Advertisement
ডিগ্রী রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি (Political economy of Bangladesh) সুপার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Political Science 4th Paper Suggestion Degree 2nd year Subject Code: 121903 |
PDF Download রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. রাজনৈতিক অর্থনীতির জনক কে?
উত্তর: রাজনৈতিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ (Adam Smith)।
২. ‘রাজনৈতিক অর্থনীতির’ নামটি প্রথম কে ব্যবহার করেন?
অথবা, রাজনৈতিক-অর্থনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন
উত্তর: ‘রাজনৈতিক অর্থনীতি’ নামটি প্রথম ফারসি অর্থব্যনীতিবিদ Antonie de Montehrestein ব্যবহার করেন।
৩. ‘অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে।’- উক্তিটি কার?
উত্তর রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে অধ্যাপক লাস্কির উক্তি।
৪. আধুনিক রাষ্ট্র কিরূপ রাষ্ট্র?
উত্তর: আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র।
৫. ‘রাষ্ট্র শোষণের হাতিয়ার।’- উক্তিটি কার?
উত্তর: ‘রাষ্ট্র শোষণের হাতিয়ার।’-উক্তিটি কার্ল মার্কসের।
Advertisement
৬. পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য ব্যক্তিগত সম্পত্তির মালিকানা।
৭. বৈজ্ঞানিক সমাজতন্ত্র কী?
অথবা, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বুঝ?
উত্তর: সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে সমাজের নিপীড়িত, নিষ্পেষিত গণমানুষের কল্যাণের জন্য শোষণহীন সমাজ ব্যবস্থাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে।
৮. মিশ্র অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লেখ।
অথবা, মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: মিশ্র অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হলো- ১. ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি, ২. রাষ্ট্রকর্তৃত্বের স্বীকৃতি এবং ৩. মুনাফার উপস্থিতি।
৯. মধ্যবর্তী শাসনব্যবস্থা কী?
অথবা, মধ্যবর্তী শাসনব্যবস্থা বলতে কী বুঝ?
উত্তর: মধ্যবর্তী শাসনব্যবস্থা হল এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে মধ্যবর্তী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠিত হয়।
১০. মুক্তবাজার অর্থনীতি কী?
উত্তর যে অর্থনীতি উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয় তাই মুক্তবাজার অর্থনীতি।
১১. ‘Bangladesh Equitable Growth’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Bangladesh Equitable Growth’ গ্রন্থটির লেখক জোসেফ স্তেপানিক।
১২. ‘Das Kapital’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Das Kapital’ গ্রন্থটি কার্ল মার্কসের লেখা।
১৩. উন্নয়নশীল দেশ কী?
অথবা, স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝায়?
উত্তর: উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ বলতে এমন দেশকে বুঝায়, যেদেশে বহুবিধ আর্থসামাজিক সমস্যা বিদ্যমান থাকা সত্বেও সুপরিকল্পীত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার ফলে কোনো কোনো ক্ষেত্রে কম হলেও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমবর্ধমান হারে এখনো উন্নয়ন হচ্ছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৪. অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত উল্লেখ কর।
অথবা, অর্থনৈতিক উন্নয়নের দুটি শর্ত লেখ।
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো- ১. দক্ষ জনশক্তি, ২. উন্নত অর্থনৈতিক অবকাঠামো ও ৩. প্রাকৃতিক সম্পদ।
১৫. কৃষির আধুনিকীকরণ কাকে বলে?
অথবা, কৃষির আধুনিকীকরণ বলতে কী বুঝায়?
উত্তর: কৃষিকাজে সনাতন উৎপাদন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির প্রয়োগকে কৃষির আধুনিকীকরণ যান্ত্রিকীকরণ বলে।
১৬. CDP এর পূর্ণরূপ কী?
উত্তর: CDP এর পূর্ণরূপ হল Domestic product.
১৭. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কী?
উত্তর: বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান।
১৮. BADC এর পূর্ণনাম কী?
অথবা, BADC এর পূর্ণরূপ কী?
উত্তর: BADC এর পূর্ণ নাম হল Bangladesh Agriculture development Corporation
১৯. উৎপাদনের প্রথম ও প্রধান উপাদান কী?
উত্তর: উৎপাদনের প্রথম ও প্রধান উপাদান হলো ভূমি।
২০. বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কী?
উত্তর: বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হল বিনিয়োগ বৃদ্ধি করা ও কার্যক্রম তদারকি করা।
২১. কৃষিঋণ কী?
অথবা, কৃষিঋণ বলতে কী বুঝায়?
উত্তর: কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে কৃষিঋণ বলে।
২২. বাংলাদেশের কৃষিঋণের উৎস কয়টি?
উত্তর: বাংলাদেশের কৃষিঋণের উৎস দুইটি। যথা; ১. প্রাতিষ্ঠানিক উৎস ও ২. অপ্রাতিষ্ঠানিক উৎস।
Advertisement 2
২৩. NGO এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO এর পূর্ণরূপ হল non government organization.
২৪. ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ ব্যবস্থা চালু করেন কে?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস।
২৫. স্বাধীন বাংলাদেশের প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয়?
উত্তর: ১৯৭২সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।
২৬. সবুজ বিপ্লব কাকে বলে?
উত্তর: উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং পানি সেচের মাধ্যমে খাদ্য কৃষি উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জনের উপায় সবুজ বিপ্লব বলে।
২৭. বাংলাদেশের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয় কখন?
উত্তর: প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয় ১৯৭৩ সালে।
২৮. কোন শিল্প থেকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়?
অথবা, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি
উত্তর: তৈরি পোশাক শিল্প থেকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়।
২৯. বাংলাদেশ সরকারের শিল্প নীতি সর্বপ্রথম পদক্ষেপ কোনটি?
উত্তর: বাংলাদেশ সরকারের শিল্প নীতি সর্বপ্রথম পদক্ষেপ হলো শিল্পীর জাতীয়করণ।
৩০. সরকারি আয়ের প্রধান উৎস কী?
উত্তর: সরকারি আয়ের প্রধান উৎস রাজস্ব কর।
৩১. EPZ এর পূর্ণরূপ কী?
উত্তর: EPZ এর পূর্ণরূপ হল expert processing Zone.
৩২. কর কত প্রকার?
উত্তর: কর দুই প্রকার।
৩৩. PPP এর পূর্ণরূপ কী?
উত্তর:PPP এর পূর্ণরূপ হল public private Partnership.
৩৪. ‘Laissez faire’ এর অর্থ কী?
উত্তর:’Laissez faire’ এর অর্থ অবাধ স্বাধীনতা।
৩৫. GSP এর পূর্ণরূপ কী?
উত্তর: GSP এর পূর্ণরূপ হল Generalzed system of preferences.
৩৬. HYV এর পূর্ণরূপ কী?
উত্তর: HYV এর পূর্ণরূপ হল High Yielding Varieties.
৩৭. উন্নত দেশের ২টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: উন্নত দেশের বৈশিষ্ট্য হলো এক উৎপাদন পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দুই বর্ধিত জাতীয় আয়।
৩৮. গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈইকা ধারণার প্রবক্তা কে?
উত্তর: গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈইকা ধারণার প্রবক্তা সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
৩৯. FDI এর পূর্ণরূপ কী?
উত্তর: FDI এর পূর্ণরূপ হল Foreign Direct Investment.
৪০. MIGA এর পূর্ণরূপ কী?
উত্তর: MIGA এর পূর্ণরূপ হল Multilateral Investment Guarantee Agency.
Advertisement 4
৪১. বেকারত্ব অর্থ কী?
উত্তর: বেকারত্ব অর্থ অনিচ্ছাকৃত কর্মহীনতা।
৪২. মৌসুমী বেকারত্ব এর একটি উদাহরণ দাও।
উত্তর: মৌসুমী বেকারত্ব এর উদাহরণ হল চিনিকলের শ্রমিক তারা একটি নির্দিষ্ট সময়ে কাজের জন্য নিয়োজিত হয় অন্য মৌসুমে বেকার থাকে।
৪৩. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি প্রবর্তন কে?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি প্রবর্তন দুষ্টু নার্কস।
৪৪. কখন কত সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড ) প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড ) প্রতিষ্ঠিত হয়।
৪৫. VGFএর পূর্ণরূপ কী?
উত্তর: VGF এর পূর্ণরূপ হল Vulnerable group feeding.
Political Science 4th Paper Suggestion PDF 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. রাজনৈতিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা লেখ।
২. অর্থনীতি রাজনৈতিক এই নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর।
৩. কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর।
৪. মিশ্র অর্থনীতি বলতে কী? বুঝ
৫. পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা কর।
৬. মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও।
৭. জাতীয় আয় কী?
৮. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও
৯. বাংলাদেশ একটি অনুন্নত দেশ কিনা আলোচনা কর।
১০. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব সংক্ষেপে লেখ।
১১. বাংলাদেশ কৃষিঋণের উৎসগুলো সম্পর্কে আলোচনা কর।
১২. সবুজ বিপ্লব কাকে বলে?
১৩. শিল্প নীতি বলতে কী বুঝ? আলোচনা কর।
১৪. সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখ।
১৫. বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কিসের হ্রাস করা যায়?
১৬. বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা কর।
১৭. ইপিজেড কী? আলোচনা কর।
১৮. মৌসুমী বেকারত্ব কী?
১৯. পুরনো কর্মসংস্থান বলতে কী বুঝ?
Political Science 4th Paper Degree 2nd Year Suggestion PDF 2024, Degree 2nd Year Political Science 4th Paper Suggestion 2024
গ-বিভাগ রচনামূলক প্রশ্নবলি
১. রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর।
২. কল্যাণমূলক রাষ্ট্র কী? কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী নির্ণয় কর।
৩. পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য আলোচনা কর।
৪. মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
অথবা, মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৫. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৬. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ আলোচনা কর।
৭. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর।
৮. বাংলাদেশের কৃষি উন্নয়নের সমস্যা ও সমাধানসমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১০. কৃষিঋণ কী? কৃষিঋণের উৎসসমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থার প্রকৃতি আলোচনা কর।
১২. বাংলাদেশের শিল্পী অগ্রসরতার কারণসমূহ আলোচনা কর।
১৩. বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা আলোচনা কর।
১৪. বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর।
১৫. বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
ডিগ্রী ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2024, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024
১। অর্থনীতি কাকে বলে? উত্তর:- সামাজিক বিজ্ঞানের যে শাখায় মানুষের অর্থ সংক্রান্ত বিষয়াবালি বা কার্যাবলি নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে।
২।অর্থনীতির জনক কে? উত্তর:- এডাম স্মিথ।
৩। রাজনৈতিক অর্থনৈতিক কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর:- ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসটিন ।
৪. ভ্যাট কোন ধরনের কর?
৫. অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে-কার উক্তি?উত্তর:-
৬। এন্টনিক ডি মন্টেরেসিটি . Wealth of Nation গ্রন্থের লেখক কে? উত্তর:-Adam Smith
৭। Political Power always follows Economics উক্তিটি কার? উত্তর:- হ্যারিংটন। १.
৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? উত্তর:- জামান সমাজবিজ্ঞানী মার্কস।
৯। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ দাও। উত্তর:- ব্রিটেন,ভারত, বাংলাদেশ।
১০. রাজনীতির চালিকা শক্তি অর্থনীতি কেন? উত্তর:- সমাজবিজ্ঞানীরা রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করতে গিয়ে অর্থনীতিকেই রাজনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করেছেন।
১১. ইংরেজি Politics শব্দটি কোন শব্দ থেকেই এসেছে?
