ডিগ্রী ইসলামের ইতিহাস ৪র্থ পত্র সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ভারতে মুসলমানদের ইতিহাস ( ১৫২৬-১৮৫৮ খ্রিষ্টাব্দ) (History of Muslims in India (1526-1858 AD)) সুপার সাজেশন ইসলামের ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের History of Islam 4th paper Suggestion Degree 2nd year Subject Code: 121603 |
PDF Download ইসলামের ইতিহাস ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, ইসলামের ইতিহাস ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ইসলামের ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ ইসলামের ইতিহাস ৪র্থ পত্র সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘হুমায়ুননামা’ কে রচনা করেন?
উত্তর ‘হুমায়ুননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
২. আবুল ফজল কে ছিলেন?
উত্তর আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাকবি।
৩. ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ কী?
উত্তর তুজুক-ই-জাহাঙ্গীরী গ্রন্থটির রচয়িতা সম্রাট জাহাঙ্গীর।
৪. ‘ফাতাওয়া আলমগীরী’ কী ধরনের গ্রন্থ?
উত্তর ফাতাওয়ায়ে আলমগীরী ইসলামী আইন সংকান্ত গ্রন্থ।
৫. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
৬. সম্রাট বাবরের পূর্ব নাম কী?
উত্তর সম্রাট বাবরের পুরো নাম জিহিরউদ্দিন মোহাম্মদ বাবর।
৭. বাবর শব্দের অর্থ কী?
উত্তর বাবর শব্দের অর্থ বাঘ।
৮. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
উত্তর পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদী।
৯. হুমায়ুন শব্দের অর্থ কী?
উত্তর হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।
১০. কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর কনৌজের যুদ্ধ ১৫৪০ খ্রিস্টাব্দের ১৭ মে সংঘটিত হয়েছিল।
১১. গুলবদন বেগম কে ছিলেন?
উত্তর গুলবদন বেগম ছিলেন সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন।
১২. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন?
উত্তর সম্রাট আকবর ১৭৭৬ খ্রিস্টাব্দে বাংলা জয় করেন।
১৩. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন?
অথবা, কোন সম্রাট কবুলিয়াত পাট্টা প্রবর্তন করেন?
উত্তর কবুলিয়াত ও পাট্টা সম্রাট শেরশাহ প্রবর্তন করেন।
১৪. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর সংঘটিত হয়েছিল।
১৫. কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
উত্তর সম্রাট জিজিয়া কর রহিত করেন।
১৬. জাহাঙ্গীর ‘দস্তর উল আমলে’ কয়টি আইন ছিল?
উত্তর ‘দস্তর উল আমলে’ জাহাঙ্গীরের আমলে ১২ টি আম ছিল।
১৭. নুরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর নুরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা।
১৮. ‘স্থাপত্যের রাজপুত্র’ বলা হয় কাকে?
উত্তর মুঘল ইতিহাসে `The Prince off builder’s’ ছিলেন সম্রাট শাহজাহান।
১৯. সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম কী?
উত্তর সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম আরজুমান্দ বানু।
২০. তাজমহলের স্থপতির নাম কী?
উত্তর তাজমহলের স্থাপত্যের নাম ওস্তাদ ঈশা খাঁ ।
২১. শিবাজী কে ছিলেন?
উত্তর শিবাজী মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন।
২২. শিবাজী কাদের নেতা ছিলেন?
উত্তর শিবাজী মারাঠাদের নেতা ছিলেন।
২৩. মুঘল আমলের প্রাদেশিক শাসনকর্তা পদবী কী ছিল?
উত্তর মুঘল আমলের প্রাদেশিক শাসনকর্তার পদবী ছিল সুবাদার।
২৪. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?
উত্তর ইংরেজ বণিকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ১৬০০ খ্রিস্টাব্দে।
২৫. কলকাতা নগরীরপত্তন করেন কে?
উত্তর কলকাতা নগরীরপত্তন করেন জব চার্নক।
২৬. রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়।
২৭. ‘দি ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটি লেখক কে?
