Google Adsense Ads
ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র স্পেশাল সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রিস্টাব্দ) (Political and Cultural History of Islam (750-1258 A.D)) সুপার সাজেশন ইসলামের ইতিহাস ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের History of Islam 2nd Paper Suggestion Degree 1st year Subject Code: 111603 |
PDF Download ইসলামের ইতিহাস ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, ইসলামের ইতিহাস ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড ডিগ্রী ইসলামের ইতিহাস ২য় পত্র সাজেশন
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
History of Islam 2nd Paper Degree 1st Year Suggestion PDF 2025
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: আব্বাসি খিলাফত ৭৫০ প্রতিষ্ঠিত হয়েছিল?
২. আব্বাসি খিলাফা মোট কতজন?
উত্তর: আব্বাসি খিলাফা মোট ৩৭ জন।
৩. আবু মুসলিম কে ছিলেন?
উত্তর: আবু মুসলিম ছিলেন আব্বাসি আন্দোলনের প্রধান সেনাপতি।
৪. ‘আস সাফফাহ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আস সাফফাহ’ শব্দের অর্থ হলো রক্তপিপাসু।
৫. আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?
উত্তর: আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী কুফায় ছিল।
৬. আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর।
৭. সানবাদ কে ছিলেন?
উত্তর: সানবাদ পারস্যের মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন।
৮. রুসাফা কী?
উত্তর: আব্বাসি দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হলো রুসাফা।
৯. নাইসিফোরাস কে ছিলেন?
উত্তর: নাইসিফোরাস বাইজান্টাইন সম্রাট ছিলেন।
১০. খলিফা হারুন অর রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন?
উত্তর: খলিফা হারুন অর রশিদের সমসাময়িক চীনা সম্রাট ফাগফুর ছিলেন।
১১. বার্মাকি শব্দের অর্থ কী?
উত্তর: বার্মাকি শব্দের অর্থ হলো পুরোহিত।
১২. বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতা হলো খালিদ বার্মাক।
১৩. খালিদা আল মামুনের প্রধান উজিরের নাম কী?
উত্তর: খালিদা আল মামুনের প্রধান উজিরের নাম ফজল বিন সাহল।
১৪. বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মুইজ উদ দৌলা।
১৫. সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সেলজুক বংশের প্রতিষ্ঠাতা সেলজুকের পৌত্র তুঘ্রিল।
১৬. কোন সেলজুক শাসককে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা’ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: সেলজুক সুলতান মালিক শাহকে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা’ উপাধিতে ভূষিত করা হয়।
১৭. আতাবেগ কার উপাধি?
উত্তর: আতাবেগ নিজামুর মুলকের উপাধি।
১৮. ‘সিয়াসতনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘সিয়াসতনামা’ গ্রন্থটির রচয়িতা নিজামুল মুলক।
১৯. নিজামিয়া মাদ্রাসা কোথায়?
উত্তর: নিজামিয়া মাদ্রাসা ইরাকের বাগদাদে।
ডিগ্রী প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ২য় পত্র সাজেশন
২০. ‘ক্রুসেড’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ক্রুসেড’ শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ।
২১. সামানি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সামানি বংশের প্রতিষ্ঠাতা নসর ইবনে আহমদ।
২২. জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন?
উত্তর: জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কারণ এটা মুসলমান, খ্রিস্টান ও ইহুদিধর্মের জন্য পবিত্র।
২৩. বায়তুল হিকমা কী?
উত্তর: খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত একটি বিখ্যাত গবেষণার হলো বায়তুল হিকমা।
২৪. ‘রায়হানি’ কী?
উত্তর: আব্বাসি খলিফা আল মামুনের রাজত্বকালে উদ্ভূত এক প্রকার হস্তলিপি রীতি হলো ‘রায়হানি’।
২৫. ইসলামের ইতিহাসের জনক কে?
উত্তর: ইসলামের ইতিহাসের জনক হলেন আল মাসুদি।
২৬. ‘রাক্কা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রাক্কা’ শব্দের অর্থ জলাভূমি।
২৭. ‘আরব্য রজনী’ কে সংকলন করেন?
উত্তর: ‘আরব্য রজনী’ কে সংকলন করেন আব্বাসি খলিফা হারুন অর রশিদ।
২৮. ‘মানারা আল মালবিয়া’ কী?
উত্তর: আব্বাসিদের সময় একটি বিশেষ মিনার মসজিদে স্থাপিত হতো, সেটির নাম ‘মানারা আল মালবিয়া’।
২৯. আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি।
৩০. মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াসিলবিন আতা।
2025 ডিগ্রী ১ম বর্ষের ইসলামের ইতিহাস ২য় পত্র পরীক্ষার সাজেশন
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. জাব যুদ্ধ সম্পর্কে যা জান লেখ।
২. খলিফা আবুল আব্বাস কে ছিলেন?
৩. নাসিবিন এর যুদ্ধের বর্ণনা দাও।
৪. আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
৫. আবু মুসলিম খোরাসানি কীভাবে নিহত হয়েছিলেন?
৬. রাওয়ানদিয়া সম্প্রদায় কারা?
৭. শিয়া সম্পর্কে কী জান?
