তুমি যখন দলবদ্ধ হয়ে কাজ করছে না খেলবে তখন কোন কোন বিষয় খেয়াল রাখবে

তুমি যখন দলবদ্ধ হয়ে কাজ করবে বা খেলবে তখন কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে? এতে তুমি কি কি সুবিধা পাবে?

দলে কাজ করা বলতে বুঝায় বয়স, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিভিন্ন মানুষের সাথে একত্রে কাজ করা।

আমি যখন দলবদ্ধ হয়ে কাজ করবো বা খেলবো তখন যে যে বিষয়গুলো খেয়াল রাখব-

  1. দলের সদস্যদের ভালো গুণ সম্পর্কে ধারণা রাখবো
  2. নিজের গুণাবলী ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকবো
  3. দলের লক্ষ্যকে সুষ্ঠুভাবে তুলে ধরবো
  4. ঐকমত্যে কাজ করব

দলে কাজ করার ক্ষেত্রে আরো যে যে বিষয়গুলো খেয়াল রাখব-

নেতৃত্ব দেওয়া, অন্যদের পরামর্শ দেওয়া, অনুপ্রেরণা জোগানো, বিভিন্ন মতামতকে শ্রদ্ধা করে একটি সিদ্ধান্তে পৌঁছানো, সাফল্য অর্জনে দলগতভাবে অংশগ্রহণ ইত্যাদি ।

আমাদের জীবনে সব সময় কোন না কোন সমস্যা সমাধান করতে হয়। যে ব্যাক্তি সমস্যা সমাধানে যত পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক, সে তত বেশি সফল হয়।

দলবদ্ধ হয়ে কাজ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবো-

নিচের ধাপগুলো অনুসরণ করে যেকোনো সমস্যা সমাধান করতে পারলে সাফল্য লাভ সম্ভব।

  1. তথ্য ও উপাত্ত বিশ্লেষণ
  2. অনুমান পরীক্ষা বা যাচাই করা
  3. সমস্যাকে চিহ্নিত এবং এর পেছনের কারণ খুঁজে বের করা
  4. সৃজনশীল, উদ্ভাবনী ও কার্যকর সমাধান খুঁজে বের করা
  5. সমস্যা সমাধানে বিভিন্ন পন্থা কাজে লাগানো
  6. বিকল্প পরিকল্পনা করা
  7. বিভিন্ন গাণিতিক জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে সমস্যা সমাধান করা।

উপরোক্ত পন্থা অবলম্বন করে আমি যখন দলবদ্ধ হয়ে কাজ করব বা খেলব তখন সাফল্য লাভ সম্ভবপর হবে। এছাড়াও নেতৃত্বদানের ক্ষমতা বাড়বে।

Leave a Comment