জনাব রফিক নগদ ১,৫০,০০০ টাকা, ৭৫,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১লা জানুয়ারী তারিখে ব্যবসা আরম্ভ করল।

৩. জনাব রফিক নগদ ১,৫০,০০০ টাকা, ৭৫,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১লা জানুয়ারী তারিখে ব্যবসা আরম্ভ করল। উক্ত মাসে তার ব্যবসায়ে নি¤œলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল।


জানুয়ারী ২ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ১৫,০০০টাকা।


জানুয়ারী ৪ কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১০,০০০ টাকা।


জানুয়ারী ৮ আলমকে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হল এবং ১০০ টাকা বাট্টা পাওয়া গেল।


জানুয়ারী ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা।


জানুয়ারী ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ৩,৫০০ টাকা।

উত্তর

১ জানু ২০২০

নগদান হি: – ডেবিট, —১৫০,০০০০ টাকা

যন্ত্রপাতি হি: – ডেবিট —৭৫,০০০ টাকা

মূলধন হি: – ক্রেডিট—২২৫,০০০ টাকা

২ জানু ২০২০

ভাড়া হি:– ডেবিট, —১৫০০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—১৫০০০ টাকা

৪ জানু ২০২০

বেতন হি:– ডেবিট, —১০০০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—১০০০০ টাকা

৮ জানু ২০২০

দেনাদার/ আলম হি:– ডেবিট, —৮০০০ টাকা
নগদার হি : – ক্রেডিট—৭৯০০ টাকা
প্রপ্ত বাটা হি: – ক্রেডিট—১০০০ টাকা

২৫ জানু ২০২০

অফিস সাপ্লাইজ হি:– ডেবিট, —৫০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—৫০০ টাকা

৩০ জানু ২০২০

বীমা প্রিমিয়াম :– ডেবিট, —৩৫০০ টাকা
ব্যাংক হি : – ক্রেডিট—৩৫০০ টাকা

H.S.C

Leave a Comment