উত্তর:- গ্রীক শব্দ polis থেকে।
১২. রাজনীতি বিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান, উক্তিটি কার? উত্তর:- জার্মান দার্শনিক জে কে ব্লন্টসলী।
১৩. উৎপাদনের প্রধান উপাদান কি? উত্তর:-৪টি। যথা: ভূমি, শ্রম মূলধন ও সংগঠন।
১৪. কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? উত্তর:- জনগণের কল্যাণ সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে যে রাষ্ট্র থাকে কল্যাণ মূলক রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায়।
১৫. মুক্তবাজার অর্থনীতি কি? উত্তর:- সকল অর্থনৈতিক কর্মকন্ডে বাজারে চাহিদা ও যোগানের পারস্পাকি ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা পরিচালিত হয়।
১৬. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কি কি? উত্তর:- অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত ২টি। যথা: অর্থনৈতিক পূর্বশর্ত এবং অ-অর্থনৈতিক পূর্বশত।
১৭. অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি কত প্রকার ও কি কি? উত্তর:- দুই প্রকার। ভারসাম্য উন্নয়ন পদ্ধতি ও অ- ভারসাম্য উন্নয়ন পদ্ধতি ।
১৮. তদারকি বাশ কি? উত্তর:- এটি এমন পদ্ধতি ঋণ ব্যবস্থা যা ঋণের তদারকির ভিত্তিতে প্রদান করা হয়। ১০৩০ সালের প্রথম তদারকি ঋণ চালু হয়।
১৯. উন্নত দেশের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর। উত্তর:- উচ্চ জাতীয় ও মাথাপিছু আ, উচ্চ জীবনযাত্রার মান এবং মূলধনের প্রক্রিয়া।
২০. পুজিবাদী কি? উত্তর:- পুজিবাদ হল এক ধরনের অর্থব্যবস্থা যাতে উৎপাদনের উপর ব্যক্তিগত মালকানা থাকে।
২১. পুজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর:- সম্পদ বা উৎপাদন যন্ত্রের মালিক ব্যক্তি ও ক্রেতা ও
বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা। ২২. বাংলাদেশের জাতীয় আয় কোনটি? উত্তর:- কৃষি।
২৩. অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্তের নাম কি? উত্তর:-প্রাকৃতিক সম্পদ, দক্ষ জন শক্তি ও মূলধন গঠন।
২৪. অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখ। উত্তর:- অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য হলো- ক) নিম্ন আয় ও খ) দুর্নীতি পরায়ণতা।
২৫. ১৯৩০ সালে মহামন্দার সময় কেইনস কোন গ্রন্থ প্রকাশ করে? উত্তর:-The General Theory of employment interest and money.
২৬. উন্নয়নের ডোমার মডেল কি? উত্তর:-ডোমার কিসস এর গুনক তত্ত্ব ও ক্লাসিক্যাল উন্নয়ন তত্ত্বের সমন্বয়ে উন্নত দেশের প্রবৃদ্ধি হার ব্যাখ্যা করার একটি মডেল তৈরি করেন যা ডোমার মডেল।
২৭. ভারসাম্য ও ভারসাম্য উন্নয়ন পদ্ধতির আবিষ্কারক কে? উত্তর:- রোজেনস্টেইন রোডান ॥
২৮. উন্নয়নের ক্যালডর মডেল কি? উত্তর:-ক্যালডর উন্নয়ন প্রক্রিয়ার সঞ্চয় আয় অনুপাতকেহ পরিবর্তনশীল ধরে একটি উন্নয়ন মডেল প্রদান করেন যা তার নাম অনুসারে ক্যালডর মডেল হিসেবে পরিচিত।
২৯. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধরিত? উত্তর:- ২৫ বিঘা।
৩০. বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি? উত্তর:- ঢাকা জেলায় । ৩১. কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের নাম উল্লেখ
কর। উত্তর:- বাংলাদেশ কৃষি ব্যাংক। ৩২. চিরস্থায়ী বন্দোবস্ত কী? প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর:- চিস্থায়ী বন্দোবস্ত হল এক ধরনের জমিদারি ব্যবস্থা যে ব্যবস্থায় জমিদারগণ চিরদিনের জন্য জমির মালিক হয়েছিলেন জমিদাররা ১০ ভাগের ১ ভাগ আদায়কৃত খাজনা সরকারকে দিতেন।
৩৩. কত সালে সবুজ বিপ্লব হয়? উত্তর:- ১৯৬৭ সালে। ৩৪. বাজেট কী? উত্তর:- সরকারের বার্ষিক আর্থিক
পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে। ৩৫. কত সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা হয়? উত্তর:- ১৯৯৩ সালে।
৩৬. শিল্প শ্রমিক কি? উত্তর:- শিল্প কলকারখানায় উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিককে শিল্প শ্রমিক বলে। ৩৭. বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি?