উত্তর ‘দি ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থের লেখক উইলিয়াম হান্টার।
ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬-১৮৫৮ খ্রি.)
২৮. কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?
উত্তর কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস।
২৯. দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর দ্বৈতশাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ প্রবর্তন করেন।
৩০. সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
উত্তর সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
৩১. ভারতে সতীদাহ প্রথা রহিত করেন কে?
উত্তর ভারতে সতীদাহ প্রথা রহিত করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৩২. ১৮৫৭ সাল ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণে এ সাল ইতিহাসে বিখ্যাত।
৩৩. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
৩৪. লক্ষীবাঈ কে ছিলেন ছিলেন?
উত্তর লক্ষ্মীবাঈ রাজা ছিলেন ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর বিধবা স্ত্রী।
History of Islam 4th paper Suggestion PDF 2024
ক-বিভাগযে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি।
১. ইতিহাসের জনক কে? উত্তর:-হেরোডোটাস।
২. ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তি কার? উত্তর:- ই এইচ কারের।
৩. আইন ই আকবরী গ্রন্থের মূলপ্রতিপাদ্য বিষয় কি? উত্তর:- মুঘল প্রশাসনের বিস্তারিত বিবরণ।
৪. শিবাজী কে ছিলেন? উত্তর:- শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।
৫. বাবর শব্দের মূল অর্থ কী? উত্তর:- বাঘ, Tiger.
৬. আইন ই আকবরী গ্রন্থেও রচিয়তা কে ছিলেন? উত্তর:- ঐতিহাসিক আবুল ফজল।
৭. আকবর নামা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর:- আবুল ফজল।
৮. সম্রাট বাবরের পূর্ণনাম কি? উত্তর:- জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
৯. হুমায়ন শব্দের অর্থ কী? উত্তর:- ভাগ্যবান।
১০. ঐতিহাসিক চৌসার যুদ্ধ সংঘটিত হয় কত সালে? উত্তর:- ১৫৩৯ খ্রি: ২৬ জুন।
১১. সম্রাট আকবরের পিতার নাম কি ছিলেন? উত্তর:- সম্রাট হুমায়ূন।
১২. রিয়াজ উস সালাতিন গ্রন্থেও রচিয়তা কে উত্তর:- গোলাম হোসেন সেলিম।
১৩. সম্রাট আকবর কত সাল বাংলা বিজয় করেন? উত্তর:- ১৫৭৫ সালে।
১৪. সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কি? উত্তর:- আরজুমান্দ বানু বেগম।
১৫. আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? উত্তর:- মাত্র ১৩ বছর বয়সে।
১৬. বৈরাম খান কে ছিলেন? উত্তর:- সম্রাট আকবরের অভিভাক ও সেনাপতি।
১৭. সম্রাট জাহাঙ্গীরের আসল নাম কি ছিল? উত্তর:- যুবরাজ সেলিম।
১৮. শাহজাহান স্থাপত্য শিল্পের শেষ্ট নিদর্শন কি? উত্তর:- আগ্রার তাজমহল।
১৯. আওরঙ্গজেবের জীবনী কার্যের নাম কি? উত্তর:- Sir adamant Sinkar.
