Advertisement
ডিগ্রী প্রাণিবিজ্ঞান ১ম পত্র সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] নন-কর্ডাটা (Non chordate) সুপার সাজেশন প্রাণিবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Zoology 1st paper Suggestion Degree 1st year Subject Code: 113101 |
PDF Download প্রাণিবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, প্রাণিবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, প্রাণিবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের, ডিগ্রী ১ম বর্ষ প্রাণিবিজ্ঞান ১ম পত্র সাজেশন
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
প্রাণিবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
ক বিভাগ এর জন্য ২০১৪ থেকে 2023 সাল পর্যন্ত পড়েন
(ক) স্লিপার অ্যানিম্যালকুল কী? (What is slipper animalcule?)
উত্তর : Paramecium দেখতে চটি জুতার মতো বলে এদেরকে Slipper animalcule বলে ।
(খ)পেলিকল কী? (What is Pellicle?)
উত্তর : Paramecium এর সকল গোষ্ঠীয় দেহটি এক্টোপ্লাজম নিঃসৃত একটি সুস্পষ্ট স্থিতিস্থাপক সিলিয়াযুক্ত আবরণে আবৃত থাকে। জিলেটিন গঠিত দ্বিস্তরীয় এই আবরণটির নাম পেলিকেল ।
(গ) স্যাপ্রোজোয়িক পুষ্টি কী? (What is saprozoic nutrition?)
উত্তর : সূর্যালোকের অনুপস্থিতিতে Euglena পানিতে দ্রবীভূত পচনশীল জৈব পদার্থ শোষণ করে একে স্যাপ্রোফাইটিক পুষ্টি বলে ।
(ঘ) স্টিগমা কী? (What is stigma?)
উত্তর : সাইটোফ্যারিংক্সের নিচে এবং সংকোচনশীল গহ্বরের উল্টো দিকে একটি উজ্জ্বল লাল রং এর চিহ্ন দেখা যায় একে স্টিগমা বলে।
Advertisement
(ঙ) অস্ট্রিয়া কী? (What is ostia?)
উত্তর : Scypha-র দেহে কিছু অণুবীক্ষণিক আন্তঃকোষীয় রন্ধ্র দেখা যায়। এদেরকে অস্টিয়া (Ostia) বলে ।
(চ) প্যারাজোয়া বলতে কী বুঝ? (What do you mean by parazoa ? )
উত্তর : যেসব বহুকোষী প্রাণীদের কোষগুলোর মধ্যে কোনো সমন্বয় থাকে না, কার্যগত দিক থেকে কোনো শ্রমবিভাজন দৃশ্যমান হয় না এবং কোষগুলো মিলে কোনো কলা বা অঙ্গ গঠিত হয় না তাদেরকে প্যারাজোয়া (Parazoa) বলা হয় ।
(ছ) ইনস্টার কী? (What is instar?)
উত্তর : দুইবার খোলস পরিবর্তনের মধ্যবর্তী সময়কালকে ইনস্টার বলে।
(জ) র্যাডুলা বলতে কী বুঝ? (What do you mean by radula?)
উত্তর : ওডোনটোফোরের নিয়ে বাদামি বর্ণের লম্বা ফিতার ন্যায় কাইটিন নির্মিত বাঁকানো একটি বক্তক অঙ্গ থাকে যাকে র্যাড়ুলা বলে।
(ঝ) প্যারাপোডিয়াম কী? (What is parapodium?)
উত্তর : Neanthes এর Peristomium ও Pygidium ব্যতীত প্রতিটি দেহখণ্ডের উভয়পার্শ্বে একটি করে চ্যাপ্টা, ফাঁপা, মাংসল পাতার ন্যায় উপবৃদ্ধি থাকে তাকে প্যারাপোডিয়াম বলে।
(ঞ) বাইপিনারিয়া কোন প্রাণীর লার্ভা? (What is the name of the animal of bipinaria larva?)
উত্তর : বাইপিনারিয়া Astropecten (তারামাছ) প্রাণীর লার্ভা।
(ট) প্লিওপোড বলতে কী বুঝ? (What do you mean by pleopod?)
উত্তর : Prawn এর উদর অঞ্চলের ছয় জোড়া উপাঙ্গকে Pleopod বা সন্তরণী বা সুইমারেট বলে ।
ঠ) সবুজ গ্রন্থি কী? (What is green gland?)
উত্তর : ‘Prawn’ এর অ্যান্টেনার কক্সা খণ্ডের মধ্যে একটি করে সাদা, ঘোলাটে, মটর দানার মত অ্যান্টেনারী গ্রন্থি থাকে। একে সবুজ গ্রন্থি বলে।
(ক) ‘Radiata’ বলতে কী বুঝ? (What do you mean by ‘Radiata’?)