উত্তর:- তৈরি পোশাক। ৩৮. কুটির শিল্পের স্থায়ী বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর:- ৫ লক্ষ। ৩৯. কুঠির শিল্প কী? উত্তর:- যে শিল্পে প্রচুর পরিমাণ মূলধন শ্রমিক নিয়োগ করার মাধ্যমে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ খাতে উৎপাদন কার্যক্রমকে পরিচালিত করা হয় তাকে বৃহদায়তন শিল্প বলে ।
Advertisement 2
৪০. অর্থনীতির বেকারত্ব বলতে কী বুঝায়? উত্তর:- যখন বহুসংখ্যক কর্মক্ষম বক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু যোগ্যতানুসারে কাজ পায় না ।
৪১. মৌসুমী বেকারত্বের উদাহরণ দাও। উত্তর:- চিনি ও পাট শিল্পের শ্রকিকরা।
৪২. বেকারত্ব কাকে বলে? উত্তর:- অনিচ্ছকৃত কর্মহীনতা।
৪৩. কৃষি ঋণ কী? কৃষির উৎপাদন ও উন্নয়নের জন্য
গৃহীত ঋণই কৃষিঋণ।
৪৪. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর:- ভূমি ইজারার ।
৪৫. উন্নয়নশীল দেশ কী? উত্তর:- উন্নয়নশীল দেশ বলতে সাধারণত: স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে অখ্যায়িত প্রধানত নিম্ন আয়ের দেশ বোঝায়।
৪৬. পূর্ণরূপ লিখ। GATT, ADB, HYV, EPZ SDG, MDG, NGO, IMF, GDP,VGF.
BCIC, UNDP, ADB, GAD.
৪৭. ভ্যাট কোন ধরনের কর? উত্তর:- এর ধরনের পরোক্ষ কর। ()
৪৮. সবুজ বিপ্লবের লক্ষ্য কী? উত্তর:- সম্প্রসারণ মূলক চাষের পরিবর্ততে নিবিড় চাষের উপর গুরুত্ব আরোপ।
৪৯. মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ দাও। উত্তর:- বাংলাদেশের চিনিকলের শ্রমিকরা।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। খাদ্য সমস্যা কী? ব্যাখ্যা কর।
২। সমাজতন্ত্র কী? এর বৈশিষ্ট্য লিখ।
৩। রাজনৈতিক অর্থনীতি বলতে কী বুঝ?
৪। ভূমি সংস্কার বলতে কী বুঝ?
৫। ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা দাও।
৬। সামাজিক নিরাপত্তা ও বিশ্বায়ন কী?
৭। উন্নয়নশীল দেশ কি? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লিখ।
৮। শিল্প জাতীয়করণ কী? এর পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
৯। আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থসামাজিক কার্যাবলি উল্লেখ কর।
১০। বেকারত্ব ও মৌসুমী বেকারত্ব কী?
১১। বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ?
১২। মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ?
১৩। তদারকি ঋণ ও কৃষি ঋণ কী?