৮. নহর-ই জুবাইদা সম্পর্কে টীকা লিখ।
৯. আল-আমিন ও আল-মামুনের মধ্যে গৃহযুদ্ধের দুটি কারণ লিখ।
১০. নিজামুল মুলক এর ওপর একটি টীকা লিখ।
১১. নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জান লিখ।
১২. গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে ধারণা দাও।
Google Adsense Ads
১৩. আব্বাসী বংশ পতনের দুটি প্রধান কারণ বর্ণনা কর।
১৪. হুনায়িন ইবনে ইসহাকের পরিচয় দাও।
১৫. আলিফ লায়লা ওয়া লায়লার ওপর একটি টীকা লিখ।
১৬. ইবনে সিনা সম্পর্কে যা জান লেখ।
১৭. আব্বাসি আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ করা।
১৮. আহমদ ইবনে তুলুন মসজিদের স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ করা।
১৯. ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত আশারিয়াদের মতবাদ উল্লেখ কর।
২০. মুতাজিলা সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ সম্পর্কে একটি ধারণা দাও।
2025 ডিগ্রী প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ২য় পত্র সাজেশন
খ-বিভাগ
১. আবু মুসলিম খােরাসানীর পরিচয় দাও।
২. জাবের যুদ্ধ সম্পর্কে যা জানাে লিখ।
৩. খুলিফা আবুল আব্বাস | কে ছিলেন?
৪. মুসলিম খােরাসানী কিভাবে নিহত হয়েছিলেন?
৫. রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা?
৬. খলিফা আল আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের কারণ কি?
৭.নিজামুল মুলক এর পরিচয় দাও।
৮. নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জানাে লিখ।
৯, বাগদাদ ধ্বংসের কারণ লেখ সংক্ষেপে।
১০, ইবনে সিনা সম্পর্কে যা জানাে লিখ।
১১. মুতাজিলু সম্প্রদায়েরসীয় দর্শন কিচিল্লায়ের
১২. শিয়া সম্প্রদায় সম্পর্কে | কি জানাে?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র স্পেশাল সাজেশন
১. আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।
২. খলিফা হারুন আর রশীদ ইতিহাসে বিখ্যাত কেন?
৩. খলিফা হারুন আর রশীদ এর বৈদেশিক নীতি আলোচনা কর।
৪. বার্মাকি বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
৫. খলিফা আল-আমিন ও আল-মামুনের মধ্যে গৃহযুদ্ধের কারণসমূহ বিশ্লেষণ কর।
৬. শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর।
৭. ‘আজদ উদ দৌলা কেবল শ্রেষ্ঠ বুয়াইয়াই ছিলেন না, তার সময়ে সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন।’ উক্তিটি ব্যাখ্যা কর।
৮. সেলজুক সুলতান মালিক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৯. আফ্রিকায় আগালাবি রাজবংশ প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর।
১০. হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসলীলার বর্ণনা দাও।
১১. বায়তুল হিকমার শিক্ষা গবেষণা সম্পর্কে ধারণা দাও।
১২. আব্বাসী খিলাফতের সাহিত্যের ক্রমোন্নতি সম্পর্কে লিখ।
১৩. আল গাজালিকে কেন ‘হুজ্জাতুল ইসলাম’ বলা হয়? আলোচনা কর।
১৪. আব্বাসী শাসন আমলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর।
১৫. আব্বাসী স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৬. আব্বাসী আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৭. বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও এর স্থাপত্যিক বিবরণ উল্লেখ কর।
১৮. সামাররা মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯. আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদসমূহ আলোচনা কর।
২০. ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ ব্যাখ্যা কর।
ডিগ্রী ১ম বর্ষের ইসলামের ইতিহাস ২য় পত্র স্পেশাল সাজেশন 2025
গ-বিভাগ ডিগ্রী ইসলামের ইতিহাস ২য় পত্র সাজেশন
১, আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।
২. খলিফা হারুন অর রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন আলােচনা করাে।
৩. খলিফা হ্রারুন অর রশিদের বৈদেশিক নীতি আলােচনা করাে।
৪, বার্মাকী পরিবারের উত্থান ও পতনের ইতিহাস আলােচনা করাে।
৫. খলিফা আমিন ও মামুনের মধ্যকার উত্তরাধিকার যুদ্ধের কারণসমূহ আলােচনা করাে।
৬. আফ্রিকায় আগলাবীয় রাজবংশ প্রতিষ্ঠার ইতিহাস আলােচনা করাে।
৭. বুয়া ঈদ শ্রেষ্ঠ শাসকের কৃতিত্ব মূল্যায়ন করাে।
৮. হালাকু খান কৃর্তৃক বাগদাদ ধ্বংস লীলার বর্ণনা দাও।
৯. শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপােষক হিসেবে আল মামুনের কৃতিত্ব আলােচনা। করাে।
১০, আব্বাসীয় আমলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান ব্যাখ্যা করাে।
১১. বাগদাদ নগরীর স্থাপত্যিক বিবরণ উল্লেখ করাে।
১২. আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদ সমূহ আলােচনা করাে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের ইসলামের ইতিহাস ২য় পত্র 2025 ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন ইসলামের ইতিহাস ২য় পত্র সাজেশন 2025
Degree 1st year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: Degree History of Islam 2nd Paper Suggestion 2025, ইসলামের ইতিহাস ২য় পত্র চূড়ান্ত সাজেশন,ইসলামের ইতিহাস ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2025
Google Adsense Ads