উত্তর : যেসব প্রাণীদের দেহ অরীয় এবং দ্বি-অরীয় প্রতিসম বিদ্যমান তাদের রেডিয়েটা বলা হয়।
(খ) অসকিউলাম এর সংজ্ঞা দাও। (Give the definition of Osculura.)
উত্তর : Scypha-র প্রতিটি শাখার মুক্ত প্রান্তে বড় আকারের একটি ছিদ্র থাকে; একে অসকিউলাম Osculum বলে ।
গ) জুওরিয়াম কী? (What is Zoarium?)
উত্তর : Bugula-র সম্পূর্ণ কলোনিকে জুয়ারিয়াম (Zoarium) বলে ।
(ঘ) মিক্সোট্রফিক পুষ্টি কী? (What is Mixotrophic nutrition?)
উত্তর : Euglena-র হলোফাইটিক এবং স্যাপ্রোফাইটিক পুষ্টিকে একত্রে মিক্সোট্রফিক পুষ্টি বলে।
ঙ) গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলতে কী বুঝ? (What do you mean by Gastrovascular cavity?)
উত্তর : গ্যালেট, পাকস্থলি, অরীয় নালি ও বলয় নালি মিলে যে গহ্বর গঠিত হয়, তাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে।
চ) এপিটোক অঞ্চল বলতে কি বুঝায়? (What is meant by Epitoke region?)
উত্তর : যৌন পরিপক্ক Neanthes-এর দেহের দীর্ঘ পশ্চাৎ অর্ধাংশ যা গ্যামেট ধারণ করে। তাকে এপিটোক বলে।
(ছ) বোজানাসের অঙ্গ কী? (What is organ of Bojanus?)
উত্তর : মোলাস্কা পর্বের প্রাণীদের বৃক্ক বা রেচন অঙ্গকে বোজানাসের অঙ্গ বলে।
(জ) অ্যাপেনডিক্স মাসকুলিনা কী? (What is Appendix Musculina?)
উত্তর : বেশিরভাগ পুরুষ চিংড়ির দ্বিতীয় প্লিওপডের অ্যাপেন্ড্রিক্স ইন্টারনা এবং মেসিয়াল মার্জিনের মধ্যে একটি ল্যাপেট ঢোকানো হলে তাকে অ্যাপেনডিক্স মাসকুলিনা বলে।
(ঝ) স্নাইম গ্ৰন্থি কী? (What is slime gland?)
উত্তর : Peripatus-এর দেহগহ্বর উভয় পাশে একজোড়া রাইম গ্রন্থি থাকে যাদের নালি মৌখিক প্যাপিলায় উন্মুক্ত। এই রাইম গ্রন্থির রসকে Slime বলে।
(ঞ) হেক্সাকাস্থ বলতে কী বুঝায়? (What is_meant by Hexacanth?)
উত্তর : ফিতাকৃমি গঠনের শুরুতে মরুলার পশ্চাৎ দিকের কাইটিনময় ৬ টি হুক বিশিষ্ট ভ্রূণকে হেক্সাক্যান্থ বলে।
(ট) কালাজ্বর কী? (What is kala-azar?)
উত্তর : Leishmania donovani নামক পরজীবীর আক্রমণে যে রোগ সৃষ্টি হয় তাকে কালাজ্বর বলে।
ড) Lingula কোন পর্বের প্রাণী? (In which phylum Lingula belongs to?)
উত্তর : Barchiopoda পর্বের অন্তর্গত।
Advertisement 2
Zoology 1st paper Suggestion PDF 2024
খ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
২। Ctenophora পর্বের বৈশিষ্ট্যগুলো লিখ। [(Write the characteristics of phylum Ctenophora.)
৪। চিত্রসহ কোয়ানোসাইট কোষের গঠন ও কাজ লিখ। (Write down the structure and functions of a Choanocyte cell with labelled diagram.)
৫। Euglena এর চলন বর্ণনা কর। (Describe the locomotion of Euglena.)
৬। হিমোসিল ও সিলোমের মধ্যে পার্থক্য দেখাও। (Differentiate between Haemocoel and Coelom.)
৭। Ascaris এর পরজীবীয় অভিযোজন বর্ণনা কর। (Describe the parasitic adaptation of Ascaris.)
৭। Obelia এর জীবনচক্রে মেটাজেনেসিসের বর্ণনা দাও। (Describe the metagenesis in the life-cycle of Obelia.)
৮। কানেকটিভ ও কমিশিউর এর মধ্যে পার্থক্য দেখাও।(Differentiate between connective and commisure.)
৯। Astropecten এর লার্ভার বর্ণনা দাও। (Describe the larva of Astropecten.)
ডিগ্রী ১ম বর্ষের প্রাণিবিজ্ঞান ১ম পত্র স্পেশাল সাজেশন 2024, প্রাণিবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন,প্রাণিবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2024
১০। Euglena-র প্রাণী ও উদ্ভিদ বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। (Mention the animal and plant character of Euglena.)
Advertisement 2
১১। Paramecium-এর চলন বর্ণনা কর । (Describe the locomotion of Paramecium.)
১২।, Eimeria-র রোগতাত্ত্বিক দিক লিখ। (Write down the pathogenecity of Eimeria.)
১৩। স্কোলেক্স-র গঠন বর্ণনা কর। (Describe the structure of scolex.)
১৪। Parazoa ও Metazoa এর মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between Parazoa and Metazoa.)
১৫। চিত্রসহ শিখা কোষের গঠন ও কাজ লিখ। (Write down the structure and functions of a flame cell with labelled diagram.)
১৬। খণ্ডক ও প্রোগ্লটিডের মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between segment and proglottid.)
১৭। Neanthes ও Heteroneanthes এর মধ্যে পার্থক্য কর। (Differentiate Neanthes from Heteroneanthes.)
Advertisement 4
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
2024 ডিগ্রী ১ম বর্ষের প্রাণিবিজ্ঞান ১ম পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী প্রথম বর্ষ প্রাণিবিজ্ঞান ১ম পত্র সাজেশন
গ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। Paramecium-এর কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর । (Describe the conjugation process of Paramecium.)
২। Eimeria tenella এর জীবন-চক্র বর্ণনা কর। (Describe the life-cycle of Eimeria tenella.)
৩। দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণসহ Platyhelminthes পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। (Classify the phylum Platyhelminthes up to orders with two diagnostic characters and one example of each.)
৪। Lamellidens এর শ্বসনতন্ত্র বর্ণনা কর। (Describe the respiratory system of Lamellidens.)
৫। Macrobrachium-এর রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা দাও। (Describe the circulatory system of Macrohrachium.)
৬। Balanoglossus এর সম্বন্ধপরতা আলোচনা কর । (Discuss the affinities of Balanoglossus.)
৭। Neanthes-এর রেচনতন্ত্রের বর্ণনা দাও। (Describe the excretory system of Neanthes.)
৮। নিম্নলিখিত যে কোনো দুটি প্রাণীর স্বভাব, বাসস্থান, খাদ্য ও অর্থনৈতিক গুরুত্ব লিখ : (Write down the habit, habitats, food and economic importance of any two of the following animals : (ক) Spongilla (খ) Trypanosoma (গ) Balanus / (ঘ) Echinus
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর special short suggestion degree 1st year Non chordate 2024 ডিগ্রী ১ম বর্ষের প্রাণিবিজ্ঞান ১ম পত্র বা নন-কর্ডাটা পরীক্ষার সাজেশন 2024
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] .
৯।চিহ্নিত চিত্রসহ Hamiphora-র অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা কর । (Describe the morphological structure of Hormiphora with labelled diagram.)
১০।Scypha-র নালীতন্ত্র বর্ণনা কর।(Describe the canal system of Scypha.)
১১। Obelia-র বিভিন্ন ধরনের জুইডের বর্ণনা দাও। (Describe different types zooides of Obelia.)
১২। Taenia solium এর জীবনচক্র বর্ণনা কর। (Describe the life-cycle of Taenia solium.)
১৩।চিংড়ির শিরোপাঙ্গসমূহের বর্ণনা দাও। (Describe the cephalic appendages of prawn.)
১৪।তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণসহ Mollusca পর্বকে শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। (Classify the phylum Mollusca up to classes with three diagnostic characters and one example of each.)
১৫।Astropecten এর পানি সংবহনতন্ত্রের বর্ণনা দাও।(Describe the water vascular system of Astropecten.)
১৬। নিম্নলিখিত যে কোনো দুটি প্রাণীর স্বভাব, বাসস্থান ও অর্থনৈতিক গুরুত্ব লিখ : (Write down the habit, habitats and economic importance of any two of the following animals 🙂 (ক) Leishmania (খ) Schistosoma (গ) Tubifex ঘ) Drosophila
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের প্রাণিবিজ্ঞান ১ম পত্র 2024 ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন প্রাণিবিজ্ঞান ১ম পত্র সাজেশন 2024
শ্রেণীবিন্যাস (1)
১। নিডারিয়া ও টেনােফোরাকে কীভাবে পৃথক করবে?