২০.শাহজাহান কোথায় তার নতুন রাজধানী স্থাপন করেন? উত্তর:- আগ্রা হতে দিল্লীতে।
২১. ঐতিহাসিক পুরবন্দরের সন্ধি সংঘটিত হয় কত সালে? উত্তর:- ১৬৬৫ সালে।
২২. পানি পথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর:- ১৫২৬ সালে।
২৩. পানি পথের প্রথম যুদ্ধে বাবর প্রতিপক্ষ কে ছিলেন? উত্তর:- ইব্রহিম লোদী।
২৪. পানি পথেল দ্বিতীয় যুদ্ধ কখন এবং কার সাথে হয়? উত্তর:- ১৫৫৬ সালে এবং সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে।
২৫.খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর:- ১৫২৭ সালে।
২৬.গ্রান্ডট্রাঙ্ক রোড কে নিমার্ণ করেন? উত্তর:- সম্রাট শেরশাহ।
২৭.শেরশাহের বাল্য নাম কি ছিল? উত্তর:- পকৃত নাম ফরিদ।
২৮. বাংলার মোগল আমলে বাংলার প্রদান পেশা কি ছিলে? উত্তর:- কৃষি।
২৯.ইউসুফ জুলেখা কার লেখা? উত্তর:- শাহ মুহম্মদ সগীর।
৩০. মুঘল শিক্ষা বিস্তারে কার শাসনামল গুরুত্বপূর্ণ? উত্তর:- আকবরের শাসন।
৩১. গৌড়ের সোনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর:- নসরত শাহ।
৩২. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন? উত্তর:- পর্তুগীজরা।
৩৩.ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় কত সালে? উত্তর:- ১৫৯৯ সালে।
৩৪.কোম্পানী রানী এলিজাবেথের সনদ লাভ করে কত সালে? উত্তর:-১৬০০ সালে।
৩৫.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর:- লর্ড ওয়েলেসলি ।
৩৬. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? উত্তর:- লর্ড কর্ণওয়ালিশ।
৩৭.বাংলার কোন সুবাদার তাদের বিনা শুল্কে বাণিজ্যের সুযোগ দেন? উত্তর:- সুবাদার শায়েস্তা খান।
৩৮.ফরাসিয়া কত সালের দিকে ভারতে বাণিজ্যের আগমন করেছিল? উত্তর:- ১৬৬৭-৬৮ সালের দিকে
৩৯.ইংরেজরা কত সালে তাদের ১ম বাণিজ্য কুটি স্থাপন করেছিলেন? উত্তর:- ১৬১৩ সালে।
৪০.ইঙ্গ ফরাসী দ্বন্দ্বের আরেকটি গুরুত্ব পূর্ণ কারণ ছিল? উত্তর:- সপ্তবর্ষীব্যাপী যুদ্ধ।
৪১. মীর জুমলা কে ছিলেন? উত্তর:- মোগল সুবাদার ছিলেন।
৪২.শায়েস্তা খন কত সালে বাংলার সুবাদার নিযুক্ত হন? উত্তর:- ১৬৬৩ সালে।
৪৩.ডুপ্লে কে ছিলেন? উত্তর:- পন্ডিচেরীর ফরাসি গভর্ণর ছিলেন।
৪৪.সিরাজ উদ-দৌলা মহনলালকে কি পদে উন্নীত করেছিলেন? উত্তর:- রায়-রায়ান।
৪৫.বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর:- নবাব সিরাজ উদ-দৌলা।
৪৬.কলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে? উত্তর:- জব চার্নক।
৪৭.দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে? উত্তর:- ডব্লিউ ডব্লিউ হান্টার ।
৪৮.ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? উত্তর:- ১৮৫৪-১৮৫৬ সালে।
৪৯. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্ণর জেনারেল কে ছিলেন? উত্তর:- লর্ড ক্যানিং।
৫০.সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর:- দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,ইসলামের ইতিহাস ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ‘তুজুক ই বাবরি’ গ্রন্থ সম্পর্কে লেখ।
২. আবুল ফজলের পরিচয় দাও।
৩. সম্রাট হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন?
৪. মুঘল- আফগান দ্বন্দ্ব সম্পর্কে লেখ।
৫. পানিপথের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দাও।
৬. পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।
৭. আকবরের ‘দ্বিন-ই-ইলাহি’ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৮. মোজাদ্দিদ আলফে-সানির পরিচয় দাও।
৯. মমতাজমহলের পরিচয় দাও।
১০. ময়ূর সিংহাসনের ওপর একটি টীকা লেখ।
১১. মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
১২. মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে লেখ।
১৩. মুঘল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।
১৪. মুঘল চিত্রকলা পারসিক প্রভাব লেখ।
১৫. ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৬. মুঘল সংগীত সম্পর্কে যা জান লেখ।
১৭. পলাশীর যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর।
১৮. দ্বৈতশাসন কী?
১৯. ছিয়াত্তরের মন্বন্তর কী?
২০. সূর্যাস্ত আইন কী?
