ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর , সম্পর্ক বিশ্লেষণ কর ঝুঁকি ও আয়ের মধ্যে

ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর , সম্পর্ক বিশ্লেষণ কর ঝুঁকি ও আয়ের মধ্যে

উত্তর: সকল বিনিয়োগকারী তার তহবিল বিনিয়োগের পূর্বে ঐ বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় এবং ঐ বিনিয়োগের ঝুঁকির কথা বিবেচনা করে।

যে সকল বিনিয়োগকারী কোনো ঝুঁকি নিতে আগ্রহী নয়। অর্থাৎ যিনি সর্বদা ঝুঁকি এড়াতে চান তিনি। ঝুঁকিবিহীন, সরকারি বন্ডে বিনিয়োগ করবেন, যেখান থেকে একটি নির্দিষ্ট হারে নিশ্চিতভাবে আয় পাবেন।

এই আয় হারকে ঝুঁকিমুক্ত আয় বা Risk-free return বলে। অন্যদিকে, অনেক বিনিয়োগকারী আছেন যারা বেশি ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করে অতিরিক্ত আয় করতে চায়।

অর্থাৎ এ সকল বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক শেয়ারে বিনিয়োগ করে ঝুঁকিমুক্ত আয় অপেক্ষা বেশি আয় করতে চায়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত আয়কে ঝুঁকি প্রিমিয়াম (Risk premium) বলে। যত বেশি ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করা যায়, প্রত্যাশিত আয়ও তত বেশি আশা করা যায়।


আরো ও সাজেশন:-

1

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অর্থাৎ বিনিয়োগে যত বেশি ঝুঁকি থাকবে সেখান থেকে আয়ের প্রত্যাশাও তত বেশি থাকবে । ঝুঁকি ও আয়ের মধ্যকার সম্পর্ক নিম্নোক্ত চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি :

চিত্রে দেখা যাচ্ছে, OX অক্ষে ঝুঁকি বা Risk এবং OY অক্ষে আয় (Return). চিত্রে ঝুঁকি ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক সুস্পষ্ট হয়ে উঠেছে। চিত্রে OX অক্ষে দেখা যাচ্ছে যে, ঝুঁকি যত বেশি নেওয়া হচ্ছে ঠিক এর দ্বিগুণ হারে OY অক্ষে Return বা আয় বাড়ছে। সুতরাং এ বিষয়টি স্পষ্ট যে, ঝুঁকি বাড়ার সাথে সাথে আয় বাড়ার সম্ভাবনাও দেখা দেয়, ঠিক তেমনি ঝুঁকি যত কম। অর্থাৎ ঝুঁকি যদি 5 লক্ষ থেকে কমিয়ে 4 লক্ষের পরিমাণ নেওয়া হয় অপরদিকে, আয় বা Return-ও কমে গিয়ে 10 লক্ষ থেকে ৪ লক্ষে নেমে আসে। অতএব, ঝুঁকি ও আয়ের মধ্যে Positive বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, এটি প্রতীয়মান।

Leave a Comment