকা’ অর্থ কী ?

উঃ থাকা শব্দের অর্থ আল্লাহর ঐশি সতায় স্থায়িত্ব লাভ করা।

Advertisement 2

৩৫। ইবনে রুশদ জ্ঞানকে কয় ভাগে ভাগ করেন?

উঃ ইবনে রুশদ জ্ঞানকে তিন ভাগে ভাগ করেন।

৩৬। ‘হুজ্জাতুল ইসলাম’ শব্দের অর্থ কি?

উঃ ‘হুজ্জাতুল ইসলাম’ শব্দটির অর্থ ইসলামের রক্ষক।

 ৩৭। আল কিন্দি, অলি গাজালি কোন সম্প্রদায়ের দার্শনিক।

উঃ ফালাসিফা সম্প্রদান

৩৮। হাসান আল বাসরি কে ছিলেন?

উঃ হাসান আল বসরি ছিলেন প্রথম সুফিসাধক।

আরো ও সাজেশন:-

Philosophy 3rd paper Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস গুলো কী?
২. মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা কর।
৩. মুসলিম দর্শন কী সম্ভব?
৪. ইসলাম কী?
৫. মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য কী?

৬. মুরজিয়া সম্প্রদায় সম্পর্কে টীকা লেখ।
৭. কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়?
৮ ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়াদের ধারণা কী?
৯. মুতাজিলা কারা?
১০. মুতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ আলোচনা কর।
১১. মুতাজিলারা কেন নিজেদেরকে আল্লাহর একত্ব ও ন্যায়বিচারের ধারক বলে মনে করেন?

১২. আল্লাহর গুণাবলী সম্পর্কে আশারিয়া মতবাদ আলোচনা কর।
১৩. আল কিন্দির জ্ঞানতত্ত্ব সংক্ষেপে লেখ।
১৪. যুক্তিবিদ্যায় ইবনে সীনা’র অবদান আলোচনা কর।
১৫. আল গাজালীকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন?
১৬. মুসলিম দর্শনে আল গাজ্জালির আত্ম সম্পর্কে লেখ।
১৭. ইকবালের মতে আত্ম কী?

2024 ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৩য় পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী দ্বিতীয় বর্ষ দর্শন ৩য় পত্র সাজেশন

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ‘পবিত্র ভ্রাতৃসংঘ’ কী?

২। আশারিয়া কারা?

৩। সুফীবাদ বলতে কী বুঝ?  

৪। মুসলিম দর্শন বলতে কী বুঝ?  “

৫। কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ লিখ।  

৬। আল-কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন?

৭। আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?

৮। ইবনে রুশদ কীভাবে দর্শন ও ধর্মের সমন্বয় সাধন করেন?

৯। মুসলিম দর্শন কি সম্ভব? সংক্ষেপে লিখ।  

১০। মুতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ লিখ।  

১১। ইকবালের মতে, “আত্মা” কী?

১২। মুসলিম দর্শনে আল গাজ্জালির আত্মা সম্পর্কে লিখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন দর্শন ৩য় পত্র সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. মুসলিম দর্শনের উৎস আলোচনা কর।
২. মুসলিম দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
৩. মুসলিম দর্শনের ভিত্তি হলো কুরআন ও হাদীস ব্যাখ্যা কর।
৪. মুসলিম দর্শন কী সম্ভব ব্যাখ্যা কর।

৫. মুসলিম দর্শনের বিভিন্ন সম্প্রদাযয়ের বিস্তারিত বিবরণ দাও।
৬. আল্লাহর গুণাবলী ও কুরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলাদের মতে ব্যাখ্যা কর।
৭. আল্লাহর একত্ব নেই বিচার সম্পর্কে মুতাজিলাদের অভিমত ব্যাখ্যা কর।
৮. কুরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলা অনুসারী এদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৯. আশারিয়া পরমাণুবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১০. সংক্ষেপে সুফি পথ পরিক্রমার বিভিন্ন স্তর আলোচনা কর।

১১. আল কিন্দির অধিবিদ্যা ব্যাখ্যা কর।
১২. আল কিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা কর।
১৩. আল ফারাবীর যুক্তিবিদ্যা আলোচনা কর।
১৪. অধিবিদ্যা সম্পর্কে আল ফারাবীর মত ব্যাখ্যা কর।

১৫. আল গাজালির জ্ঞানতত্ত্ব আলোচনা কর।
১৬. মুসলিম দর্শনে আল গাজ্জালীর অবদান আলোচনা কর।
১৭. ইবনে রুশদ কিভাবে ধর্ম ও দর্শনের সমন্বয় সাধন করেন আলোচনা কর।
১৮. ইকবালের স্বজ্ঞাবাদ আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর Philosophy 3rd paper Degree 2nd Year Suggestion PDF 2024, Degree 2nd Year Philosophy 3rd paper Suggestion 2024

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। আল-গাযালীর কার্যকারণ তত্ত্ব ব্যাখ্যা কর।

২। মুসলিম দর্শনে আল-কিন্দির অবদান আলোচনা কর।

৩। ইকবালের ‘খুদী তত্ত্ব’ আলোচনা কর।

 ৪। ইবনে সিনার অধিবিদ্যা সম্পর্কিত তত্ত্ব ব্যাখ্যা কর।

৫। সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতিগুলো সংক্ষেপে আলোচনা কর।

৬। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন কর।

৭। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়া মতবাদ ব্যাখ্যা কর।  

৮। মুতাজিলারা কেন নিজেদেরকে “ঐক্য ও ন্যায়পরায়ণতার ধারক” বলে দাবি করেন?

৯। আল কিন্দির অধিবিদ্যা ব্যাখ্যা কর।

১০। মুসলিম দর্শন কি? মুসলিম দর্শনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।  

১১। আল গাজ্জালির জ্ঞানতত্ত্ব আলোচনা কর।  

১২। যুক্তিবিদ্যায় ইবনে সীনার অবদান আলোচনা কর।

Degree 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Degree Philosophy 3rd paper Suggestion 2024, দর্শন ৩য় পত্র চূড়ান্ত সাজেশন,দর্শন ৩য় পত্র চূড়ান্ত সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment