জনাব করিমকে “ক” ডেইরি ফার্ম আর্থিক ব্যবস্থাপক হিসেবে নিয়ােগ প্রদান করে। একজন আর্থিক ব্যবস্থাপক হিসেবে তাকে কী কী দায়িত্ব পালন করতে হবে ও কী কী কার্যাবলী সম্পন্ন করতে হবে তা উদাহরণ সহকারে আলােচনা করুন।

শ্রেণি: ১০ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 2667
বিভাগ: ব্যবসায় শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ জনাব করিমকে “ক” ডেইরি ফার্ম আর্থিক ব্যবস্থাপক হিসেবে নিয়ােগ প্রদান করে। একজন আর্থিক ব্যবস্থাপক হিসেবে তাকে কী কী দায়িত্ব পালন করতে হবে ও কী কী কার্যাবলী সম্পন্ন করতে হবে তা উদাহরণ সহকারে আলােচনা করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

আর্থিক ব্যবস্থাপক ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি ব্যবসায়ের জন্য মূলধন সংগ্রহ, লাভজনক বিনিয়োগ ও মুনাফা বণ্টন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে নিম্নোক্তভাগে ভাগ করা যায়। যেমনÑ

(ক) বিনিয়োগ সিদ্ধান্ত

(খ) অর্থায়ন সিদ্ধান্ত

(গ) লভ্যাংশ বণ্টন সিদ্ধান্ত

(ক) বিনিয়োগ সিদ্ধান্ত: একজন আর্থিক ব্যবস্থাপকের সর্বপ্রথম কাজ হলো লাভজনক বিনিয়োগ প্রকল্প চিহ্নিত করা এবং ঐ প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ, কোন কোন প্রকল্পে বা স¤পত্তিতে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হবে তা নির্ধারণ করা। আর সেজন্য বিভিন্ন প্রকল্প হতে ভবিষ্যতে প্রত্যাশিত আয় বা মুনাফার পরিমাণ নির্ণয় করা একান্ত প্রয়োজন। যেহেতু প্রকল্প হতে ভবিষ্যতে প্রত্যাশিত আয় অনুমানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, সেহেতু এর সাথে ঝুঁকি জড়িত। তাই কোন বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে ভবিষ্যতে প্রত্যাশিত আয় ও ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কি পরিমাণ অর্থ কোন প্রকল্পে বা স¤পত্তিতে (দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী) বিনিয়োগ করা হবে সে স¤পর্কে সিদ্ধান্ত নিতে হয়। সাধারণত স¤পত্তিকে দু’ভাগে ভাগ করা হয়। যেমনর)

১.স্বল্পমেয়াদী স¤পত্তি: স্বল্পমেয়াদি বা চলতি সম্পত্তি বলতে ঐ ধরনের সম্পত্তিকে বুঝায় যা দৈনন্দিন কার্যক্রম সচল রাখার জন্য ব্যবহৃত হয়। এ সম্পতিকে এক বছরের কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়। এটিকে চলতি মূলধন ব্যবস্থাপনা ও বলা হয়। উদাহরণস্বরূপ: নগদ টাকা, মজুদপণ্য, বিবিধদেনাদার ইত্যাদি হলো চলতি সম্পত্তি।

২. দীর্ঘমেয়াদী বা স্থায়ী স¤পত্তি: দীর্ঘমেয়াদী বা স্থায়ী স¤পত্তি বলতে ঐ ধরনের সম্পত্তিকে বুঝায় যেখান হতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে আয় পেয়ে থাকে। স্থায়ী সম্পত্তি নগদ অর্থে রূপান্তর করতে এক বছরের অধিক সময়ের প্রয়োজন হয়। এ ধরনের সম্পত্তি থেকে অনেক বছর ধরে আয় করা সম্ভব হয়, এ সকল সম্পত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং করা হয়। উদাহরণস্বরূপ: ভূমি, দালানকোঠা, কলকব্জা, যন্ত্রপাতি ইত্যাদি হলো স্থায়ী সম্পত্তি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

