জ্ঞান মূলক প্রশ্ন -১ম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা এইচএসসি প্রস্তুতি

জ্ঞান মূলক প্রশ্ন -১ম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা এইচএসসি প্রস্তুতি
প্রথম অধ্যায়

ব্যবসায়ের মৌলিক ধারণা

১। ব্যবসায় কী?

 উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সব বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।

২। শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে?

 উত্তর : ব্রিটেনে।

৩। সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবক কে?

 উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।

৪। ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?

 উত্তর : উৎপাদন।

৫। বাণিজ্য কী?

 উত্তর : শিল্পে উৎপাদিত সামগ্রী প্রকৃত ভোগকারীর কাছে বণ্টনসংশ্লিষ্ট কাজকেই বাণিজ্য বলে।

৬। বৈদেশিক বাণিজ্য কী?

 উত্তর : দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে।

৭। প্রমিতকরণ কী?

 উত্তর : পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণকার্যকেই প্রমিতকরণ বলে।

৮। সামাজিক ব্যবসায় কী?

 উত্তর : যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে।

৯। প্রত্যক্ষ সেবা কী?

 উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে।

১০। পুনঃরপ্তানি কী?

 উত্তর : বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে।

H.S.C

Leave a Comment