২১. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সামাজিক ও অর্থনৈতিক কারণ সমূহ লেখ।
২২. ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ-বিভাগ যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
১. কবুলিয়ত ও পাট্টা কি
২. বার ভূঁইয়া কারা?
৩. মনসবদারী প্রথা কি?
৪. মুজাদ্দিদ আলফি সানীর পরিচয় দাও।
৫. তাজমহলের ওপর একটি টীকা লিখ।
৬. মুঘল সঙ্গীত সম্পর্কে যা জান লিখ। উত্তর দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন ।
৭. মমতাজ মহলের পরিচয় দাও।
৮. অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা কর।
৯. দ্বৈত শাসন কিউিত্তর দেখুন বিগত ২০১৭ সালের প্রশ্নে দেখুন।
১০. ছিয়াত্তরের মন্বন্তর কী?
১১. ১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ কারণ লিখ।
১২. লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতি কি?
১৩.ভারত থেকে ডুপ্লেকে প্রত্যাহারের কারণ লিখ।
১৪. যে সব কারণে প্রথম কর্ণাটক যুদ্ধ সংঘটিত হয় লিখ ।
১৫. লর্ড ইউলিয়াম বেন্টিং এর সামাজিক সংস্কারসমূহ আলোচনা কর।
১৭.বাহাদুর শাহ কে ছিলেন? নাদিও শাগের দিল্লি আক্রমণ সম্পর্কে লিখ।
১৬. লর্ড ক্লাইভের দিওয়ানি লাভ সম্পর্কে লিখ।
১৮. নূরজাহান কে ছিলেন? মূঘল সাম্রাজ্যের পতন সংক্ষেপে লিখ।
১৯. মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
২০. চেঙ্গিস খানের পরিচয় দাও। বৈরাম খান কে ছিলেন?
২১. মুঘল ইতিহাসের উৎসসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২২.পলাশী যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর।
২৩.সম্রাট জাহাঙ্গীরের ওপর নূরজাহানের কতটা প্রভাব ছিল উল্লেখ কর।
2024 ডিগ্রী ২য় বর্ষের ইসলামের ইতিহাস ৪র্থ পত্র পরীক্ষার সাজেশন
গ-বিভাগ যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
১. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন কর।
২. হুমায়ূন ও শের শাহের সংঘর্ষের বিবরণ দাও। শের শাহের সাফল্যের কারণ কি?
৩. সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও ।
৪. তৃতীয় পাণি পথের যুদ্ধের বিবরণ দাও।
৫. সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন? ।
৬. সম্রাট আওঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা কর।
৭. বক্সারের যুদ্ধের কারণগুলো চিহ্নিত কর এবং এর গুরুত্ব লিখ।
৮. পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৯. ১৭৬৫ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানী লাভের পটভূমি ও ফলাফল পর্যালোচনা কর।
১০.হাজী শরিয়ত উল্লাহর অবদান উল্লেখপূর্বক ফরায়েজি আন্দোলনের বিবরণ দাও।
১১. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ কী? ইহা ব্যর্থ হয়েছিল কেন?
১২. তিতুমীরের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও এর প্রকৃতি এবং ব্যর্থতার কারণগুলো আলোচনা কর ।
১৩.ভারতে প্রাধান্য কর্নাটক যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
১৪. লর্ড উইলিয়াম বেন্টিং এর সামাজিক সংস্কারসমূহ আলোচনা কর।
১৫. মুঘল যুগের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।
১৬. পানি পথের প্রথম যুদ্ধের বিবরণ দাও। এই যুদ্ধের ফলাফল কি ছিল?
১৭. মানসবদারি প্রথার ইতিবাচক ফলাফল বর্ণনা কর।
১৮. লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপনীতি কি? এর নীতি ব্যাখ্যা কর।
১৯. ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন?
২০.পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লিখ এবং সম্রাট হুমায়ূনের চরিত্র মূল্যায়ন কর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন ইসলামের ইতিহাস ৪র্থ পত্র সাজেশন 2024
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. মুঘল আমলের ও ইতিহাসের উৎস সমূহের বিবরণ দাও।
২. শেরশাহের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
৩. সম্রাট আকবরের রাজপুতনীতি আলোচনা কর।
৪. সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও।
৫. মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন কর।
৬. সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল নির্ণয় কর।
৭. মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর।
৮. তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা কর।
৯. মুঘল সাম্রাজ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. মুঘল আমলে ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
১১. ভারতের প্রাধান্য বিস্তারের জন্য ইঙ্গ-ফরাসি দের মধ্যে সংঘর্ষ হয় তার বিবরণ দাও।
১২. পলাশীর যুদ্ধের পটভূমি ও গুরুত্ব বর্ণনা কর।
অথবা, পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা কর।
১৪. দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার প্রজাদের উপর কী পরিনাম নিয়ে এসেছিল ব্যাখ্যা কর।
১৫. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লিখ।
১৬. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল নিরূপণ কর।
অথবা, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৭. বক্সারের যুদ্ধের কারণগুলো চিহ্নিত কর।
Degree 2nd year Common Suggestion 2024
BA/BSS/BBA ডিগ্রী ২য় বর্ষের সাজেশন 2024
বিষয় | সুপার সাজেশন |
---|---|
বাংলা জাতীয় ভাষা (Bangla) Subject Code: 131003 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র (Political Science 3rd Paper) Subject Code: 121901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র (Political Science 4th Paper) Subject Code: 121903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৩য় পত্র (Sociology 3rd paper) Subject Code: 122001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র (Sociology 4th paper ) Subject Code: 122003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৩য় পত্র (Social work 3rd paper) Subject Code: 122101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৪র্থ পত্র ( Social work 4th paper) Subject Code: 122103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৩য় পত্র ( History 3rd paper ) Subject Code: 121501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৪র্থ পত্র (History 4th paper ) Subject Code: 121503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৩য় পত্র (History of Islam 3rd paper) Subject Code: 121601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র (History of Islam 4th paper) Subject Code: 121603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৩য় পত্র ( Philosophy 3rd paper) Subject Code: 121701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৪র্থ পত্র ( Philosophy 4th paper ) Subject Code: 121703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র (Geography 3rd Paper) Subject Code: 123201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ৪র্থ পত্র (Geography 4th paper) Subject Code: 123203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৩য় পত্র (Psychology 3rd paper ) Subject Code: 123401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৪র্থ পত্র (Psychology 4th paper ) Subject Code: 123403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র ( Islamic Studies 3rd Paper) Subject Code: 121801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র (Islamic Studies 4th Paper ) Subject Code: 121803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৩য় পত্র (Economics 3rd paper ) Subject Code: 122201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৪র্থ পত্র (Economics 4th paper ) Subject Code: 122203 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৩য় পত্র ( Management 3rd paper ) Subject Code: 122601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৪র্থ পত্র ( Management 4th paper) Subject Code: 122603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৩য় পত্র (Accounting 3rd Paper) Subject Code: 122501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র (Accounting 4th Paper ) Subject Code: 122503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৩য় পত্র (Finance and Banking 3rd Paper ) Subject Code: 122401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ পত্র (Finance and Banking 4th Paper) Subject Code: 122403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৩য় পত্র (Marketing 3rd paper ) Subject Code: 122301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৪র্থ পত্র (Marketing 4th paper ) Subject Code: 122303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৩য় পত্র ( Zoology 3rd paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৪র্থ পত্র (Zoology 4th paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৩য় পত্র (Chemistry 3rd paper) Subject Code: 122801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৪র্থ পত্র (Chemistry 4th paper) Subject Code: 122803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৩য় পত্র (Botany 3rd paper ) Subject Code: 123001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৪র্থ পত্র (Botany 4th paper ) Subject Code: 123003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৩য় পত্র ( Physics 3rd paper ) Subject Code: 122701 | সুপার সাজেশন লিংক |
পদার্থ বিজ্ঞান ৪র্থ পত্র ( Physics 4th paper) Subject Code: 122703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৩য় পত্র (Math 3rd paper) Subject Code: 123701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৪র্থ পত্র ( Math 4th paper) Subject Code: 123703 | সুপার সাজেশন লিংক |