জনসমষ্টি কাকে বলে,জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ,জনসমষ্টি কত প্রকার, জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর,

জনসমষ্টি কাকে বলে,জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ,জনসমষ্টি কত প্রকার,
জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর,

জনসমষ্টি কাকে বলে,জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ,জনসমষ্টি কত প্রকার, জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর,

জনসমষ্টি কাকে বলে?
উত্তর : জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে বুঝায়। যাদের ভাষা, সামাজিক রীতি নীতি, ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এক বা অভিন্ন।


জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য হলো :
ক. একই অঞ্চলে বসবাসকারী অন্তরঙ্গ মানবগোষ্ঠী;
খ. জনসমষ্টির আয়তন ক্ষুদ্র অথবা বৃহৎ উভয় হতে পারে;
গ. সমষ্টিভুক্ত সকলেই বিশেষ অঞ্চলের অধিবাসী।


জনসমষ্টি কত প্রকার?
উত্তর : জনসমষ্টি তিন প্রকার।


জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর।
উত্তর : জনসমষ্টির প্রকারগুলো হলো :
ক. আঞ্চলিক জনসমষ্টি;
খ. পরিচিত এবং স্বার্থবাহী জনসমষ্টি;
গ. ব্যক্তিগত কর্মবেষ্টনী ভিত্তিক জনসমষ্টি।


জনসমষ্টির উপাদানগুলো কী কী?
উত্তর : জনসমষ্টির উপাদানগুলো হলো :
ক. জনগোষ্ঠী; খ. ভৌগোলিক এলাকা; গ. অভিন্নতা; ঘ. জনসমষ্টি চেতনা এবং ঙ. স্বাভাবিকতা।


জনসমষ্টির কার্যাবলি কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : জনসমষ্টির কার্যাবলি ৫ভাগে ভাগ করা যায়।


জনসমষ্টির কার্যাবলিগুলো কী কী?
উত্তর : জনসমষ্টির কার্যাবলিগুলো হলো :
ক. উৎপাদন, বণ্টন এবং ভোগ;
খ. সামাজিকীকরণ;
গ. সামাজিক ন্ত্রণ;
ঘ. সামাজিক অংশগ্রহণ এবং
ঙ. পারস্পরিক সমর্থন।

আরো ও সাজেশন:-

পেশাদার সমাজকর্মে জনসমষ্টি কয় প্রকার?
উত্তর : পেশাদার সমাজকর্মে জনসমষ্টি তিন প্রকার ।


পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারগুলো কী কী?
উত্তর : পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারগুলো হলো :
ক. আধুনিক জনসমষ্টি;
খ. আদর্শিক জনসমষ্টি: 110W Isive viirummo
গ. ঐতিহ্যগত জনসমষ্টি।


জনসমষ্টি সমাজকর্মের সূচনা হয় কত সালে?
উত্তর : ১৮৬৯ সালে।


জনসমষ্টি সংগঠন কাকে বলে?
উত্তর : জনসমষ্টি সংগঠন এমন একটি সমাজকর্ম পদ্ধতি যার মাধ্যমে কোন একটি নির্দিষ্ট এলাকার সমাজকল্যাণমূলক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা হয়।


জনসমষ্টি সংগঠনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : জনসমষ্টি সংগঠনের তিনটি বৈশিষ্ট্য হলো :
i. স্থানীয় প্রয়োজন;
ii. জনঅংশগ্রহণ;,
iii. স্থানীয় জনগণের সংগঠিত উদ্যোগ


সমষ্টি সংগঠনের তিনটি পরিধি উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি পরিধি হলো :
i. সমস্যা চিহ্নিতকরণ;
ii. সমস্যা সমাধানে যৌথ কার্যক্রম এবং
iii. সম্পদ অনুসন্ধান।


সমষ্টি সংগঠনের তিনটি উপাদান লিখ।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি উপাদান হলো :
i. জনসমষ্টি;
ii. জনসমষ্টির প্রয়োজন ও
iii. জনসমষ্টির সম্পদ।


সমষ্টি সংগঠনের তিনটি নীতি উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি নীতি হলো :
i. গ্রহণনীতি;
ii. সমষ্টি স্বাতন্ত্রীকরণ নীতি ও
iii. সমষ্টির আত্মনিয়ন্ত্রণ নীতি ।


সমষ্টি সংগঠনের তিনটি উদ্দেশ্য লিখ।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি
i. সমষ্টির চাহিদা চিহ্নিতকরণ।
ii. জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ।
iii. সমষ্টির কল্যাণমূলক কার্যাবলীর সমন্বয় সাধন।


সমষ্টি সংগঠনের তিনটি ধাপ উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি ধাপ হলো :
সমস্যা ও প্রয়োজনের স্বীকৃতি;
ii. সমস্যা বিশ্লেষণ ও
iii. তথ্য সংগ্ৰহ ।
সমষ্টি সংগঠনের ৫টি পদ্ধতি লিখ।
উত্তর : সমষ্টি সংগঠনের ৫টি পদ্ধতি হলো :

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

তথ্য অনুসন্ধান;
ii. বিশ্লেষণ;
iii. পরিকল্পনা প্রণয়ন;
iv. সমস্যর অনুকল্প নির্ধারণ এবং
v. মূল্যায়ন।


সমষ্টি সংগঠন পদ্ধতির মডেল কয়টি?
উত্তর : সমষ্টি সংগঠন পদ্ধতির মডেল তিনটি।


সমষ্টি সংগঠনের মডেলগুলো কী কী?
উত্তর : সমষ্টি সংগঠনের মডেলগুলো হলো :
i. স্থানীয় উন্নয়ন মডেল;
ii. সমাজিক পরিকল্পনা মডেল ও
iii. সামাজিক কার্যক্রম মডেল।


সমষ্টি সংগঠন কর্মীর ৫টি ভূমিকা উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠন কর্মীর ৫টি ভূমিকা উল্লেখ করা হলো :
i. তথ্য সংগ্রহকারী;
ii. গবেষক হিসেবে;
iii. বিশেষজ্ঞ হিসেবে;
iv. সাহায্যকারী হিসেবে;
v. সক্ষমকারী হিসেবে।


বাংলাদেশে সমষ্টি সংগঠনের ৫টি পরিধি লিখ।
উত্তর : বাংলাদেশে সমষ্টি সংগঠনের ৫টি পরিধি হলো :
i.. সমস্যা চিহ্নিতকরণ;
ii. তথ্য অনুসন্ধান;
iii. সম্পদ অনুসন্ধান;
iv. সমন্বয় সাধন;
v. সমস্যার সমাধান ক্ষেত্র।


জনসমষ্টি পরিকল্পনা কী?
উত্তর : জনসমষ্টি পরিকল্পনা হলো সমষ্টির জন্য কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের সুসংগঠিত কর্মপন্থাকে বুঝায়

Leave a Comment