২। মােলাস্কা পর্বের সাধারণ বৈশিষ্ট্য লিখ??
৩। অ্যাসিলােমেট ও সিলােমেট -এর পার্থক্য লিখ?
৪। দুটি করে বৈশিষ্ট্য ও একটি উদারহ্ণসহ(বৈজ্ঞানিক নামসহ) পর্ব Annelida কে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর?
৫। তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি উদারহণসহ platyhelminthes পর্বকে বর্গ পযন্ত শ্রেণিবিন্যাস কর?
Euglena, Entamoeba(2)
১। Euglena উদ্ভিদ না প্রাণী? তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও?
২। Euglena -র পুষ্টির ধরণ বর্ণনা কর?
৩। Euglena -র পুষ্টির প্রক্রিয়া বর্ণনা কর???
৪। Euglena -র প্রজননের বর্ণনা কর??
৫। Entamoeba এর রােগতাত্ত্বিক দিক আলােচনা কর?
৬। Entamoeba-এর ট্রফোজুয়েট দশা আলােচনা কর? |
৭। অ্যামিবিয়াসিস কি এর লক্ষণ ও প্রতিকার লিখ?
Phylum-apicomplexa(2)
১। ইরাইথ্রোসাইটিক সাইজোনিক বিবরণ দাও?
২। Plasmodium vivax-এর জীবনচক্র আলােচনা কর?
Degree Zoology 1st paper Suggestion 2024, প্রাণিবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন,প্রাণিবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2024
Phylum-Ciliophora (2)
১। Paramecium-এর আচারণের বিশেষত্ব গুলাে কি কি ?
২। Paramecium-এর ক্ষেত্রে কনজুগেশনের তাৎপর্য আলােচনা কর ???
৩। কনজুগেশন কী? Paramecium-এর কনজুগেশন বর্ণনা কর ?
প্রতীক প্রাণী-স্কাইফা, Phylum- Porifera(2)
১। স্পনজকে প্যারাজোয়া বলা হয় কেন?
২। নালিতন্ত্র এর জৈবিক তাৎপর্য আলােচনা কর?
৩। স্কাইফা নালিতন্ত্র এর বর্ণনা দাও?
Obelia, Phylum- Cnidaria(2)
১। টেনােফোরা ও নিডারিয়া-র মধ্যে পার্থক্য লিখ?
২। পলিপ ও মডুসার পার্থক্য লিখ?
৩। Obelia- এর কলােনি একটি Trimorphic কলােনি ব্যাখ্যা কর??
hormiphora, PhylumCtenophora(2)
১। টেনােফোরা ও নিডারিয়ার মধ্যে পার্থক্য লিখ ??
২। চিত্রসহ অঙ্গ সংস্থানিক বা আঙ্গিক বৈশিষ্ট্য সমূহের বিবরণ দাও?
fusciola, taenia
১। platyhelminthes পর্বের প্রাণীদের অভিযােজন আলােচনা কর?
২। Taenia solium-এর জীবন চক্র আলােচনা কর?
প্রতীক প্রাণী- Ascaris
১। চ্যাপ্টা কৃমি ও গােল কৃমির মধ্যে পার্থক্য লিখ?
প্রতীক প্রাণী-pila
১। pila একটি উভচর মােলস্কা বণর্না কর?
২। pila স্নায়ুতন্ত্রের বিবরণ দাও?
প্রতীক প্রাণী-Neanthes
১। সবুজ গ্রন্থির গঠন ও কাজ লিখ?
প্রতীক প্রাণী-Astropecten
১। Astropecten-এর নালিপদের বর্ণনা কর?
২। Astropecten-এর জীবনে পানি সংবহনতন্ত্রের জীবতাত্ত্বিক গুরুত্ব লিখ?
৩। Astropecten-এর হিমালতন্ত্রের বর্ণনা কর
প্রােটোজোয়াঃ নিউক্লিও বস্তু এবং পুষ্টি(3)
১। পুষ্টি কি? প্রােটোজোয়ানদের পুষ্টির বর্ণনা দাও?
২। প্রবাল কি? বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের বিবরণ দাও?
৩। পাঁচটি ক্রাস্টেশিয়ান লার্ভার চিত্রসহ বিবরণ দাও?
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Zoology 1st paper Suggestion PDF 2024 Zoology 1st paper Degree 1st Year Suggestion PDF 2024, Degree 1st Year Zoology 1st paper Suggestion 2024, Degree Zoology 1st paper Suggestion 2024
Advertisement 5
Advertisement 3