১৪। ইপিজেড কি? ব্যাখ্যা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র 2024 ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2024
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। রাজনৈতিক অর্থনীতি কি? রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২। অর্থনৈতিক উন্নয়ন কি?বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধানসমূহ আলোচনা কর।
৩। বাংলাদেশের কৃষি অনগ্রসরতার কারণসমূহ আলোচনা কর।
৪। ভূমি সংস্কার কি? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর।
৫। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর।
৬। বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর। অথবা, বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
৭। শিল্প কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর। অথবা, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলো উল্লেখ কর।
৮। বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৯। কৃষি কি? বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর।
১০। বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর।
১১। কৃষি ঋণ কী? কৃষি ঋণের উৎসসমূহ এবং সমস্যাসমূহ আলোচনা কর।
১২। রাজনৈতিক অর্থনীতি কী? রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর।
১৩। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যা, সম্ভাবনা ও বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর।
১৪। সরকারি প্রতিষ্ঠান কি? সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
Degree 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: 2024 ডিগ্রী ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন
BA/BSS/BBA ডিগ্রী ২য় বর্ষের সাজেশন 2024
Advertisement 5
বিষয় | সুপার সাজেশন |
---|---|
বাংলা জাতীয় ভাষা (Bangla) Subject Code: 131003 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র (Political Science 3rd Paper) Subject Code: 121901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র (Political Science 4th Paper) Subject Code: 121903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৩য় পত্র (Sociology 3rd paper) Subject Code: 122001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র (Sociology 4th paper ) Subject Code: 122003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৩য় পত্র (Social work 3rd paper) Subject Code: 122101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৪র্থ পত্র ( Social work 4th paper) Subject Code: 122103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৩য় পত্র ( History 3rd paper ) Subject Code: 121501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৪র্থ পত্র (History 4th paper ) Subject Code: 121503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৩য় পত্র (History of Islam 3rd paper) Subject Code: 121601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র (History of Islam 4th paper) Subject Code: 121603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৩য় পত্র ( Philosophy 3rd paper) Subject Code: 121701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৪র্থ পত্র ( Philosophy 4th paper ) Subject Code: 121703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র (Geography 3rd Paper) Subject Code: 123201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ৪র্থ পত্র (Geography 4th paper) Subject Code: 123203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৩য় পত্র (Psychology 3rd paper ) Subject Code: 123401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৪র্থ পত্র (Psychology 4th paper ) Subject Code: 123403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র ( Islamic Studies 3rd Paper) Subject Code: 121801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র (Islamic Studies 4th Paper ) Subject Code: 121803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৩য় পত্র (Economics 3rd paper ) Subject Code: 122201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৪র্থ পত্র (Economics 4th paper ) Subject Code: 122203 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৩য় পত্র ( Management 3rd paper ) Subject Code: 122601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৪র্থ পত্র ( Management 4th paper) Subject Code: 122603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৩য় পত্র (Accounting 3rd Paper) Subject Code: 122501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র (Accounting 4th Paper ) Subject Code: 122503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৩য় পত্র (Finance and Banking 3rd Paper ) Subject Code: 122401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ পত্র (Finance and Banking 4th Paper) Subject Code: 122403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৩য় পত্র (Marketing 3rd paper ) Subject Code: 122301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৪র্থ পত্র (Marketing 4th paper ) Subject Code: 122303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৩য় পত্র ( Zoology 3rd paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৪র্থ পত্র (Zoology 4th paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৩য় পত্র (Chemistry 3rd paper) Subject Code: 122801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৪র্থ পত্র (Chemistry 4th paper) Subject Code: 122803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৩য় পত্র (Botany 3rd paper ) Subject Code: 123001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৪র্থ পত্র (Botany 4th paper ) Subject Code: 123003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৩য় পত্র ( Physics 3rd paper ) Subject Code: 122701 | সুপার সাজেশন লিংক |
পদার্থ বিজ্ঞান ৪র্থ পত্র ( Physics 4th paper) Subject Code: 122703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৩য় পত্র (Math 3rd paper) Subject Code: 123701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৪র্থ পত্র ( Math 4th paper) Subject Code: 123703 | সুপার সাজেশন লিংক |
Advertisement 3