(খ) অর্থায়ন সিদ্ধান্ত: আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজ হলো প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা। অর্থাৎ, একটি প্রকল্পে বিনিয়োগের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তা নির্ধারণ করা এবং কীভাবে সংগ্রহ করা হবে, কোন উৎস থেকে এবং কখন সংগ্রহ করতে হবে তা ঠিক করতে হবে। বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সংস্থান করা হবে তা নির্ধারণ করাই হচ্ছে এ সিদ্ধান্তের মূল প্রতিপাদ্য বিষয়। এই মালিকের নিজস্ব মূলধন ও ঋণকৃত মূলধনের মিশ্রণকে মূলধন কাঠামো বলা হয়। যে মূলধন কাঠামো মিশ্রণে মূলধন খরচ সবচেয়ে কম হবে এবং শেয়ারের মূল্য সর্বাধিক হবে, তাকে কাম্য মূলধন কাঠামো বলে। কাম্য মূলধন কাঠামো রক্ষা করাই হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ।

কো¤পানির মূলধন কাঠামোতে ঋণকৃত মূলধন ব্যবহার করা হলে যদিও শেয়ার প্রতি আয় বেড়ে যায় সেই সাথে আর্থিক ঝুঁকিও বেড়ে যায়। আবার যদি শুধু মালিকের মূলধন ব্যবহার করা হয় তাহলে ঝুঁকি কম থাকে, তবে শেয়ার প্রতি আয় কমে যায়। কো¤পানিতে শেয়ার মালিকদের আয় ও ঝুঁকির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে নির্ধারিত মূলধন মিশ্রণে যখন কম ঝুঁকিতে সর্বাধিক মুনাফা অর্জন সম্ভব, তখনই কো¤পানির শেয়ার মূল্য বা শেয়ার মালিকদের স¤পদ সর্বাধিক হয়; আর ঐ মূলধন মিশ্রণকেই বলা হয় কাম্য মূলধন মিশ্রণ। কাম্য মূলধন মিশ্রণের কাঠামো নির্ধারণ করাই প্রকল্পের অর্থসংস্থানে আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ।

(গ) লভ্যাংশ বণ্টন সিদ্ধান্ত: পরিকল্পিত ও গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে কো¤পানি যে মুনাফা অর্জন করে, তা শেয়ার মালিকদের মধ্যে বন্টনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপককে নিতে হয়। অর্থাৎ, অর্জিত মুনাফার স¤পূর্ণ না আংশিক শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে, তা নির্ধারন করা আর্থিক ব্যবস্থাপককের কাজ। যদি কো¤পানির নিকট লাভজনক বিনিয়োগ সুযোগ থাকে, তাহলে অর্থসংস্থান করার জন্য মুনাফার স¤পূর্ণ অংশ বন্টন না করে আংশিক বন্টন করা হয়। আংশিক মুনাফা বন্টন করা হলে শেয়ার মূল্যের উপর কি প্রভাব পড়তে পারে তা বিবেচনা কওে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই কো¤পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ও ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ সম্বন্ধে চিন্তাভাবনা করে অর্জিত মুনাফার যে অংশ মালিকদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে মুনাফা বন্টন হার বলা হয়। আর যে লভ্যাংশ বন্টন হার কো¤পানির শেয়ার মালিকদের সন্তুষ্ট রেখে এবং ভবিষ্যতের বিনিয়োগ সুযোগের জন্য প্রয়োজনীয় অর্থ রেখে শেয়ার মূল্য সর্বাধিক করতে পারে তাই ‘কাম্য লভ্যাংশ বন্টন’ ।

তাছাড়া, কো¤পানির লভ্যাংশ প্রদানের স্থায়ীত্ব এবং বোনাস শেয়ার ও নগদ লভ্যাংশ প্রদানের ব্যাপারে আর্থিক ব্যবস্থাপককে চিন্তা-ভাবনা করতে হয় ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment